এন্ড্রয়েড ডেভেলপমেন্ট [পর্ব ৩৯] :: Google Play Store এ application approval এর শর্তসমূহ

এন্ড্রয়েড ডেভেলপমেন্ট

Google Play Store এ application approve এর জন্য কিছু শর্ত রয়েছে, যেমন প্রথমেই আপনার Google Play Store এ একটি অ্যাকাউন্ট থাকতে হবে। যদিও এখনো আমার নাই। এই অ্যাকাউন্ট করতে আপনার একটি mastercard  লাগবে, ওই mastercard  এ 25$ থাকতে হবে Google Play তে অ্যাকাউন্ট করতে।

Google Play Store প্রায়সব ধরনেরই অ্যাপ approve করে , কিন্ত এর মাঝেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা সমূহ নিম্নরুপঃ

  • Sexually Explicit Material হতে পারবেনা।
  • Violence and Bullying অ্যাপ হতে পারবেনা।
  • Hate Speech অ্যাপ হতে পারবেনা
  • Impersonation or Deceptive Behavior সম্পর্ক যুক্ত অ্যাপ হতে পারবেনা
  • Intellectual Property হতে পারবেনা।
  • Personal and Confidential Information সম্পর্ক যুক্ত অ্যাপ হতে পারবেনা
  • Illegal Activities সম্পর্ক যুক্ত অ্যাপ হতে পারবেনা
  • Dangerous Products সম্পর্ক যুক্ত অ্যাপ হতে পারবেনা
  • Gambling সম্পর্ক যুক্ত অ্যাপ হতে পারবেনা
  • System Interference অর্থাৎ Google Play তে থেকে অ্যাপ ডাউনলোড করে সম্পূর্ণ পরিবর্তন না করেই আপলোড করা।

ভালমানের User Interface যুক্ত অ্যাপগুলো paid apps এবং একটু কম মানের User Interface যুক্ত অ্যাপগুলো ফ্রী অ্যাপ হিসেবে আপ্প্রভ করা হয়। ফ্রি অ্যাপগুলোতে সাধারনত অ্যাড ব্যবহার করা যায় বা হয় এবং পেইড অ্যাপগুলোতে এ সাধারনত অ্যাড ব্যবহার করা হয়না। অ্যাপ এ অ্যাড ব্যবহার এর কারন হচ্ছে এখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট এর বিজ্ঞাপন দিচ্ছেন পাশাপাশি এখান থেকে আপনি ইউজার এর অ্যাড এ ক্লিক করার মাধ্যমে নির্দিষ্ট পরিমান অর্থ আপনার অ্যাকাউন্ট এ পাচ্ছেন।

এছাড়াও আরও বিস্তারিত জানতে পারেন এখান থেকে https://play.google.com/about/developer-content-policy.html

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি নাঈম হায়দার ঋদ্ধি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer ও Programming পছন্দ, আমার youtube channel https://www.youtube.com/channel/UCYKbAf2kXLgKav30hd3zDPQ . আমার ফেসবুক প্রোফাইল https://www.facebook.com/nayeem.riddhi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলায় দিলে ভালো হত ।