wi-fi হটস্পট বানিয়ে ফেলুন সহজেই!! স্মার্ট ফোনে ইন্টারনেট ব্যবহার করুন আরামেই!!

আজকাল কম বেশি সবারই ল্যাপটপে ইন্টারনেট সংযোগ রয়েছে। মাঝে মাঝে আমাদের স্মার্ট ডিভাইস গুলোতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। আপনি চাইলে ল্যাপটপ থেকে আপনার মোবাইলে, ট্যাবলেটে পিসি'তে বা অন্য কম্পিউটারে সহজেই আপনার ইন্টারনেট সংযোগ ওয়াই-ফাইয়ের মাধম্যে শেয়ার করতে পারেন। এর জন্য ছোট্ট একটি পোর্টেবল টুলস্ 'MHotSpot' ব্যাবহার করতে পারেন।

ইহা একটি ফ্রি্ওয়্যার টুলস্ এবং ইন্সটল করার কোন জামেলা নেই। ভ্যাচুয়ার্ল ওয়াই-ফাই হটস্পর্ট হিসেবে কাজ করবে।

ফিচারসমূহঃ

  • সর্বোচ্চ ১০ টি ডিভাইসে কানেক্ট করা যাবে
  • আপনি আপনার মনমতন হটস্পটের নাম দিতে পারবেন
  • এই ফ্রি সফটওয়ারের সাইজ ৪০০কেবি মাত্র
  • যেকোনো টাইপের ইন্টারনেট (ল্যান, ৩জি, ৪জি, ওয়াইমাক্স ইত্যাদি) শেয়ার করা যাবে
  • যেকোনো ডিভাইস (আন্ড্রয়েড, আইফোন, আইপেড, উইন্ডোজ ফোন) এ ব্যবহার করা যাবে
  • খুব সহজেই কানেক্টেড ডিভাইসের নাম, আইপি, ম্যাক এড্রেস বের করা যায়
  • খুব সহজেই নেটওয়ার্ক ইউজের বিস্তারিত ( ডাউনলোড, আপ্ললোড, ট্রান্সফার রেট) জানা যাবে
  • ওয়্যাপ ২ পিএসক পাসওয়ার্ড এর মাধ্যমে আপনার ওয়ারলেস হটস্পট কে নিরাপত্তা দিবে
  • উইন্ডোজ সেভেন এবং এইট অপারেটিং সিস্টেমে এটা কাজ করবে।

ডাউনলোড লিঙ্কঃ http://www.mhotspot.com/downloadm.html

ভিডিও টিউটোরিয়ালঃ http://www.youtube.com/watch?v=S8bunQpsaNo

Courtesy : FaisalBD

ধন্যবাদে,

জাদুকর (রাজু)

আমার পেজটা ঘুরে আসার আমন্ত্রণ রইলো!

টিপস,ট্রিক্স! আর জমিয়ে আড্ডা দিতে এই গ্রুপ এ জয়েন করুন 

Level New

আমি জাদুকর (রাজু)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোটবেলা থেকেই প্রযুক্তি প্রেমী... আমি প্রযুক্তির সাথে থাকতে এবং প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখতে খুব ভালবাসি... ভাল লাগে নিজে জানতে এবং অন্যকে জানাতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।