অ্যান্ড্রয়েড ললিপপ (কিটক্যাট অ্যান্ড্রয়েড এর আপডেট ভার্শন অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০)

কিটক্যাটের পর এল ললিপপ। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কথাই বলা হচ্ছে। গতকাল বুধবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে গুগল। অ্যান্ড্রয়েড ৫.০ বা ললিপপ নামের এ সফটওয়্যারটি নেক্সাস ৬ স্মার্টফোন ও নেক্সাস ৯ ট্যাবলেট কম্পিউটার সমর্থন করবে। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।
গুগলের ভাইস প্রেসিডেন্ট এবং অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান সুন্দর পিশাই অ্যান্ড্রয়েড ললিপপ প্রসঙ্গে বলেন, ‘ললিপপ বা অ্যান্ড্রয়েড ৫.০ অপারেটিং সিস্টেম সব ডিভাইসে ব্যবহারের উপযোগী এবং ব্যবহারকারীদের প্রয়োজনীয় কাস্টোমাইজ সুবিধা দিয়ে তৈরি করা হয়েছে।’
গুগল কর্তৃপক্ষ জানায়, ললিপপের সুবিধা হচ্ছে যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গান, ছবি, অ্যাপ বা সাম্প্রতিক সার্চ করা বিষয়গুলো তৎক্ষণাৎ অন্যান্য অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসেও উপভোগ করা যাবে।
কী আছে নতুন অ্যান্ড্রয়েডে?
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ললিপপ সফটওয়্যার প্রাথমিক অবস্থায় নেক্সাস ৫ ও নেক্সাস ৭ ডিভাইসে ইনস্টল করা যাবে।
নেক্সাস ৬ স্মার্টফোনের ঘোষণা দিয়েছে গুগল
বাজার গবেষকেরা মনে করছেন, অ্যান্ড্রয়েড ললিপপনির্ভর স্মার্টফোন ও ট্যাব দুটি সম্প্রতি অ্যাপলের বাজারে আনা বড় মাপের আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে।
গুগল ব্র্যান্ডের মধ্যে নেক্সাস ৬ স্মার্টফোনই হবে সবচেয়ে বড় মাপের স্মার্টফোন। এটি তৈরি করবে মটোরোলা। ২০১২ সালে মটোরোলা মবিলিটি কিনেছিল গুগল এবং বর্তমানে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান লেনোভোর কাছে মটোরোলা বিক্রি করে দিচ্ছে।
অ্যালুমিনিয়াম কাঠামোর নেক্সাস ৬ স্মার্টফোনে থাকবে উচ্চ রেজুলেশনের ৬ ইঞ্চি মাপের ডিসপ্লে ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। গুগলের দাবি, এই স্মার্টফোনে থাকা বিশেষ স্টেরিও স্পিকার ভালো মানের সাউন্ড দিতে পারে যা মুভি দেখা বা গেম খেলার জন্য দারুণ উপযোগী। স্মার্টফোনটিতে থাকছে টার্বো চার্জার, যাতে ১৫ মিনিট চার্জ দিলে ছয় ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে।
এসেছে এইচটিসির নেক্সাস ৯ ট্যাব
নেক্সাস ৯ ট্যাব তৈরি করেছে তাইওয়ানের প্রতিষ্ঠান এইচটিসি। ৮.৯ ইঞ্চি মাপের এই ট্যাব সম্পর্কে গুগল জানিয়েছে, এটি সহজে হাতে ধরা যায় কিন্তু কাজের ক্ষেত্রে দুর্দান্ত।
এখনো স্মার্টফোন ও ট্যাবের দাম প্রকাশ করেনি গুগল, তবে এ মাসের শেষ নাগাদ তা প্রি-অর্ডার নিতে শুরু করার কথা জানিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, নতুন ডিজাইন ও ফিচারের ললিপপ সফটওয়্যারটি উন্মুক্ত করা মানে একধাপ এগিয়ে যাওয়া।বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, বর্তমানে স্মার্টফোন অপারেটিং সিস্টেমের বাজারে ৮৪.৭ শতাংশ অ্যান্ড্রয়েডের দখলে।
গুগলের প্রকৌশলী হিরোশি লকহেইমার জানিয়েছেন, তাঁর দলের লক্ষ্য ছিল ব্যবসাক্ষেত্রে অ্যান্ড্রয়েডকে আরও আকর্ষণীয় করে তোলা। ব্যক্তিগত কাজের পাশাপাশি অ্যান্ড্রয়েডচালিত একই ডিভাইস যাতে ব্যবসার কাজেও ব্যবহার করা যায়, সে লক্ষ্য নিয়েই তৈরি হয়েছে ললিপপ।

Level 0

আমি রাজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জানতে ও জানাতে ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

হেডিং এ দিলেন ললিপপ এর রিভিউ আর পোস্ট করলেন নেক্সাস নিয়ে,বাহ…………।

Level 0

lolipop 5 er iso file ta lagbo, milbe ki karo kase?