জেনে নিন মজার মজার সব তথ্য “জানা অজানা মজার তথ্য” নামক এন্ড্রয়েড অ্যাপটির মাধ্যমে

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মানুষের জানার আগ্রহ অপরিসীম , আর আমাদের চারপাশে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত নানান ঘটনা, কতগুলো ঘটনাই আমরা জানতে পারি ??? পৃথিবীতে এমন এমন ঘটনা ঘটে কিংবা এমন এমন তথ্য আছে যা শুনে আমরা মাঝে মাঝে অবাক হই, আশ্চর্য হই কিংবা অনেক সময় হাসিতে ফেটে পড়ি ,,, আসুন জেনে নেই তেমন কিছু জানা অজানা (Jana Ojana Mojar Tottho) মজার তথ্যগুলো “জানা অজানা মজার তথ্য” নামক এন্ড্রয়েড অ্যাপটির মাধ্যমে ।

 

যেমন --

* আপনি জানেন কি ???

• গুগলের সার্চ বক্সে যদি elgooG অর্থাত্ গুগল উল্টা লিখে সার্চ দেয় হয় তবে তা এমন এক গুগল ওয়েবসাইটে নিয়ে যাবে যা অরিজিনাল সাইট থেকে সম্পূর্ণ উল্টো!

• সারাবিশ্বে COCA-COLA'র প্রস্তুত প্রণালী মাত্র দুজন জানে এবং তাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ!

• আলেক্সান্ডার গ্রাহাম বেল কখনই তার মা অথবা বউকে ফোন করেনি, কারন তারা দুইজন বধির ছিলো।

• কম্পিউটারে সাথে ব্যাবহারের জন্য প্রথম মাউস আবিষ্কার করেন Douglas Englebart নামের ভদ্রলোক, ১৯৬৪ সালে সেটি বানানো হয়েছিলো কাঠ দিয়ে!

• নারীদের তুলনায় পুরষেরা ছোট ছোট অক্ষর ভাল পড়তে পারেন। আর নারীদের শ্রবণ শক্তি পুরুষের তুলনায় বেশী।

• পিক্সেল এর হিসেবে মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেল!

• অংকে এক মিলিয়ন লিখতে ৭টি সংখ্যা লাগে। তেমনি ইংরেজিতে মিলিয়ন শব্দটি লিখতে ৭টি অক্ষর লাগে।

• হাঙর এর কোনও প্রকার রোগ ব্যাধি হয় না!!

• ডিমের কুসুম যাতে খোসায় লেগে যেতে না পারে , তাই মুরগি তার ডিমকে দিনে প্রায় ৫০ বার উল্টে দেয় ।

• এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হলো ফিলিপাইন!!

• আপনি যদি কারো দিকে তাকিয়ে নিঃশব্দে ‘কালারফুল’ শব্দটি উচ্চারন করেন, আপনার মুখভঙ্গি দেখে মনে হবে, আপনি তাকে ‘আই লাভ ইউ’ বলছেন!

• বৈবাহিক জীবন ৫০বছর হলে সেই দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেয়া হয় - পোল্যান্ডে !

• সাগর মহাসাহরের তলদেশে যত সোনা পড়ে আছে তা যদি উত্তোলন করে পৃথিবীর সব মানুষের মধ্যে বিলিয়ে দেয়া হয় তাহলে প্রতিটি মানুষের ভাগে পড়বে ২০ কেজি করে সোনা।

• তুলনামূলক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হল পিঁপড়া যে নিজের ওজনের ০৯ গুণ ওজন বহন করতে পারে।

• এক বক্স তাসের ৪টি রাজা ইতিহাসের ৪জন বিখ্যাত রাজার প্রতীক। তারা হলেনঃ রাজা দাউদ, আলেকজান্ডা র, জুলিয়াস সিজার এবং শার্লিম্যান।

• মধ্যযুগে আলকেমিরা বিভিন্ন ধাতুকে স্বর্ণে রূপান্তর করার ব্যর্থ প্রয়াস চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন। তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েই কিনা জানা যায়নি, তবে স্যার আইজাক নিউটনও সময় ব্যয় করেছিলেন স্বর্ণ তৈরির আশায়।

• ডায়েট কোকাকোলা পানির ভিতরে ঢাললে পানির উপরে ভেসে থাকবে। কিন্ত সাধারণ যে কোকাকোলা আছে তা পানিতে ঢাললে পানির সাথে মিশে যাবে।

• হিটলারের প্রথম ভালোবাসা ছিল একজন ইহুদী তরুণী। কিন্তু সাহসের অভাবে হিটলার তার ভালোবাসার কথা সেই তরুণীকে জানাতেই পারেন নি! অথচ এ ব্যক্তিই পরবর্তী জীবনে হত্যা করেছেন বহু ইহুদীকে।

• অধিক মেয়েদের সাথে বসার সুযোগের জন্য বিল গেটস তাঁর স্কুলে আসনবিন্যাসের প্রোগ্রাম কোড পরিবর্তন করে দিয়েছিলেন।

• সিঙ্গাপুরকে বলা হয় সিংহের শহর বা লায়ন সিটি। অথচ বাস্তবে গোটা সিঙ্গাপুরে একটাও সিংহ নেই।

• বিল ক্লিনটন তার প্রেসিডেন্সির ৮ বছরে মাত্র দুটি ই-মেইল সেন্ট করেছিলেন নিজে।

------- এছাড়াও আরও অনেক অনেক মজার তথ্য .........

 

ধন্যবাদ।

 

 

অ্যাপসটি ভালো লাগলে রেটিং দিয়ে উতসাহিত করুন৤

সাইজ : ১.৮ মেগাবাইট

রিকয়ার অ্যান্ড্রয়েড : ২.৩.৩+

ভার্সন : ১.০

গুগল প্লে তে :

ডাউনলোড লিংক

আরও অ্যাপস -----

ফেসবুকে আমি :

Level 0

আমি neoshahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এমন এপস কিভাবে তৈরী করা যায় সে বিষয়ক কোন টিউটোরিয়ালের লিংক থাকলে দেবেন। অনেক অনেক ধন্যবাদ

থ্যাংকস

good job 🙂

Level 0

সবাই কে অনেক ধন্যবাদ।
@মোহাম্মদ খালিদ হোসাইন : এন্ড্রয়েড অ্যাপস ডেভলপ করতে হলে আপনাকে বেসিক টা শিখতে হবে, কোন নির্দষ্ট টিউটোরিয়াল নয়, আপনি এই লিংক দেখতে পারেন এবং টেকটিউনে ও অনেক চেইন টিউন পাবেন এই বিষয়ে —
https://developer.android.com/training/index.html