এন্ড্রয়েড এর আদি কথা শুরু থেকে শেষ পর্যন্ত ।

বর্তমানে এন্ড্রয়েড একটি সব চেয়ে জন প্রিয় অপারেটিং সিস্টেম । বর্তমান এই যুগে প্রায় সবাই এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে । কিন্তু তাদের মধ্যে অনেকেই এন্ড্রয়েড এর বিষয়ে কিছুই যানে না ।

অ্যান্ডি রুবিন হলেন অ্যান্ড্রয়েড এর প্রতিষ্ঠাতা । অ্যান্ডি রুবিন আসলে গুগল এর একজন ডেভলপার ছিলেন । তিনি গুগল এ থাকা অবস্থায় এই জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করেন ।

এন্ড্রয়েড আসলে লিনাক্স কার্নেল ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম । অ্যান্ড্রয়েড প্রাথমিকভাবে টেলিভিশন জন্য ইন্টারফেস (টিভি), হাত ঘড়ি , স্মার্টফোনের এবং ট্যাবলেট কম্পিউটার হিসেবে touchscreen মোবাইল ডিভাইসের জন্য ডিজাইন করা হয় । এই ডিভাইসে একটি ভার্চুয়াল কীবোর্ড ব্যবহার করা হয় । প্রাথমিকভাবে touchscreen ইনপুট এর জন্য ডিজাইন করা হচ্ছে সত্ত্বেও এটি গেম কনসোল , ডিজিটাল ক্যামেরা , বিভিন্ন ধরনের সেন্সর যোগ করা হয় এর পর অন্যান্য ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়েছে । এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম টি অ্যান্ড্রয়েড এর সোর্স কোড [ ওপেন সোর্স ] লাইসেন্সের অধীনে Google দ্বারা প্রকাশ করা হয় ।

জুলাই ২০১৩ তে গুগল প্লে স্ট্ররে এক মিলিয়ন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রকাশিত হয় এবং তখন অ্যাপ্লিকেশন ডাউনলোড ছিল ৫৩৮ মিলিয়ন । তারপর ধিরে ধিরে বাজারে অ্যান্ড্রয়েড এর চাহিদা বাড়তে থাকে । ২০১৪ সালে অ্যান্ড্রয়েড সব থেকে বৃহত্তম অপারেটিং সিস্টেম এর যাইগা দখল করে ।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ধিরে ধিরে আপডেট হতে থাকে । অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর নাম গুলো বিভিন্ন খাবারের নাম এর সঙ্গে মিলিয়ে রাখা হয়

Android 1.0 September 23, 2008 এ রিলিজ হয় ,

Android 1.1 February 9, 2009 এ রিলিজ হয় ,

Android 1.5 Cupcake April 30, 2009 এ রিলিজ হয় ,

Android 1.6 Donut September 15, 2009 এ রিলিজ হয় ,

Android 2.0/2.1 Éclair October 26, 2009 এ রিলিজ হয় ,

Android 2.2 FroYo May 20, 2010 এ রিলিজ হয় ,

Android 2.3 Gingerbread December 6, 2010 এ রিলিজ হয় ,

Android 3.0 Honeycomb February 22, 2011 এ রিলিজ হয় ,

Android 4.0 Ice Cream Sandwich October 19, 2011 এ রিলিজ হয় ,

Android 4.1/Android 4.2 Jelly Bean July 9, 2012 এ রিলিজ হয় ,

Android 4.4 kitkat Nov 13, 2013 এ রিলিজ হয় ,

Android Lollipop 2014 এ রিলিজ হয় ।

এর পর অ্যান্ড্রয়েড এর কোন version বের হবে তা এখনো যানা যাই নাই । তবে অ্যান্ড্রয়েড এর ব্যাবহার বিভিন্ন যাইগাতে দেখা যাচ্ছে এখন অ্যান্ড্রয়েড এর ওপর ভিত্তি করে স্মার্ট ঘড়ি বানানো হয়েছে ।

যে কোন দরকারে আমাকে বলতে পারেন ফেসবুকে   অথবা   স্কিকাইপে   istiak.ahamed.naim ।
সৌজন্যে : টেকগল্প

Level 0

আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালই লিখছেন