ছোট গেমস মজা বেশি [পর্ব-১১] :: এন্ড্রয়েডের দুইটি মজার গেম

আসসালামু আলাইকুম।

বর্তমান যুগে দিনদিন জনপ্রিয় হচ্ছে এন্ড্রয়েড। তাই আজ আমি নিয়ে এলাম এন্ড্রয়েডের দুইটি অসাধারণ গেম।

1. Angry birds stella

Cover art

এংর বার্ডস সিরিজের সর্বশেষ গেম। নতুন পাখি আর নতুন কাহিনী। গ্রাফিক্স বাচ্চাদের গেমের মত। কিন্তু খেলে দারুণ মজা।

সিরিজের আগের গেমগুলোতে একই রকম পাখি ব্যাবহার করা হত। কিন্তু এই গেমে থাকছে নতুন পাখি। স্টোরিও সেই ডিম চুরি না, নতুন স্টোরি।

স্টোরি:

প্রথম ৬০ লেভেল:

শূকরদের রাণীর নির্দেশে চুরি করা হয় স্টেলার ছবির বই আর ম্যাপ। সেগুলো পুনরুদ্ধারে নেমে পড়ে স্টেলা। পথে যোগ দেয় লুকা, পপি, ডালিয়া আর উইলো। একেকজনের যোগ দেওয়ারও আলাদা আলাদা স্টোরি আছে। সেটা নাহয় খেলে দেখে নিবেন!

প্রথম ৬০ লেভেলের গ্রাফিক্স

৬১-১২০ লেভেল

শূকরর মাছদের মারতে যায় সমুদ্রে। ক্রুদ্ধ হয় পাখির দল।

৬১-১২০ লেভেলের গ্রাফিক্স

সাইজ ৪৮ এমবি। অবশ্য খেলতে হলে ৪.০ বা এর উপরের ভার্সনের এন্ডয়েড সেট লাগবে।

ফিচার:

১. নতুন গ্রাফিক্স।

২. নতুন স্টোরি।

৩. নতুন পাখি।

৪. নতুন লেভেল।

৫. পাখিদের চেহারা পরিবর্তনের সুবিধা।

৬. শূকরদের নতুন রাণী Gale

ডেভেলোপার যথারীতি Rovio Mobile Ltd.

লিংক: গুগল মামার খেলা (Google play)

3. My Talking Tom

Cover art

টকিং টম সিরিজের সর্বশেষ গেম। টকিং টমের সেরা গেম অবশ্যই এটি। কারণ এখন টম শুধু কথাই ফেরত দিবে না, আপনাকে টমকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, বাথরুমে নিয়ে যেতে হবে, বড় করে তুলতে হবে।। খাবার কিনতে হবে কয়েন দিয়ে, যা গেম খেলে আয় করা যাবে। ১০ টি মিনি গেম আছে গেমটিতে। গেমের শুরুতে টম থাকে বাচ্চা, আস্ত আস্তে বড় হয়।

My Talking Tom - screenshot

My Talking Tom - screenshot

লিংক:  গুগল মামার খেলা (Google play)

ইমেজ সোর্স: গুগল ইমেজ সার্চ, গুগল প্লে

Level 0

আমি মোঃ ওমর ফারুক দিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

my name is md omar faruk dipu i am from joypurhat....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টল্কিং টম টা নেব