ওয়ালটন প্রিমো GM Mini কাস্টম রম (পর্ব –১)

বিসমিল্লাহি রহমানির রহিম

আজকের কাস্টম রমটির নাম Emotion V3  Custom ROM

এই রমতিতে কোনো বাগ নেই । এই রমটির সবচেয়ে ভাল দিক হল অনেক চার্জ থাকবে এই রম এ । আশা করি ভাল লাগবে ।

এই রমটিতে যা যা নতুন ফিচার আছে তা হল ঃ

এই রমটি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন

এই রমটি ফ্ল্যাশ করার পদ্দতি সব পর্বেই  এ বলেছি এবং আবার বলছি

মোবাইলটি  বন্ধ করুন।

১) মোবাইলটি বন্ধ অবস্থাই Volume UP + Power Button + Home একসাথে প্রেস করে Recovery Mod এ যান ।

২) এখন MOUNT AND STORAGE এই লিখায় প্রবেশ করুন

আপনি ফরমেট করবেন SYSTEM , DATA এবং CACHE এই ৩টি ।

৩) এখন আপনি ব্যাক করে INSTALL ZIP FROM SDCARD এ প্রবেশ করুন , CHOOSE ZIP FROM SDCARD এ প্রবেশ করুন ।

৪) এখন ডাউনলোড করা কাস্টম রমটি আপনার মোবাইল এর মেমোরি কার্ড থেকে দেখিয়ে দিন এবং yes এ ক্লিক করুন ।

৫) কিছুক্ষণ অপেক্ষা করুন ।

শেষ হলে restart/reboot যা থাকবে তাতে ক্লিক করুন ।

এখন আপনার রমটি ইন্সটল করা শেষ এবং উপভুগ করুন সুন্দর Emotion V3 কাস্টম রমটি ।

{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }

এই রমটি সর্বপ্রথম এই টেকটিউনস  ওয়েবসাইট এই টিউন করা হয়েছে ।

এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন

ইচ্ছে হলে আমাকে ফেসবুক এ পেতে যোগাযোগ করুন এইখানে

এবং  আমার সাধারন ফেসবুক গ্রুপ থেকে ঘুরে আসতে পারেন , এইখানে ক্লিক করুন ।

( ধন্যবাদ সবাইকে ,ভাল থাকবেন এবং নতুন নতুন রম  সহ আরও অন্যান্য টিউন করব ইনশাল্লাহ , তাই টেকটিউনস এর সাথেই থাকুন  )

Level 0

আমি নাঈম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস