Clash of Clans ও Boom Beach এর ফ্রী Diamond

সবাইকে সালাম জানাচ্ছি, ও সাথে শুরু করছি টেকটিউনস এ আমার প্রথম টিউন
দীর্ঘ দিন ধরেই আমি Boom Beach খেলছি। কিন্তু যদিও প্রতি দিন কিছু করে Diamond দেয়, তা পর্যাপ্ত নয়। অনেকে আবার খেলা ছেড়ে দিয়েছে এই Diamond এর অভাবে। কিন্তু না, আসলে স্ট্র্যাটেজি তা না।

আপনি চাইলে বেশ কয়েক উপায়ে ফ্রী Diamond পেতে পারেন। অন্ততঃ Boom Beach er ক্ষেত্রে,
১. ডেইলি বা কিছুক্ষণ পর পর লগিন করে।
২. আপনার ডিফেন্স শক্ত হলে অনেকেই কেও যদি আপনাকে এটাক করে, তবে আপনি যদি আপনার ডিফেন্সের সাথে তার বেশ সংখ্যক সৈন্য মারতে পারেন।
৩. সাবমেরিন দিয়ে ডুব লাগিয়ে।
৪. আর না হলে টাকা দিয়ে কিনে।

যাই হোক, আমি আমার ডেবিট কার্ড দিয়ে কেনার ফন্দি করেছিলাম, কিন্তু তা মোটেও সুবিধার মনে হয় নি, তাই অনেক খুঁজে বের করলাম এক উপায়।

Demo Image 1

আগেই বলে নিচ্ছি, আপনার আনলিমিটেড Wi-Fi না থাকলে এই পদ্ধতিতে যাবেন না, কারণ এতে আপনার অনেক ব্যান্ডউইথ লাগবে!!

কিন্তু এখানে লগিন করে আপনি কিছুই করতে পারবেন না, কারণ আমাদের দেশের জন্য তেমন সুবিধা তারা রাখেনি, আর তাই এখানে আমি খুঁজে বের করেছি এক ফঁন্দি।

নিচের নিয়মে শুরু করুণ, আশা করি ৭ দিনের মধ্যে হাজার Diamond নিয়ে ম্যাপে রাজত্ব করতে পারবেন।

১. প্রথমেই http://www.apk4fun.com/apk/1318/ থেকে Droidvpn নামিয়ে নিন।
২. এবার এটাকে সেটাপ করে Server 2 সিলেক্ট করে কানেক্ট করুন।
৩. এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ, তাই ভাল করে ফলো করবেন।
প্রথমে Play Store এর App info তে যান এবং সব Data CLear করেন "Clear Data" বাটনে ক্লিক করে।
৪. আপনার ফোনের ব্রাউজার দিয়ে https://m.freemyapps.com/share/facebook/01ee4420 ক্লিক করুন। এই লিংকের স্পেশালিটি, এটা আমার রেফারেল। এই লিংকে ক্লিক করে ডাউনলোড করা App এর জন্য প্রতি ১০ জনের একজন ও সাথে আমি হয়তো 1$ এর বোনাস পেতে পারি। এর বেশি কিছুই না।
৫. এবার এই App এ ঢুকে আপনার Android এর মেন্যু তে প্রেস করে হোম বাটনে ক্লিক করুন।
৬. আর এবার কিছুই না, উল্লেখিত কাজের জন্য এ্যাপ ডাউনলোড করে Credit জমিয়ে Redeem করে কিনে নিন যা মন চায় Playstore service থেকে।

চাইলে YOUTUBE এর https://www.youtube.com/watch?v=GVcb6dFMoMA এই লিংকে যেতে পারেন।

হয়তো আপনার কাছে ব্যাপারটা কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু স্ট্র্যাটেজি গেমের Diamond, তাও আবার Supercell এর গেম, একটু কষ্ট না করে তাই উপায় নেই!

আশা করি সবার একটু হলেও ভাল লেগেছে, আর সেই ভাল লাগার উত্তরটা কমেন্টে আশা করছি।

খোদা হাফেয!

Level 0

আমি dipbd1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice post

vi jodi “total domination” ar jodi kono tricks thake to janaben.

Level 0

@সেতু মন্ডল

ভাইয়া, আপনি যে গেম এর প্রিমিয়াম কিট চাচ্ছেন, তা চাইলে এই একই ট্রিকের মাধ্যমে কিনতে পারেন। চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিজেই বুঝতে পারবেন।

10 $ joma korte 1 year lege jabe!!! lol.

Level 0

@আরাফ রাহমান চৌধুরী

ভাই, আপনি কি শিওর?
মানে, এটা কি স্প্যামিং করেছি?
আর আপনি কি DroidVPN ব্যাবহার করে এ্যাপ এ ঢুকেছিলেন?
যদি না দেখে থাকেন, তবে ঢুকে আবার দেখে কমেন্ট করেন।

Vai Hay Day er dimond hack kamna korbo????
jodi janan tahola aktu bolban plz

ai ta onk purano tricks.Clash of clan game onno kono vabe hack korte parle bolen.er ceye valo upay amar kase ase.

DroidVpn use na kore o ai system kora jai.er jonno whaff reward app download koren playstore theke then app ta login koren facebook id diye.Login korar somoy code caibe.code holo:- AV11962
abar dhekben dollar joma hosse.Whaff reward app theke ja kisu install korben ba ja kisu korben tate dollar paben. oi dollar diye gems/daimond kinen or cash o korte parben.daily akbar join hole dollar paben.app ta install korle sob buje jaben.

Games এর Coin /Gems/Daimond কিনুন সহজ উপায়ে।।।।।।।।।।।।।।

Play store থেকে Whaff Reward app নামান।তারপর app অপেন করে login করেন ফেসবুক আইডি দিয়ে।Login করার পরে Activation code দিবেন।code হল AV11962 . প্রতিদিন এই app open করলে dollar জমা হবে এবং এই app থেকে অন্য কিছু নামালে dollar জমা হবে।এই dollar cash out করা যাবে paypal দিয়ে।তাছাড়া এই dollar দিয়ে গেমস এর coin/gems/daimond কিনতে পারবেন Redeem ব্যবহার করে।সব games এই dollar use করতে পারবেন।