আজকের পর্বে আমরা এই প্রোজেক্ট এর xml ফাইল ও layout এর বেসিক সেটআপ সেট করব। তার আগে আমাদের এই অ্যাপটা কি ধরনের হবে টা জেনে নেয়।অ্যাপটাতে মূলত আপাতত অনেকগুলো image এর সমন্বয়ে তৈরি করা হবে। যেখানে প্রত্যেকটি image ই মূলত এক একটি Quotation হিসেবে প্রদর্শিত হবে। এই জন্য আমদের প্রয়োজন হবে একটি framelayout যেখানে image গুলো একটি frame এর মধ্যে প্রদর্শিত হবে।
প্রথমেই একটি প্রোজেক্ট নেয় Quotation নামে। এবং MainActivity এর নাম পরিবর্তন করে দেয় ImageMainView নামে। এখন আমাদের কাছে যেই মেইন xml লেআউট টি আছে। এই xml লেআউট এ একটি linear লেআউট নেয়। এবং নিচের মত করে লেআউট টি তৈরি করি।
<?xml version="1.0" encoding="utf-8"?> <LinearLayout xmlns:android="http://schemas.android.com/apk/res/android" android:id="@+id/LinearLayout1" android:layout_width="fill_parent" android:layout_height="fill_parent" android:orientation="vertical" > <FrameLayout android:layout_width="fill_parent" android:layout_height="fill_parent" > <LinearLayout android:id="@+id/linearLayout1" android:layout_width="fill_parent" android:layout_height="fill_parent" android:gravity="center" android:orientation="vertical" > <android.support.v4.view.ViewPager android:id="@+id/viewPager" android:layout_width="fill_parent" android:layout_height="fill_parent" > </android.support.v4.view.ViewPager> </LinearLayout> <RelativeLayout android:id="@+id/linearLayout2" android:layout_width="wrap_content" android:layout_height="wrap_content" android:layout_gravity="bottom" > <Button android:id="@+id/btnPrevious" android:layout_width="wrap_content" android:layout_height="wrap_content" android:background="@drawable/prev" android:layout_alignParentLeft="true" android:layout_marginLeft="5dp" /> <Button android:id="@+id/btnNext" android:layout_width="wrap_content" android:layout_height="wrap_content" android:background="@drawable/next" android:layout_alignParentRight="true" android:layout_marginRight="5dp" /> </RelativeLayout> </FrameLayout> </LinearLayout>
এখানে linear লেআউট এর মধ্যে একটি framelayout নেয়া হয়েছে। যেখানে image গুলো সাধারণত একটি frame এর মধ্যে প্রদর্শিত হবে। এর মধ্যে আবার দুইটা লেআউট নেয়া হয়েছে। যার মধ্যে একটি তে screen-slide এ transition এর জন্য viewpager যোগ করা হয়েছে। এবং অপরদিকে অন্য relativelayout এ দুইটা বাটন অপশন যোগ করে দেয়া হয়েছে।
তারপর আমরা যাব ImageMainView.java তে এবং এখানে প্রয়োজনীয় উপাদানগুলি ডিক্লিয়ার করে দিব। প্রথমেই আমরা xml লেআউট এ যে viewpager নিয়েছিলাম তার support এর জন্য আমাদেরকে fragmentActivity ক্লাসকে ImageMainView এ extends করে দিতে হবে। তারপর নিচের কোডের মত করে ফাইলটা সেট করে দেয়।
package com.coderart.quoteapp; import android.os.Bundle; import android.support.v4.app.FragmentActivity; import android.support.v4.view.ViewPager; import android.support.v4.view.ViewPager.OnPageChangeListener; import android.view.View; import android.view.View.OnClickListener; import android.view.Window; import android.view.WindowManager; import android.widget.Button; public class ImageMainView extends FragmentActivity implements OnPageChangeListener, OnClickListener { Button btnPrevious, btnNext; ViewPager viewPage; @Override protected void onCreate(Bundle savedInstanceState) { this.requestWindowFeature(Window.FEATURE_NO_TITLE); this.getWindow().setFlags(WindowManager.LayoutParams.FLAG_FULLSCREEN, WindowManager.LayoutParams.FLAG_FULLSCREEN); super.onCreate(savedInstanceState); setContentView(R.layout.activity_image_main_view); viewPage = (ViewPager) findViewById(R.id.viewPager); btnPrevious = (Button) findViewById(R.id.btnPrevious); btnNext = (Button) findViewById(R.id.btnNext); viewPage.setOnPageChangeListener(ImageMainView.this); btnPrevious.setOnClickListener(this); btnNext.setOnClickListener(this); } @Override public void onClick(View arg0) { // TODO Auto-generated method stub } @Override public void onPageScrollStateChanged(int arg0) { // TODO Auto-generated method stub } @Override public void onPageScrolled(int arg0, float arg1, int arg2) { // TODO Auto-generated method stub } @Override public void onPageSelected(int arg0) { // TODO Auto-generated method stub } }
এখানে আপনার আগেই জানেন requestWindowFeature এবং getwindow ও setFlags দ্বারা কিভাবে অ্যাপকে untitled করা যায়। তারপর xml লেআউট এ ডিক্লিয়ার করা বাটন ও viewpage কে কিভাবে initialize করে দেয়া যায়। এরপর এখানে ImageMainView ক্লাসকে implements করি OnPageChangeListener, OnClickListener দ্বারা এবং এরর প্রদর্শন করলে Unimplemented মেথড দ্বারা প্রয়োজনীয় মেথড গুলিকেও সেট করে দেয়। viewPage কে setOnPageChangeListener দ্বারা এবং বাটনগুলিকে setOnClickListener দ্বারা initialize করে দেয়।
এই ছিল আজকের XMLফাইল ও Layout এর বেসিক সেটআপ পর্ব।
এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এর সর্বশেষ পর্ব সম্পর্কে নোটিফিকেশান পেতে লাইক করুন ফেসবুকের এই পেইজে এ।
আমি নাঈম হায়দার ঋদ্ধি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer ও Programming পছন্দ, আমার youtube channel https://www.youtube.com/channel/UCYKbAf2kXLgKav30hd3zDPQ . আমার ফেসবুক প্রোফাইল https://www.facebook.com/nayeem.riddhi
তথ্যের সীমাবদ্ধতার জন্যে এই টিটোরিয়ালটি সম্পন্ন করা যাচ্ছে না।এটির স্যাম্পল প্রোজেক্ট আপলোড করলে উপকৃত হব।