
Do You Note?
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আজ আমি আপনাদের সাথে পৃথিবীর নতুন আরেক আশ্চর্যের সাথে পরিচয় করাবো। হ্যা আপনার ধারণা সম্পূর্ণই ঠিক, এটা হচ্ছে Note4। যার সাথে পারফর্মেন্সের দিক থেকে কারও কোন তুলনা চলবে না।
তাহলে চলুন শুরু করা যাক আজকের নোট।
প্রথমেই জেনে নিন আকার আকৃতি আর ডিসপ্লে সম্পর্কে। ৫.৭ইঞ্ছির ডিসপ্লে পুরো ফ্রেম ডিজাইন করা হয়েছে মেটাল দিয়ে, এবার কিন্তু সত্যকারের ধাতব পাত দিয়ে ফ্রেমের আভিজাত্য প্রকাশ করেছে। ফোনটির ওজন হচ্ছে মাত্র ১৭৬ গ্রাম আর ৮.৫ এম এম পুরু। পেছনের ব্যাক কভার লেদার শেপ ডিজাইন আগের চেয়ে অনেক বেশী চোখে পড়ার মত। চার কোনায় একটু বাড়তি এজ স্টাইলের জন্য এবার স্যামসাং ব্যাবহারকারিরা পাবেন আরও নতুন অভিজ্ঞতা।
ডিসপ্লে টেকনোলজি তে অভুতপূর্ব পরিবর্তন এসেছে নোট-ফোর এ। QHD sAMOLED ডিসপ্লের কারনে আগের চেয়ে কোন ভিডিও বা ছবি দেখাবে আরও বেশী জীবন্ত ও উজ্জ্বল। ফুল এইছডি সুপার এমলেড ডিসপ্লের ছাইতে এই ডিসপ্লে চারগুণ উজ্জ্বল এবং পাওারফুল, তো চিন্তা করেন অবস্থাডা কি! পিক্সেল পার ইঞ্চি বা পিপিআই হচ্ছে ৫১৫ যা এই মুহূর্তে এই মাপের ডিসপ্লের জন্য পৃথিবীতে সবচেয়ে বেশী। বরাবরের মতই দাগ আর চাপ সহ্য করার জন্য আছে Corning এর Gorilla Glass 3.
ক্যামেরাঃ ক্যামেরা নিয়ে অল্প করে বলি, পেছনে আছে ১৬ মেগাপিক্সেল সাথে OIS সেন্সর যা BSI & C-MOS প্রযুক্তির আরেক সংস্করণ। OIS থাকার কারনে আপনি ছবি তোলার সময় আনস্টেবল থাকলেও পিকচার কয়ালিটির মান থাকবে যথাযথ। আছে অল্প বা বেশী আলোতে ছবি বা ভিডিও করার জন্য Live HDR, প্রফেশনাল মানের ক্যামেরার অধিকাংশ ফিচারের মধ্যে পাবেন Selective Focus, Metering Mode, Super Fast, Super Slow, Panaroma, Virtual Tour, Dual Camera Video/Capture, আরও অনেক কিছু পাবেন। যারা জানেন তাদের জন্য একটা ইন্টারেস্টিং ফিছার হচ্ছে আপনি এইবার Live HDR+ Selective Focus একই সাথে ছালু করে ভিডিও করতে পারবেন। ক্যামেরায় Aperture F: 1.9 (60% More Light) দেয়া থাকায় তুলনামূলক হারে সল্প আলতেও ভাল ছবি আসবে। পেছনের ক্যামেরায় ছবি তুলতে পারবেন UHD কয়ালিটির যা 4K Resolution নামে পরিচিত আর সামনের ক্যামেরায় পাবেন QHD Quality. MHL v3.0 ক্যাবল ব্যবহার করে আপনি আপনার মোবাইল দিয়ে তোলা যেকোনো UHD/4K ভিডিও দেখতে পারবেন আপনার UHD TV তে।
সামনের ক্যামেরায় পাচ্ছেন 3.7MP সাথে পাবেন 120 Degree Wide angle Selfie, আরও থাকছে Hart Rate সেন্সর টাচ করেই ইমেজ ক্যাপচার করার সুবিধা। তাই এখন সেলফি হবে অন্য লেভেলে
প্রসেসর র্যাম এইবার বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে CPU: Quad-core 2.7 GHz Krait 450 এর Chipset: Qualcomm Snapdragon 805 আর গ্রাফিক্সের জন্য থাকবে GPU: Adreno 420। এবং এবার থাকছে LTE ,CAT6 তার মানে সবকিছুই বাড়াবাড়ি। RAM থাকবে 3GB যা পূর্বের তুলনায় অনেক বেশী পাওয়ার সাশ্রয়ী।
ফাস্ট চার্জিং প্রযুক্তিঃ ব্যাটারি করা হয়েছে 3220mAh কিন্তু সাথে থাকবে ফাস্ট চার্জিং সিস্টেম যাতে আপনি মাত্র ৩৩মিনিটে ৫০% চার্জ আর ৯০মিনিটে পারবেন ১০০% চার্জ করতে। তবে অবশ্যই আপনাকে ডিফল্ট চার্জার ব্যবহার করতে হবে। সাথে থাকবে আল্ট্রা পাওয়ার সেভিং মুড (Ultra Power Saving) যা আপনাকে বিপদের সময় ব্যাকআপ দিবে মাত্র ১০-১২% চার্জে প্রায় পুরো একদিন।
সেন্সরঃ সেন্সরের দিক থেকেও গ্যালাক্সি নোট-৪ থাকছে আরও কয়েক ধাপ এগিয়ে। Accelerometer, gyro, proximity, compass, barometer, gesture,Fingerprint, UV, heart rate, SpO2. সবগুলো সম্পর্কে আমরা জানলেও কেউ কেউ শেষের কয়েকটা জানেনা তাদের জন্য, UV= Ultra Voilet হচ্ছে সূর্যের ক্ষতিকর রশ্মি যা আপনার ত্বকের ক্যান্সার ছাড়াও অন্যান্ন রোগের জন্য দায়ী তাই এই সেন্সর ব্যবহার করলে আপনি জানতে পারবেন UV এর পরিমাণ কেমন এবং ঐ সময় রোঁদে থাকা কতটা ক্ষতিকর। HR=Heart Rate ইতিমধ্যেই Galaxy S5 এর কল্যাণে অনেকেই জানে তারপরও বলছি এই সেন্সর ব্যবহার করে আপনি নিজেই বলতে পারবেন আপনার তৎক্ষণাৎ হৃদস্পন্দন অথবা নির্ণয় করবেন আপনার মানসিক স্ট্রেস। SpO2=Saturation Point of Oxygen এই সেন্সরের ব্যবহার করে আপনি আপনার দেহের রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করতে পারবেন। আর Fingerprint সেন্সরটা কিন্তু Paypal সার্টিফাইড যা Biometric সেন্সরের আরেক আভিজাত্য। আপনি ছড়াও বাকী ৩ জনের Fingerprint recognize করতে পারে যা আর কোন মোবাইলে নেই স্যামসাং ছাড়া।
S-Pen: এবার কথা বলবো এই ডিভাইসের সবচেয়ে স্পেশাল ফিচারগুলো নিয়ে। অনেক আয়োজন করে রাখা নাম S-Pen যার আরেক নাম Stylus pen, এই পেনের সাহায্যে এই ফোনের সব কাজ করা যায় যার ওজন মাত্র 15gm, Hovering Capacity 15mm & Pressure Level হচ্ছে 2048 যা আগের চেয়ে দ্বিগুণ এবং ডিজানের দিক থেকেও ইহা চরম! Texting/Sketching এর জন্য S-pen খুব স্পেশাল, ইদানীং নোট-৪ দিয়ে প্রফেশনাল মানের ছবি আকার কিছু কমিউনিটি তৈরি হয়েছে। এই জাদুর কলমের কিছু মাজেজার কথা বলবো এখন,
হ্যালো!! আরও অনেক নতুনত্ব এসেছে S-penএ, এখানে যা উল্লেখ করলাম তা শুধুমাত্র টেইলার পিকচার পুরাই বাকী এখনো। আর Note-3তে যেসব ফিচার ছিল ওইগুলো এখনেও মজুদ আছে 🙂 এখানে দেখুন S-pen এর ভিডিওঃ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=dAr_m7GQhpE
Voice Recording: ব্যাপারটা যদিও মনে হচ্ছে খুব সাদামাটা কিন্তু আসল ব্যাপার হচ্ছে ভিতরে। প্রায় সব ফোনেই এই কমন ফিচারটা থাকলেও এই প্রথম Note-4 এ ভয়েস রেকর্ডিং থাকছে কয়েকটা মুডে, Metting Mode, Interview Mode, Normal Mode। মীটিং মুডে আপনি এখসাথে একই টেবিলে বসা ৮জনের কন্ঠ রেকর্ড করতে পারবেন একই সাথে। ইচ্ছে করলে আপনি Direction wise নাম নির্ধারন করে দিতে পারেন এবং আপনার প্রয়োজন মত যার যার কণ্ঠ আলাদা ভাবে শুনতে পারবেন। Interview mode আরও আসাধারন আপনি কারও সাক্ষাৎকার নেয়ার পর আপনাদের দুইজনের কণ্ঠস্বর আলাদা ভাবে শুনতে পারবেন এবং Priority Basis দিয়েও শুনতে পারবেন। এই ফোনে 3 Mic by Directionally সেট করা আছে শব্দগুলো সেন্স করার জন্য।
S Fider+ Quick Connect: S finder ব্যবহার করে আপনি গত ৭দিন থেকে গত ১মাসের আপনার কাজের হিস্ট্রি খুজে দেখতে পারবেন যেগুলো সময়, দিন, স্থান Catagory wise oriented থাকবে। Quick connect ব্যবহার করে আপনি দেখতে পারবেন দেখতে পারবেন আপনার চারপাশে কোন কোন ডিভাইসের সাথে কি কি উপায়ে কানেক্ট হতে পারবেন, যা এই মুহুর্তে যারা শেয়ার না করতে পারা অভিশাপের থেকে মুক্তি চায় তাদের জন্য আশীর্বাদ স্বরূপ।
Task Manager: এবারের টাস্ক ম্যানেজারটা অসম্ভব স্মুথ আর দেখতে ব্যপক সুন্দর। যেমন দ্রুত আপনি আপনার মিনিমাইজড টাস্ক গুলো দেখতে তেমনি সাজাতেও পারবেন নিজে মত। সবচেয়ে দারুন লাগবে আপনার ভিজুয়াল ইফেটা গুলো।
Dynamic Lock Screen: এটা আরেকটা ইন্টারেস্টিং অপশন যা আপনার লক স্ক্রিনে কিছুক্ষণ পর পর লাইভ ওয়ালপেপার বদলে দিবে আপনার পূর্ব পছন্দকৃত ক্যাটাগরি থাকে, বিশেষ করে flicker, instragram, travelars,... এই টাইপের পেইজ থেকে সিঙ্ক করে আপনাকে লক স্ক্রিন ইমেজ বদলে দিবে।
সারাংশঃ Galaxy Note4 এর ডিসপ্লে পৃথিবীর সবচেয়ে বেশী PPI দেয়ায় আপনার Visual experience চিরতরে বদলে যাবে শুধুমাত্র এই উদ্দেশেই স্যামসাং বসে নেই। বাজারে খুব দ্রুত আসবে Samsung Gear VR। এই ব্যাপারে বিস্তারিত পরে আলোচনা করবো এখন শুধু এই লিঙ্ক https://www.youtube.com/watch?v=wd4Xqq12b00 দেখে যা পারেন বুঝে নেন।
Speed & Performance এর দিক দিয়ে আবারও সর্বশ্রেষ্ঠ, আসলে ডিভাইসটি যে কতটা স্মুথ না ব্যবহার করলে বুঝতে পারবেন না। স্যামসাঙ্গের অন্যান্ন ফোনের মত এবারের নোট-4 আর ততটা গরম হবে না।ক্যামেরাতে নিয়ে আসছে যুগান্তকারী পরিবর্তন। যাদুর কলম বা S-pen ব্যাবহারে আপনার দৈনন্দিন জীবন হবে আরও বৈচিত্র্যময় আর সহজতর। ব্যটারি জন্য আর কোন ডাঃ এর প্রয়োজন নেই কারন চার্জ হবে সবচেয়ে দ্রুত আর চার্জ থাকবেও আলাতুল।
কাদের জন্য Note4: আমাদের সমাজের প্রায় অনেক শ্রেনীর পেশাজীবীদেরই Galaxy Note4 এর প্রয়োজন হবে। যেমন ডিজাইনার, স্টার্ট আপ ক্যারিয়ার বিল্ডার্স, ইয়াং এক্সিকিউটিভ, মিডিয়া প্রফেশনাল, সিনিয়র ম্যানেজার, ব্যবসায়ী, সবশেষে ছাত্রছাত্রী এবং ভিন্ন প্ল্যাটফর্ম সুইছার।
বুকিং করার জন্য আপনি প্রথমেই এই লিঙ্কে ক্লিক করুন এবং নির্দিষ্ট ফরম পুরন করে সাবমিট করুন http://samsungmobile-bd.com/campaign/public_html/index.php/pbn4Order
আপনার ফোন নাম্বার+ইমেইল সঠিক ভাবে দিবেন আর রিটেইল এর স্থানে আপনি আপনার পরিচিত যেকোনো রিটেইল নির্বাচন করুন যেখান থেকে আপনি প্রিবুকিং করবেন এবং Note-4 সংগ্রহ করবেন। (বাই দ্যা ওয়ে আমার রিটেইলের নাম হচ্ছে Ovi Electronics, Uttara, Dhaka)
অনেক হইসে আজ এই পর্যন্ত, লেখায় কোন ভুলত্রুটি থাকলে সদয় দৃষ্টিতে দেখবেন। আর যেকোনো প্রয়োজনে https://www.facebook.com/j3w3lr4n4
খোদা হাফেজ।
আমি Jewel Rana। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“Do you note? take note! ”
caption টির অর্থ বুঝতে একটু কষ্ট হচ্ছে