
সবাইকে সালাম জানাচ্ছি, ও সাথে শুরু করছি টেকটিউনস এ আমার প্রথম টিউন
দীর্ঘ দিন ধরেই আমি Boom Beach খেলছি। কিন্তু যদিও প্রতি দিন কিছু করে Diamond দেয়, তা পর্যাপ্ত নয়। অনেকে আবার খেলা ছেড়ে দিয়েছে এই Diamond এর অভাবে। কিন্তু না, আসলে স্ট্র্যাটেজি তা না।
আপনি চাইলে বেশ কয়েক উপায়ে ফ্রী Diamond পেতে পারেন। অন্ততঃ Boom Beach er ক্ষেত্রে,
১. ডেইলি বা কিছুক্ষণ পর পর লগিন করে।
২. আপনার ডিফেন্স শক্ত হলে অনেকেই কেও যদি আপনাকে এটাক করে, তবে আপনি যদি আপনার ডিফেন্সের সাথে তার বেশ সংখ্যক সৈন্য মারতে পারেন।
৩. সাবমেরিন দিয়ে ডুব লাগিয়ে।
৪. আর না হলে টাকা দিয়ে কিনে।
যাই হোক, আমি আমার ডেবিট কার্ড দিয়ে কেনার ফন্দি করেছিলাম, কিন্তু তা মোটেও সুবিধার মনে হয় নি, তাই অনেক খুঁজে বের করলাম এক উপায়।

কিন্তু এখানে লগিন করে আপনি কিছুই করতে পারবেন না, কারণ আমাদের দেশের জন্য তেমন সুবিধা তারা রাখেনি, আর তাই এখানে আমি খুঁজে বের করেছি এক ফঁন্দি।
নিচের নিয়মে শুরু করুণ, আশা করি ৭ দিনের মধ্যে হাজার Diamond নিয়ে ম্যাপে রাজত্ব করতে পারবেন।
১. প্রথমেই http://www.apk4fun.com/apk/1318/ থেকে Droidvpn নামিয়ে নিন।
২. এবার এটাকে সেটাপ করে Server 2 সিলেক্ট করে কানেক্ট করুন।
৩. এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ, তাই ভাল করে ফলো করবেন।
প্রথমে Play Store এর App info তে যান এবং সব Data CLear করেন "Clear Data" বাটনে ক্লিক করে।
৪. আপনার ফোনের ব্রাউজার দিয়ে https://m.freemyapps.com/share/facebook/01ee4420 ক্লিক করুন। এই লিংকের স্পেশালিটি, এটা আমার রেফারেল। এই লিংকে ক্লিক করে ডাউনলোড করা App এর জন্য প্রতি ১০ জনের একজন ও সাথে আমি হয়তো 1$ এর বোনাস পেতে পারি। এর বেশি কিছুই না।
৫. এবার এই App এ ঢুকে আপনার Android এর মেন্যু তে প্রেস করে হোম বাটনে ক্লিক করুন।
৬. আর এবার কিছুই না, উল্লেখিত কাজের জন্য এ্যাপ ডাউনলোড করে Credit জমিয়ে Redeem করে কিনে নিন যা মন চায় Playstore service থেকে।
চাইলে YOUTUBE এর https://www.youtube.com/watch?v=GVcb6dFMoMA এই লিংকে যেতে পারেন।
হয়তো আপনার কাছে ব্যাপারটা কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু স্ট্র্যাটেজি গেমের Diamond, তাও আবার Supercell এর গেম, একটু কষ্ট না করে তাই উপায় নেই!
আশা করি সবার একটু হলেও ভাল লেগেছে, আর সেই ভাল লাগার উত্তরটা কমেন্টে আশা করছি।
খোদা হাফেয!
আমি dipbd1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice post
vi jodi “total domination” ar jodi kono tricks thake to janaben.