কম্পিউটারের মত অ্যান্ড্রয়েডে(OTG Supported) ও মডেম দিয়ে নেট চালান

আপনার হয়ত মাসিক ডাটা মডেমে নেওয়া যে কারণে ফোনে নেট নেন না।আবার অনেকে সিমে নেট নিয়ে একবার পিনি একবার ফোন এমন করেন, তাদের জন্য এই পদ্ধতি।আপনাকে বার বার মডেম থেকে সিম খসিয়ে এবার ফোনে একবার মডেম করা লাগবে না্।সরাসরি মডেম দিয়ে কাজ চারাতে পারবেন।

কম্পিউটারের মত অ্যান্ড্রয়েডে(OTG Supported) ও মডেম দিয়ে নেট চালান
কম্পিউটারের মত অ্যান্ড্রয়েডে(OTG Supported) ও মডেম দিয়ে নেট চালান

তবে এই সিস্টেমটি শুধু যদের ফোন OTG Support করে তাদের জন্য। অনেকে জানেন যে OTG Support ফোনে পেন ড্রাইভ ও মডেম ইউজ করা যায় কিন্তু কীভাবে ব্যবহার করতে হয় তা জানেন না। তবে সহজে পেন ড্রাইভ ইউজ করতে পারেন। তবে এখন আমি যে টিউনটি আপনাদের সাথে শেয়ার করছি। আগে কেই শেযার করেছে কিনা জানিনা। তবে আমি ইউটিউব থেকে ভিডি ও দেখে সরাসরি বাংরা টিউনে আপনাদের মাঝে মেয়ার করছি।চলুন তাহলে কম্পিউটারের মত অ্যান্ড্রয়েডে(OTG Supported) ও মডেম দিয়ে নেট চালানো সিস্টেমটা দেখা যাক,,,,,,,,,,,,,,,,,

প্রথমে নিচ থেকে অ্যাপটি নামান

File Name: PPP Widget

Download Link: Click here   অথবা  Click Here

উপরে ২ টা লিংক দেওয়া আছে। কারো কারো প্রথমটায় কাজ না করলে ২য় টায় কাজ করবে।

এবার অ্যাপটি ইনষ্টল করে আপনার ফোনের ফোম বটেনে আনুন। মেড লাগান।দেকবেন একটা নোটিফিকেশন আসবে। ওখানে ডিফল্ট এ মার্ক করে ওকে দিন।PPP Widget  অ্যাপটায় Connect  অপশন শো করবে।এবার কিছুক্ষণপর  কানেক্টে ক্লিক করুন। তাড়াতিাড়ি ক্লিক করলে কানেক্ট না ও হতে পারে। যারা পিসিতে মডেম ইউজ করেন তারা যানেন, যে মডেম লাগানোর কিছুক্ষণপর কানেকশনে ক্লিক করতে হয়। ব্যাস আশাকরি কজ হবে। সবািইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।ভালো খাকবেন।

সৌজন্যে আপনার ডক্টর

আমি ঝিঝি পোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালই ভাই ধন্যবাদ নতুন্দের কাজে লাগবে

IHK শাওন bro #Tnx

Level 0

banglalion a ki colbe?? r OTG cable er price koto?

ভাই Prio te nilam…Thankyou

Wow!!! Its worked, thanks bro 😀

Banglalion,Qubee use kora jabe?

Voai ami sure na , karon ami teletalk modem use korsi, tobe mone hoy jabe 2ta soft diyei try koren hobe inshallah amar 2nd soft ta diye kaj korsilo

Level 2

is there root needed?

আমার ফোন যে OTG সাপোর্টেড সেটা কিভবে বুঝব ? root করা দরকার কি ?

    @Ashikur Rahman Tomal: Ashikur Rahman Tomal @ aita phone feature a daya asa,root korla ja otg supoport kora akta na,aita phoner akta config

Rony@ ja kono modem a colba

Ashikur Rahman Tomal @ aita phone feature a daya asa,root korla ja otg supoport kora akta na,aita phoner akta config

masud@ brother root na holao hoba,,,,,,,,

tanjib_tomal @ brother ppp sob gulo support kora na,ak ak seta ak ak rokom support kora

Level 0

আহারে ললিপপে চলেনা।