Android বাঘারা,সাহায্য চাই।Walton Primo GF

আসসালামু ওয়ালাইকুম।

এইটা আমার টি টি তে প্রথম পোস্ট।আমি আরাফাত,যদি কুনো ভুল হয়,আমাকে ক্ষমা করবেন।

আমি  আমার সেট এর দুইটি সমস্যা এর কথা তুলে ধরবো,আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি।

মাত্র কয়েক মাস হল আমি ওয়াল্টন এর Primo GF Set টা ক্রয় করেছি,কিন্তু ঝামেলা হল আমি আমার সেট এর হোমে কুনো Widget add করতে পারছি না।কুন প্রকার  Launcher ব্যবহার করলে আমার সেট এর হোমে Widget add করা যায় না।''Unfortunately,Setting has Stopped'' এই লেখাটি ভেসে উঠে।

আবার,Default Launcher Use করলে সব Widget Use করা যায়।আমি এইটার জন্য সাহায্য চাই আপনাদের কাছে।

আমার পরের সমস্যা হল,আমার সেট এ কুনো ভালো HD Games খেললে আমার সেট থেকে গেম টা নিজে থেকে Close হয়েজায়।আমি এর আগে অন্ন চাইনা সেট এ ও ভালো  HD Games খেলেছি কিন্তু এভাবে গেম Close  হওয়ার Problem হয় নাই।

Hardware

  • OS
  •  Android OS, v4.2.2 (Jelly Bean)
  • CPU
  •  Quad-Core 1.3 GHz
  • GPU
  •  Mali-400
  • Sensors
  •   Accelerometer (3D), Orientation, Light, Proximity, Compass
  • Internal Memory
  •  ROM 4GB, RAM 512 MB
  • Extra Storage
  •  microSD, up to 32 GB                                এখন,আমাকে আপনারা পারেন এই বিপদ থেকে উদ্ধার করতে।

Level 0

আমি আরাফাত নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরাফাত,আমি লিডিং University er 1st Year er Student on BBA.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্রথমে নিচের ফাইল টা download করেন
https://drive.google.com/uc?id=0B69GCjexgpX_alRUQVA5YU1aTHM

তারপর নিচের টিউনের মত করে করুন
https://www.techtunes.io/android/tune-id/219893
ভয় নেই warrenty এর কিছু হবে না।
http://www.trickers24.com

আপনার ফোনের ফার্মওয়্যরে সমস্যা আছে, আপনি ফ্যাক্টরী রিসেট দিয়ে দেখতে পারেন, তারপরও যদি ঠিক না হয় তবে কাষ্টমার কেয়ারে নিয়ে ঠিক করে আনতে পারেন। আর যদি কাষ্টমার কেয়ারে যেতে না চান তবে, কাষ্টম রম ইন্সটল দিন অথবা ফার্মওয়্যার ডাউনলোড করে ফ্লাস দিন। ধন্যবাদ

ধন্নবাদ।

amar phone walton primo h3. eita teo ei eki problem..

এটা ফার্মওয়্যারের দোষ। ওয়ালটনের এসব ডিভাইস জিওনির রিব্রান্ড করা। আর জিওনি আমিগো ইউআই ব্যবহার করে। তাই এতে উইগেট সেট করতে গেলে সমস্যা করে। তবে কাস্টম রম ইন্সটল করে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, কিন্তু ওয়ারেন্টি হারাবেন। তবে আবার স্টক রমে ফিরে আসলে ওয়ারেন্টি ফিরে পাবেন 🙂