Android এ SIM Card আনপ্লাগড এবং invalid imei এর সমাধান

অনেক দিন পর টিউন করতে বসলাম । ভুল ভ্রান্তির জন্য প্রথমেই ক্ষ্মা চেয়ে নিচ্ছি ।

আমরা বেশিরভার Android ইউজাররা মিডিয়াটেকের প্রসেসরের Walton/Symphony স্মার্টফোন ব্যাবহার করি । ফোনে নতুনত্ব আনতে কাস্টম রম ফ্লাশ করি অনেকেই ।অনেক সময় কাস্টম রমে বাগ থাকার কারনে অথবা ফ্লাশ করতে গিয়ে ভুল করলে imei invalid হয়ে যায় । কখনো কখনো সিম কার্ড থাকা স্বত্বেও সিম কার্ড আনপ্লাগড দেখায় মানে সিম কার্ড পায় না ।ফলে কাস্টমার কেয়ারে ৩-৪ দিন এর জন্য ফোন ফেলে রাখতে হয় ।  আজ আমি আপনাদের এর সমাধান দেখাব ।

প্রথমে দেখাব কিভাবে সিম কার্ড আনপ্লাগড দেখালে কি করবেন

এর জন্য আপনার দরকার হবে

১   ফোনের Firmwere (search google)

২  Driver

৩  ল্যাপটপ অথবা ডেক্সটপ পিসি

প্রথমে আপনার Firmwere আনজিপ করুন এবং প্রয়োজনীয় driver ইন্সটল করুন ।

এবার sp flash ওপেন করুন ও android-scatter সিলেক্ট করুন ।

এখন format button এ ক্লিক করুন এবং ok তে ক্লিক করুন (চিত্র অনুযায়ী)

ok তে ক্লিক করার পর আপনার ফোন কানেক্ট করুন usb দিয়ে । ফোন অবশ্যই বন্ধ থাকতে হবে ।

১০ সেকেন্ড এর মত লাগতে পারে শেষ হতে এরপর এমন মেসেজ আসবে

এবার ফোনটি usb থেকে খুলে ফেলুন । আর অবশ্যই ফোন অন করবেন না ।

এবার সবুজ মেসেজটি কেটে দিয়ে download বাটনে ক্লিক করুন তারপর মোবাইল usb তে কানেক্ট করুন ।

৪-৫ মিনিট লাগতে পারে । শেষ হয়ে গেলে আগের মেসেজটি দেখাবে । এবার আপনার ফোন অন করুন । দেখুন সিম কার্ড পেয়েছে কিন্তু imei invalid

এবার দেখাব কিভাবে imei ফিক্স করবেন

প্রথমে mobileuncle mtk droid tool ইন্সটল দিন । এবার নিচের চিত্র অনুযায়ী ফলো করুন

Engineer mode (MTK) সিলেক্ট করুন

এবার  phone 1 সিলেক্ট করুন

এই পেইজ আসলে AT+EGMR=17"" সিলেক্ট করুন এবং AT+EGMR=17"123456789" এভাবে আপনার imei বসিয়ে SEND AT COMMAND এ ক্লিক করুন ।

123456789 এর স্থানে আপনার imei দিন

এবার ফোন রিবুট দিন । দেখুন একটি imei পেয়ে গেছে ।

এবার আগের প্রসেস মত এগিয়ে phone 1 এর পরিবর্তে phone 2 সিলেক্ট করুন  ও AT+EGMR=1,10,"" সিলেক্ট করে আপনার অপর imei দিয়ে SEND AT COMMAND এ ক্লিক করুন ও রিবুট দিন ।

এবার আপনার imei পেয়ে গেছে ।

কোন ভুল করে থাকলে জানাবেন । ধন্যবাদ

Level 0

আমি Miraj Morshed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের টিউন @ ধন্যবাদ আর পারলে এই নিয়ে একটি টিউন চাই কিভাবে Mobile এর কান্ট্রি লক খোলা যায় তার নিয়ম। অনেকে দেখি ৫/১০ সময় ব্যয় করে এই কাজটি করে দেয়।

কোন কোন ক্ষেত্রে secro.img ফাইলটা ফ্লাশ করলেও হয়। আমি লেওয়া পোর্ট করতে গিয়া বেসব্যান্ড ধরা খাওয়াইছিলাম। ৩ দিন পর বহু কষ্টে এম্নেই ঠিক করছিলাম। আসলেই কাজের টিউন

walton & symphony এর লো-কোয়ালিটির চাইনিজ মালগুলোতেই এই ধরণের আজাইরা সমস্যা দেখা দেয়। আমি নিজেও এই ঝামেলায় পড়েছি। চায়্না বেশীদিন যায়্না।

ভাই আমি android-scatter এই ফাইল কোথাই পাবো ।

পাই না তো

তাহলে কোথাই পাবো?

দারুন টিউন ভাই। কিন্তু রেডিও ইনফরম্যাশন এর পরের স্টেপ এ বলেছেন ফোন ১ সিলেক্ট করার জন্যে। ওখানেতো কোন ফোন ১ অপশন দেখি না ভাই। অথবা আপনি দেখিয়ে দেন নি।প্লিজ জানাবেন……..

আর হ্যাঁ imei ঠিক করার পরে mobileuncle mtk droid tool এই সফটওয়্যারটা ডিলিট করে দেয়া যাবে কিনা। দিলে পরে কোন সমস্যা আছে কিনা।

ধন্যবাদ মিরাজ ভাই, ভাই আপনি কি আমাকে কিছু ‍সফটওয়্যার বক্স কালেক্ট করে দিতে পারবেন? আমি টাকা দিব, যেমন ধরেন spt, octoplus, nck etc; rate কেমন হবে একটু আমাকে মেইল করে জানাবেন।আমি সৌদিতে থাকি।মার্কেট রেট টা আমাকে বলবেন, আপনাকেও কিছু লাভ দেব।শুনেছি দেশে নাকি দাম কম এখান থেকে।

মিরাজ ভাই না হয় কিছু ক্র্যাক বক্স এর লিংক দিন না প্লিজ….কাজ তো চালাই কোন মতে।