“$3.99-এত দাম শুধুমাত্র Google Play-তে, আর টেকটিউনসে একদম Free-শুধু আপনাদের জন্য। কারো লাগলে সংগ্রহে রাখতে পারেন।”

একজন মানুষ বলেই না কিছু জিনিষ ব্যক্তিগত হবে, তা নিয়ে দুঃচিন্তা কেন? দুঃচিন্তা হয়, যখন তা আমার চাওয়ার সীমানা ছাড়িয়ে অন্যের কাছে প্রকাশ হয়ে যায়। কিন্তু তার ত্রাণকর্তা কি আমি? অবশ্যই না। আমি শুধু আপনাকে পথ দেখিয়ে দিতে পারি।

এখন থেকে আপনার Android চালিত মোবাইল এর মাধ্যমে একটি Apps দ্বারা আপনার সাধের  অনেক তথ্য লুকিয়ে রাখতে পারবেন। অতি অবশ্যই Password/Pin দিয়ে। বাসার ছোটছোট ছেলেমেয়েরাও তো অসাবধানতাবশতঃ Delete কিংবা দেখে ফেলতে পারে, তাই না? কি কি তথ্য লুকিয়ে রাখতে পারবেন দেখুনঃ

  • Pictures লুকিয়ে রাখতে পারবেন
  • Videos লুকিয়ে রাখতে পারবেন
  • Music লুকিয়ে রাখতে পারবেন
  • Apps Hide করতে পারবেন
  • Apps Lock করতে পারবেন (Need Plugin)
  • File Manager এ ঢুকতে পারবেন
  • Private Browser (VBrowser)এর মাধ্যমে Browse করতে পারবেন
  • Message ও Call Block করতে পারবেন (Need Plugin)
  • Notes লুকিয়ে রাখতে পারবেন
  • Encryption ও করতে পারবেন

তো আর কি চাই, একের মধ্যে কত কি? Ram এর জায়গা দখলের পরিমান ও খুবই কম। অনেক রকম Apps  ব্যবহার করার পর আমি এখন এটাতে ১ বছর আছি।

সবকিছু একসাথে পেতে এখানে আসুন। Password: Madhu.কারো উপকারে লাগলে আমি নিজেই কৃতার্থ।

ভালো থাকবেন সবাই।

Level 0

আমি মধু সমাদ্দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কি কোথাও ভুল হচ্ছে কিনা? আপনার প্রদত্ত বিবরণীতে Software এর নাম দেখছি Vault. ডাউনলোড করে পেলাম অন্য কিছু। তাহলে Vault কোথায়?

    @রাকিবুল আলম: “Audio Manager” Appa টি Open করুন, তারপর Audio Manager এর Logo তে ২ সেকেন্ড Press করে রাখুন, Password Option আসবে, নতুন Password দিন। দেখুন হবে। না পারলে আমাকে জানাবেন। ধন্যবাদ।

এত ঝামেলার কি কোন দরকার আছে…….

    @অনিক হাসান: নিশ্চয় ব্যবহার না করে বলছেন, Plugin গুলো বাদ দিন, কোনও ঝামেলা নাই। সত্যি বলছি, আমার কোনও ঝামেলা হয় নাই, এই রকম Apps এর Design একটু অন্যরকম হলেই তা মানায় বৈকি।

@মধু সমাদ্দার: ভাই আমি ইনস্টল করছি কিন্তু other apps ত আমারটাতে সো করতেছে না

    @শিবলু: Other Apps হল Audio Manager Developer তৈরি করা অন্যান্য Apps. ধন্যবাদ।

আমার কাছে এই এপলিকেশন টা অসাধারন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

vai password ki