বাংলাদেশি নিউজ পেপার পড়ুন, রেডিও শুনুন এবং টিভি চ্যানেল দেখুন আপনার এন্ড্রয়েড ফোনে।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আর বকবক না করে এখন কাজের কথায় আশা যাক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো, আপনার এন্ড্রয়েড ফোন এ অনলাইনে বাংলাদেশি নিউজ পেপার পড়ুন, রেডিও শুনুন এবং টিভি চ্যানেল দেখুন ছোট্ট একটি এ্যাপ্স এর মাধ্যমে।

প্রথমে এই প্লে স্টোর লিঙ্ক  লিঙ্ক হতে ডাউনলোড করুন (ডিরেক্ট ডাউনলোড  লিঙ্ক পাইনি)।

মনেকরি, ডাউনলোড এবং ইনস্টল করা  শেষ। ইনস্টল করার পরে এ্যাপ্সটি ওপেন এবং নিচের ছবির দিকে লক্ষ্য করুণ।

Jagobd - Bangla TV(Official) - screenshot

উপর এর ছবিটির পরে এই পেজটা দেখতে পাবেন।

Jagobd - Bangla TV(Official) - screenshot

যেকোন চ্যানেল এর আইকনে ক্লিক করলে সেই চ্যানেলটি দেখতে পারবেন। আমি কয়েকটি চ্যানেল এর ছবি নিচে দিলাম।

Jagobd - Bangla TV(Official) - screenshot

উপরে চ্যানেল ২৪ এর ছবি ও নিচে একাত্তর টিভির ছবি দেও্য়া হল।

Jagobd - Bangla TV(Official) - screenshot

টিভি দেখার পাশাপাশি আপনি এখানে  বাংলাদেশি নিউজ পেপার পড়তে এবং রেডিও শুনতে পারবেন। রেডিও শুনতে এবং নিউজ পেপার পড়তে চাইলে স্কিনের বাম থেকে ডান দিকে টানুন। নিচের ছবির দিকে লক্ষ্য করুণ।

Jagobd - Bangla TV(Official) - screenshot

উপরের নিউজ পেপার এর লিস্ট ও নিচে রেডিও  চ্যানেল এর ছবি দেওয়া হল।

Jagobd - Bangla TV(Official) - screenshot

কিন্তু মাঝে মাঝে আপনারা একটা সমস্যার সম্মুখীন হবেন। টিভি দেখতে এই সমস্যাটা হবে, একটি পপআপ বার্তা দেখাবে যে চ্যানেল অফলাইনে আছে। নিচের ছবির দিকে লক্ষ্য করুণ।

সমাধান ও আছে চিন্তা কইরেন না। প্রথমে ঐ এ্যাপ্স এর App info তে যাবেন এবং Data Clean করবেন। এখন আবার এ্যাপ্স এ গিয়ে যে কোন চ্যানেল দেখুন আনলাইনে।

আমার সকল টিউন পিসিতে দেখতে এইখানে এবং মোবাইলে দেখতে এইখানে ক্লিক করুণ।

আমার ফেবু গ্রুপ লিঙ্ক- FB Group

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার জানা মতে এই এ্যাপ্সটি নিয়ে অন্য কেউ এত বিস্তারিতভাবে শেয়ার করে নাই। যদি কেউ করে তাহলে ক্ষমা করে দিবেন।

আগামী টিউনে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত খোদাহাফেজ।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 175 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 72 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অফলাইনের সমস্যাটা ঠিক হয়না। আপ্লিকেশনটা এখনও টেস্টিং ফেইজে আছে একারনে মনে হয়।

Level 8

@ উল্লাস
হ্যা হতে পারে। আমি যেই কয়বার ডাটা ক্লিন করে চেষ্টা করেছি তা প্রত্যেক বার ই অফলাইন সমস্যার সমাধান পেয়েছি। বিঃদ্রঃ আমি ওয়াই ফাই দিয়ে ট্রাই করেছি।