ওয়ালটন প্রিমো GM Mini-তে রুট , ক্লকওয়ার্কমোড এবং ব্যাকআপ পদ্দতি

বিসমিল্লাহি রহমানির রহিম

অনেক দিন যাবত কিছু টিউন করি না। আজকে বিশেষ টিউন করলাম  ওয়ালটন প্রিমো GM Mini নিয়া

এই পর্বে থাকবে CWM এবং রুট  নিয়া কিছু কথা এবং তার অনুসরণ পদ্দতি ।

প্রথমেই আপনাদের শিখাবো কি করে CWM এবং রুট  ওয়ালটন প্রিমো GM Mini তে ইন্সটল করতে হয়ঃ

০১) প্রথমে Mediafire থেকে  জিপ ফাইল ডাউনলোড করুন । লিঙ্ক (ফাইল সাইজ টোটাল- ১৪এমবি প্রায় )

০২) ডাউনলোড করা জিপ ফাইল আপনার কম্পিউটারে আনজিপ করুন ।

০৩) এবার "For Windows x32 Bit.exe" ইন্সটল করুন । সফটওয়্যার লিঙ্ক । (ফাইল সাইজ টোটাল- ৫ এমবি প্রায়)

(Continue Anyway দিতে থাকুন এবং সব শেষে Finish)

০৪) এরপর SP Flash Tool আনজিপ করে "flash_tool.exe" তে Right Click করে Run As Administrator সিলেক্ট করে Run করুন ।

০৫) এবার Scatter-Loading ফাইলে "MT6582_Android_scatter.txt" সিলেক্ট করুন ।

০৬) RECOVERY তে টিক মেরে Location এ ডাবল ক্লিক করুন ।

০৭) এবার যেখানে "CWM For GM mini By Shakil Khan.img" ফাইলটা রাখছেন সেখান থেকে ফাইলটা সিলেক্ট করুন ।

০৮) এবার "King User by shakil.zip" ফাইলটা ফোন এর মেমোরি কার্ড এ কপি করে ফোন অফ করে ফেলেন ।

০৯) SP Flash Tool এর উইন্ডোতে দেখবেন "Download" একটা ট্যাব আছে তাতে ক্লিক করুন ।

১০) এখন তাড়াতাড়ি আপনার ফোনকে USB Cable দিয়ে কম্পিউটারে কানেক্ট করুন । (ফোন যেন অফ থাকে মাস্ট)

১১) এখন Flash Process স্টার্ট হবে তারপর Finish হলে USB Cable খুলে ফেলুন ।

১২) এবার Volume UP + Power Button + Home একসাথে প্রেস করে Recovery Mod এ যান ।

এখন দেখেন যে একটি টুপি যুক্ত Recovery Mod এশেছে । তার মানে আপনার ওয়ালটন প্রিমো ইএফ২ তে CWM করা শেষ ।

এখন আপনি রুট করুনঃ

"King User by shakil.zip" ফাইলটা ফোন এর মেমোরি কার্ড এ কপি করেছিলেন ,এখন আপনি  Update From Zip সিলেক্ট করুন এবং King User by shakil.zip এই ফাইলটি দেখিয়ে দিন । তারপর Successful হওয়ার পর ফোন রিবুট করুন ।

রুট করা শেষ ।

এখন আমরা দেখব কিভাবে আপনার আশল স্টক রমটি কিভাবে ব্যাকআপ রাখবেনঃ

এবার সেটটা বন্ধ করুন।

১) সেট বন্ধ অবস্থাই Volume UP + Power Button + Home একসাথে প্রেস করে Recovery Mod এ যান ।

২) Recovery Mod এ গেলে দেখবেন Backup and Restore আছে তাতে ঢুকেন । (Up অ্যান্ড Down হবে Volume কি দিয়া আর সিলেক্ট হবে Power Button দিয়া)

৩) Backup and Restore এর ভিতর দেখবেন Backup অপশন আছে ।

৪) ক্লিক করেন আর ওয়েট করুন । একটু টাইম লাগবে ব্যাকআপ হতে ।

৫) ফুল ব্যাকআপ হয়ে গেলে সেট রিবুট দেন অ্যান্ড মেমরি কার্ড এ দেখেন Clockworkmod নামে ফোল্ডার হইছে ।

৬) এর ভিতর Backup ফোল্ডার আছে এবং তার ভেতর Date & Time দেয়া একটা ফোল্ডার ।

৭) এইটাই আপনার Stock Rom ব্যাকআপ । এইটা সংগ্রহ করুন ।

{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }

এই রমটি সর্বপ্রথম এই টেকটিউনস  ওয়েবসাইট এই টিউন করা হয়েছে ।

এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন

ইচ্ছে হলে আমাকে ফেসবুক এ পেতে যোগাযোগ করুন এইখানে

এবং  আমার সাধারন ফেসবুক পেজ  থেকে ঘুরে আসতে পারেন , এইখানে ক্লিক করুন ।

(ধন্যবাদ সবাইকে ,ভাল থাকবেন এবং আরও নতুন নতুন রম নিয়া টিউন করব ইনশাল্লাহ ,তাই টেকটিউনস এর সাথেই থাকুন  )

Level 0

আমি নাঈম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিংক ঠিক করেন

ভাই এইটা তো বোধ হয় ইএফ২ এর জন্য

সাকিল ভাই কিং ইউজার এর বদলে সুপার ইউজার ফ্লাশ করলে কোন সমস্যা হবে।

আচ্ছা ভাই আমি কি এই পদ্ধতি গুলা ইউজ না করে ডিরেক্টলি আপনি যেভাবে এল জি এর জি৩ রম টা ফ্লাস করতে বলছেন সেইটা করলেই হবেনা? আই মিন cwm না করেই কি আমি কাস্টম রম ইউজ করতে পারবো না?

প্রথম লিংক এর ফাইলটি ডাউনলোড করতে পারছি না।