LG G3 কাস্টম রম ওয়ালটন প্রিমো GM Mini এর জন্য !(পর্ব –৩)

বিসমিল্লাহি রহমানির রহিম

বিঃদ্রঃ আমার কোন লিখা কপি করার চেষ্টা করবেননা আশা করি।

CWM,Root,ব্যাকআপ নিয়া আলোচনা করেছিলাম। প্রয়োজনে এই খানে ক্লিক করুন।

আজকে আপনাদের আরও একটি সুন্দর কাস্টম রম দেখাবো।

প্রথমেই আপনাকে বলছি যে, CWM,Root আপনার ওয়ালটন প্রিমো GM Mini মোবাইল এ থাকতে হবে। এবং আর পদ্দতি পর্ব ১ এ দেয়া হইছে।

এখন তাহলে শুরু করা যাক আজকের ওয়ালটন প্রিমো GM Mini এর আরও একটি কাস্টম রম নিয়া।

আজকের কাস্টম রমটির নাম  LG G3 Rom

এই কাস্টম রমটির ডেভেলপার শাকিল খান, মানে আমি নিজেই।

এই রমটির সবচেয়ে ভাল দিক হল অনেক চার্জ থাকবে এই রম এ। আশা করি ভাল লাগবে।

এই রমটিতে যা যা নতুন ফিচার আছে তা হল ঃ

Better Ram Management

600+ Free RAM

Better Camera Quality With Double Camera

Better Battery Backup

All HD Game Running Smoothly Without Any Lag

Full Xposed Supported

Full Gravitybox Supported

Latest Lenevo Camera Supported

All GAPPS Supported

Fully Bug Free & Stable Rom

Best Antutu Benchmark Available For This Rom [19k+]

Special Dolby Digital Plus Supported [Better Sound Mod]

CPU Controller Included

New  Wallpaper & Sounds Included

এই রমটি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন

এই রমটি ফ্ল্যাশ করার পদ্দতি সব পর্বেই  এ বলেছি এবং আবার বলছি

মোবাইলটি  বন্ধ করুন।

১) মোবাইলটি বন্ধ অবস্থাই Volume UP + Power Button + Home একসাথে প্রেস করে Recovery Mod এ যান।

২) এখন MOUNT AND STORAGE এই লিখায় প্রবেশ করুন

আপনি ফরমেট করবেন SYSTEM, DATA এবং CACHE এই ৩টি।

৩) এখন আপনি ব্যাক করে INSTALL ZIP FROM SDCARD এ প্রবেশ করুন, CHOOSE ZIP FROM SDCARD এ প্রবেশ করুন।

৪) এখন ডাউনলোড করা কাস্টম রমটি আপনার মোবাইল এর মেমোরি কার্ড থেকে দেখিয়ে দিন এবং yes এ ক্লিক করুন।

৫) কিছুক্ষণ অপেক্ষা করুন।

শেষ হলে restart/reboot যা থাকবে তাতে ক্লিক করুন।

এখন আপনার রমটি ইন্সটল করা শেষ এবং উপভুগ করুন সুন্দর LG G3 Rom কাস্টম রমটি।

{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }

এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন

ইচ্ছে হলে আমাকে ফেসবুক এ পেতে যোগাযোগ করুন এইখানে

এবং  আমার সাধারন ফেসবুক পেজ  থেকে ঘুরে আসতে পারেন, এইখানে ক্লিক করুন ।

Level 0

আমি নাঈম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বস রুটিং এর সিসটেম টা আরেকটু ইজি করা যায় না??
রম গুলো ডাউনলোড করতে সমস্যা হয় নি কিন্তু রুটিং এ ঝামেআ হবে বলে মনে হচ্ছে