CWM তৈরী করুন যেকোনো MTK (Symphony, Walton, Lava, Okapia, Maximus, Micromax ইত্যাদি) এন্ড্রয়েড ডিভাইসের জন্য সম্পূর্ণ নিজের হাতে খুব সহজেই

আসসালামু আলাইকুম,

[সবাইকে বিয়েমাসের শুভেচ্ছা]

টেকটিউন্সে এটা আমার তৃতীয় টিউন। আগের টিউন দুইটাতে ভাল ফিডব্যাক পাওয়ায় আবারো বসলাম নতুন টিউন নিয়ে, আপনি চাইলে আমার আগের টিউন দুইটি দেখে নিতে পারেন।

টিউন-১. ডাউনলোড করুন Symphony xplorer H100 এর ফার্মওয়ার(Link updated) এবং দেখে নিন কিভাবে .bin ফাইল দিয়ে ফ্ল্যাশ করতে হয়। সাথে Piranha Box (ফ্ল্যাশ টুল) full

টিউন-২. রুট করুন Symphony Xplorer H100 আর ইন্সটল করুন CWM রিকভারী, তাও আবার পিসি ছাড়াই মাত্র পাঁচ মিনিটে। সাথে symphony, walton, Maximus, Okapia এর কিটক্যাট রুট করার উপায়

আজ দেখাবো, রুটেড MTK ডিভাইসের (Symphony, Walton, Maximus, Lava, Micromax, Okapia ইত্যাদি) জন্য CWM তৈরী করার উপায়। এরকম টিউন আগে কেউ করে থাকলে আমি দুঃখিত।

CWM কী?

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি বুট হওয়ার আগে কয়েকটি নির্দিষ্ট কী এর কম্বিনেশন ব্যবহার করে আপনি রিকভারি মোডে যেতে পারেন। বিভিন্ন ধরনের কাস্টম রিকভারি রয়েছে। সবচেয়ে পপুলার এবং প্রয়োজনীয় দুটি কাস্টম রিকাভারির নাম হল CWM বা ClockworkMOd Recovery এবং TWRP বা TeamWIn Recovery project.  স্মার্টফোনের রিকভারিতে কাস্টম রম জিপ ফ্ল্যাশ, ফ্যাক্টরি রিসেট, Cache partition ও Dalvik Cache ক্লিয়ার এবং ব্যাকআপ, রি-স্টোর সহ আরও অনেক অপশন থাকে। কাস্টোম রোম ইন্সটল করতে খুব নির্ভরযোগ্য পথ।

[কাজ শুরু করার আগে শিউর হয়ে নিন আপনার ফোনটি রুটেড কিনা। রুট যেকোনো উপায়ে করতে পারলেই হল। ড্রাইভার ইন্সটল জনিত সমস্যা এড়াতে Windows 7 ব্যবহার করুন। কোনো প্রকার ক্ষয়ক্ষতির জন্য আমি দায়ী নই। ]

প্রথমে এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিনঃ CWM building tools-ikramul OLI

ফাইলটি এক্সট্রাক্ট করে নিচের ফাইল গুলো পাবেন

প্রথমে আপনার রুটেড ফোনে Busybox Pro 1.8.apk এপটি ইন্সটল করে নিন।

তারপর Busybox ওপেন করে, নিচের চিত্র অনুযায়ী কাজ গুলো করুন

১। Root permission চাইবে। Authorize/Accept/Yes চেপে রুট পারমিশন দিন।

.

.

২। Make backup নামে একটি Popup আসতে পারে। Yes চাপুন

.

৩। বাম পাশে নিচের দিকে Install বাটন চাপুন। এরপর Normal Install সিলেক্ট করুন।

.

৪। লাল দাগ দেয়া অংশের ১০০ পারসেন্ট লোড হতে দিন।

.

৫। 100% Loaded হয়ে গেলে আবার বাম পাশে নিচের দিকে Install বাটন চাপুন।

.

৬। তারপর Smart install বাটন চাপুন।

.

৭। সব কাজ ঠিক মত করতে পারলে নিচের মত দেখাবে।

.

.

এবার আপনার ফোনে Settings এ গিয়ে Developer Options এ যান। উপরের লাল দাগ দেয়া বাটন অন করে দিন।

.

নিচের মত Popup আসবে। Ok চাপুন।

.

এবার USB debugging এ টিক দিন। তারপর নিচের মত Popup আসলে OK চাপুন।

.

এবার ফোন USB Cable দিয়ে পিসিতে কানেক্ট করে নিন।

Adb Driver Installer.exe ফাইলটি Run as administrator এ রান করুন।

তারপর নিচের ছবির মত আপনার ফোনের মডেলের উপর ক্লিক করুন। তারপর "Install" বাটন চাপুন।

(বিঃ দ্রঃ এখানে কোনো নাম না দেখালে, বোঝতে হবে ADB Driver আগেই আপনার পিসিতে ইন্সটল করা হয়েছে।)

ইন্সটল করার সময়  নিচের মত ড্রাইভার ইন্সটল করার পারমিশন চাইবে, "Install this driver software anyway"

.

সফলভাবে ইন্সটল করা হয়ে গেলে নিচের মত আসবে। তারপর Exit বাটন চাপুন।

এবার MtkDroidTools v2.5.3 ফোল্ডারে ঢুকে MTKdroidTools.exe ফাইলটির উপর রাইট ক্লিক করে "Run as administrator" দিয়ে রান করান।

.

এবার আপনার এন্ড্রয়েড ফোনে খেয়াল করুন, USB Debugging জনিত পারমিশন চাইতে পারে। পারমিশন দিয়ে দিন।

সব ঠিক থাকলে কিছুক্ষণের মধ্যেই নিচের মত ফোনের ডিটেইলস দেখাবে। ওখানে Root বাটন চাপুন।

.

নিচের মত একটি Popup আসবে। Yes বাটন চাপুন।

.

আবারো আপনার ফোনে খেয়াল করুন। ADB Shell এর জন্য রুট পারমিশন চাইবে। Authorize/Accept/Yes চেপে রুট পারমিশন দিন।

তারপর দেখুন নিচে লাল দাগ দেয়া অংশের রঙ সবুজ হয়ে যাবে।

.

এবার নিচের চিত্রের মত লাল দাগ দেয়া root, backup, recovery Tab এ ক্লিক করুন।

.

এবার  To use boot from phone সিলেক্ট করে Recovery and boot বাটন চাপুন। (চিত্র অনুসারে)

.

নিচের মত To make CWM Recovery automatically? পপআপ আসলে Yes চাপুন।

.

আপনি চাইলে সরাসরি পিসি থেকেই CWM টি ফোনে ইন্সটল করে নিতে পারেন। তাহলে নিচের popup আসলে Yes চাপুন। তবে আমি সকলের সুবিধার্থে দেখাবো কিভাবে CWM image টি পিসি ছাড়াই রুটেড ফোনে ইন্সটল করতে হয়। এবং আপনার পোর্ট/বিল্ড করা CWM টি অন্যদের সাথে শেয়ার করতে চাইলে Mobile uncle tools.apk এপটি ইউজ করে পিসি ছাড়াই CWM ইন্সটল করতে পারবেন। তাই, Install created recovery to phone? পপ আপ আসলে No চাপুন।

.

ব্যাস, হয়ে গেল আপনার পোর্ট করা CWM তৈরী। আপনার বিল্ড করা CWM টি MtkDroidTools v2.5.3 এর ভিতরে Recovery ফোল্ডারে পাবেন। নিচের চিত্রে মত লাল দাগ দেয়া ফাইলটিই আপনার কাংক্ষিত CWM এর ইমেজ ফাইল।

.

এবার দেখুন কিভাবে এটি আপনার ফোনে ইন্সটল করবেন।

১. প্রথমে আপনার তৈরী CWM image টি আপনার ফোনের SD card এ রাখুন (কোনো ফোল্ডারের ভিতরে রাখবেন না। সরাসরি SD Card এ)

২.এখান থেকে Mobile_Uncle_Tools_20140111v2.9.9_ikramuloli.apk ডাউনলোড করে এপটি আপনার ফোনে ইন্সটল করুন।

৩. ইন্সটল করার পর এটি ওপেন করলে নিচের মত রুট পারমিশন চাইবে। রুট পারমিশন দিয়ে দিন।

Snap 3

.

এবার এখান থেকে Recovery update এ যান।

.

Snap 4

.

নিচের চিত্রের মত একটি ফাইল দেখাবে Symphony-H100_140626__recovery_140923-102912.img তে চাপুন।

.

Sanp 5

.

নিচের চিত্রে ন্যায় Reboot into recovery mode আসলে cancel করে দিন।

.

Snap 6

.

আশা করছি, আপনি সফল ভাবে CWM বিল্ড করে ইন্সটল করতে পেরেছেন। আজ এপর্যন্তই।

(কোনো কথা বোঝতে অসুবিধা হলে বা সমস্যা হলে টিউমেন্ট এ জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার। টিউনটি ভাল লাগলে প্রিয় টিউন্সে যুক্ত করতে ভুলবেন না।)

ফেসবুকে আমিঃ Ikramul Haque Chowdhury Oli

Level 0

আমি ইকরামুল হক চৌধুরী ওলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thnq এতদিন ধরে এইটাই খুজঁতাছিলাম

সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ!

Level 0

MOBILE : Symphony W 92
Please Read – My phone was ok. I installed cwm recovery by mtk dorid tool. But , I wanted to install TWRP recovery by a pc software- during installation a warning message appeared and I clicked ok (something formatted – I did not remember). Then I lost my mobile network signal, null imei and null baseband. Then I install N9500_MTK6589_Miui_Revolution_4.5.23_Cwm via CWM recovery (2 times, but system closed automatically. But, third time after installation phone totally bricked ). Basically phone starts with startup sound, but with crushing screen. I was able to connect mtk dorid tool and it says Model: N9500- null baseband-null imei, then I tried to Install CWM recovery. Then phone totally bricked without starting. I tried everything from google to solve. Then I was able to firmware upgrade – stock rom (Only one time). Now, stock rom is not downloading. I used all sp flash tools. All the times one error appears –Brom Error: S_FT_Enable_DARM_Fail (4032).
Please anyone help me. (My Pc Detect My Phone as preloader usb vcom port, I am using windows 8.1 64 bit, no issue with driver software and sp flash tool)

    @titusust27: vai eita simple ei vcom file gula specially 64 bit jhamela kore apni kono win 7 pc te try kore dekhun insallah problem solve hobe ami eita nijn experience theke bolci

mediatek mt6589 চিপসেট যুক্ত অধিকাংশ ডিভাইসগুলোতে এই পদ্ধতি কাজ করেনা। আমি নিজে আমার ওয়ালপ্যাড ৭ এ ট্রাই করে দেখেছি। এক্সডিএ-তেও এই নিয়ে অনেক গবেষণা হয়েছে।

Level 0

Alcatel One Touch Star 6010D কিটক্যাট আপডেট করা যাবে?

অনেক সুন্দর হয়েছে।
কিন্তুু টিউন করার পুর্বে দেখে নেয়া উচিৎ সেই বিষয়ে পুর্বে কোন টিউন হয়েছে কি না কিংবা সেটা যথেষ্ট কি না।
আশা করি বুঝতে পেরেছেন।

ভাই আমার ফোনটা root korte pari na plz halp me.. sony st26i mobilemodel. plz halp me
email id. [email protected]

Level 0

ভাই আমার ফোনের recovery.img পাইনা প্লিজ হেল্প করেন।
Please help me.
Brand: X-touch,
Model: E1,
Android: 5.1,
Chipset: MTK MT6735P,
Processor: 1.2GHz

pls bhai link kaj korchena new link din