একাত্তরের দিনলিপিঃ একটি এন্ড্রয়েড এপ্লিকেশন।

মহান মুক্তিযুদ্ধের প্রতিদিনের বিশেষ ঘটনাবলী নিয়ে একটি এন্ড্রয়েড এপ্লিকেশন "একাত্তরের ডায়েরী"।

এপ্লিকেশনটিতে ১লা জানুয়ারী থেকে ৩১শে ডিসেম্বর থেকে প্রতিদিনের বিশেষ ঘটনাবলী সংযুক্ত করা হয়েছে।

একাত্তরের ডায়েরী থেকে আজকের দিনে অর্থাৎ ১৯৭১ সালের ১৩ই আগষ্টের ঘটনাবলী-

- ঢাকায় মুক্তিবাহিনীর গেরিলা দল পাকিস্তানি বিমানবাহিনীর একটি জিপকে ডেমরার কাছে অ্যামবুশ করে। এ অ্যামবুশে জিপটি ধ্বংস হয় এবং চারজন পাকিস্তানি বিমানবাহিনী ও সেনাবাহিনীর গোয়েন্দা সৈনিক নিহত হয়। মুক্তিযোদ্ধারা তাদের কাছ থেকে অনেক মূল্যবান কাগজপত্র, পরিচয়পত্র ও কয়েকটি রিভলবার দখল করেন।

-- মুক্তিবাহিনীর একটি গেরিলা দল ঘোড়াশালের কাছে পাকিস্তানি বাহিনীর ঝিনারদি অবস্থানের ওপর আক্রমণ চালায়। আড়াই ঘণ্টাব্যাপী যুদ্ধে একজন পাকিস্তানি সেনা নিহত হয় ও ১৫ জন গেরিলাদের কাছে আত্মসমর্পণ করে। এ অভিযানে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের ক্যাম্প থেকে প্রচুর অস্ত্রশস্ত্র, রসদ ও অন্যান্য জিনিসপত্র দখল করেন।

-- মুক্তিবাহিনী পাকিস্তানি বাহিনীর ভূরুঙ্গামারী বাজার ঘাঁটি আক্রমণ করে। এ আক্রমণ অল্পক্ষণের মধ্যেই প্রচণ্ড সংঘর্ষে রূপ নেয়। এতে পাকিস্তানি বাহিনী ব্যাপক ক্ষতির শিকার হয়। অন্যদিকে মুক্তিযোদ্ধা ইপিআর সিপাহি কবির আহমদ শহীদ হন।

-- বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু হলে সারা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হবে। পাকিস্তান সরকারের কোনো অধিকার নেই বঙ্গবন্ধুর বিচার অনুষ্ঠানের। তিনি এ ব্যাপারে বিশ্ব শক্তিবর্গের হস্তক্ষেপ কামনা করেন।

এন্ড্রয়েড এপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ফ্রী ডাউনলোড করা যাবে।

এপ্লিকেশনটি আপনার পছন্দ হলে ৫ রেটিং দিতে ভুলবেন না।

Level 0

আমি মুনীর মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস