এখন থেকে আপনার Android ফোন দিয়ে কম্পিউটার এর মাউসের কাজ করতে পারবেন

কেমন আসেন সবাই? অনেক দিন পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে!

আসুন দেখি আজ আপনাদের জন্য কিছু দিতে পারি কি না! ব

আপনি বিছানায় শুয়ে শুয়ে আরাম করে একটি মুভি দেখছেন হটাথ করে দেখলেন ফেসবুকে কেউ আপনাকে ম্যাসেজ দিয়েছে বা কোন জরুরী মেইল এসেছে, তখন কি করবেন? আপনার এতো শাধের আরাম হারাম করে বিছানা থেকে উঠে যেয়ে মেইল চেক করে তারপর আবার আরাম করবেন? স্বাভাবিক ভাবে কিন্তু আমরা সেটাই করে থাকি। তবে কেমন হতো যদি বিছানায় বসে দূর থেকে ল্যাপটপ বা ডেক্সটপ পরিচালনা করায় যেত।

Remote-Mouse-iPhone-iPad-App

কথা শুনতে একটু কেমন কেমন লাগলেও বাস্তবে কিন্তু সম্ভব। এখন প্রশ্ন আসবে কিভাবে?

তবে চলুন দেখি বিস্তারিত-

কাজটি করতে আপনার দরকার হবে একটি স্মার্টফোন এবং রিমোট মাউস নামের একটি অসাধারণ অ্যাপ।

স্টেপ ১

প্রথমে এই লিংক থেকে দরকারি অ্যাপ টি ডাউনলোড করে নিন, অ্যান্ড্রয়েডউইন্ডোজ অথবা আইফোন/আইপডএর জন্য।

স্টেপ ২

এবার আপনার পিসির জন্য রিমোট মাউস সার্ভার অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করে নিন এখান থেকে উইন্ডোজ বাম্যাক

স্টেপ ৩

এবার আপনার ডিভাইস এবং পিসিকে একই সার্ভারের সাথে কানেক্ট করুন।

স্টেপ ৪

খুব সহজে পিসিতে আইপি অ্যাড্রেস বা কিউ আর কোড খুঁজে পাবেন।

remote-mouse-pc

স্টেপ ৫

এবার আপনার ফোনে থাকা রিমোট অ্যাপ টি ওপেন করুন এবং আইপি অ্যাড্রেস বা কিউআর কোডের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন।

remote-mouse5pp

স্টেপ ৬

সব গুলো কাজ ঠিক মতো করার পরে দেখবেন পিসির মাউস নেভিগেশন আপনার স্মার্টফোনে চলে এসেছে।

### রিমোট মাউস অ্যাপটি অনেকটাই ম্যাকবুকের টাচপ্যাডের মতো কাজ করে। একটি আঙ্গুল দিয়ে টাচ করলে লেফট ক্লিক আর ২টি আঙ্গুল দিয়ে একসাথে টাচ করলে রাইট ক্লিকের কাজ করবে। চাইলে ইচ্ছা মতো সেটিং করে মাউসের গতি কম বেশী করে নিতে পারবেন। আবার ইচ্ছা করলে পিসি সার্টডাউন’ও করতে পারবেন। এককথায় অরিজিনাল মাউসের বিকল্প।

আমি অন্যতম অলস প্রকিতির মানুষ তাই আমার কাছে অ্যাপটি অসাধারণ মনে হয়েছে। যারা আমার মতো চরম অলসতায় ভুগছেন তাদের হয়তো কাজে লাগবে এটি।

নিচের ভিডিওটি দেখলে আরও বিস্তারিত ধারণা পাবেন-

ভাল থাকবেন সবাই! আর নিওমিত এই সাইট এর সাথে থাকবেন।

Level 0

আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 255 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Simple But Not Simple


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

wifi thka lagbe naki… wifi to ni tahole ki kaz korbe

Level New

pc তে bluetooth device thakle কাজ করে এমন কোন টিউন জানা ধাকলে জানাবেন।

vai mobile dia ki SONY television control kora jai ai rokom kono tips ase……….thakle janaben pls

Level 2

ভাই মাথা নষ্ট একটা অ্যাপ। অনেক অনেক অনেক ধন্যবাদ। হাজার খানেক ধন্যবাদ দিতাম। কিন্তু তাহলে স্প্যাম হিসেবে কমেন্ট টা যাবে। তাই ৩ বারই দিলাম। 😀

তোমাকে অনেক ধন্যবাদ।