Android 5.0 ললিপপ, নতুন কি কি ফিচার থাকছে এই নতুন ভার্সনে। জেনে নিন।

গুগল অলরেডি তাদের Android এর সর্বশেষ সংস্করণ 5.0 এর ঘোষণা দিয়েছে।

নাম-ললিপপ (Lollipop)

  • এটার ভার্সন ৫.০ অথবা ৪.৫ যেকোনো একটা হবে জানায় গুগল।
  • কি থাকবে না এই ললিপপে?
  • সবই পাবেন ব্যবহারকারিরা, যা একটা ফোনে থাকা দরকার, জানায় গুগল।

আসুন বিস্তারিত দেখি

  • রিলিজ ডেট-

সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪ (যদিও আসল ডেট পরে জানানো হবে জানা যায়)

  • Android ৫.০ এর নাম কি হবে-

৪.৫ অথবা ৫.০ এর নাম ২ টি সিলেক্ট করা হয়। ললিপপ এবং লেমন পাই।

তবে ললিপপে বেশি ভোট পড়ছে।

সেহেতু ললিপপ হবে আশা করছে সবাই।

  • ফিচার-

নতুন অনেক ইন্টারফেস থাকবে এই ফিচারে।

নিচে ছবির মাধ্যমে দেখে নিন-

  • তাছাড়া বর্তমানে ৩২ বিটে চলে Android। তবে এই নতুন সংস্করণে ৬৪ বিট থাকবে।
  • এছাড়া আরও অনেক আকর্ষণীয় ফিচার থাকবে  এই নতুন সংস্করণে।

নিচের ছবিতে লুকিং টা দেখুন-

(ইংরেজি থেকে অনুদিত)

এখানে ঘুরে আসতে পারেন; বাংলার ঐতিহ্য।

ধন্যবাদ সবাইকে।

ফেসবুকে আমি 

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালতো, ভালো না?
আমার ফোনে দিতে পারলে আরো ভালো।

Level 2

Note II তে হবেতো?

Level 2

জানাবেন প্লিজ।

    @Nil Dukkho: ভাই, এখনো সকল তথ্য পাওয়া যায় নি, পাইলে জানাবো।

samsung galaxy beam GTI8530 এর UPDATE করতে পারছি না। আরLOLIPOP কি দেওা জাবে…? PLEASE HELP ME…… Email :[email protected], cell 01911773330. [email protected]