৩ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে দারুন কিছু মোবাইল এর রিভিউ, বর্ণনা সাথে মুল্য তালিকা (পর্ব ১)

নতুন নতুন উদ্ভাবনের কল্যাণে ফোনের ধারণাই বদলে গেছে। শুধু কথা বলা নয়, লাইফস্টাইলও পাল্টে দিতে বসেছে বাহারি সব স্মার্টফোন। একই সঙ্গে কোম্পানিগুলোর দারুণ সব প্রয়াস বিলাসী পণ্যের কাতার থেকে এটিকে নামিয়ে এনেছে সাধারণের নিত্য ব্যবহার্য ডিভাইসে। বিশেষ করে টেক জায়ান্ট গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কল্যাণে স্মার্টফোন এখন সকলের হাতে হাতে। উচ্চ মূল্যের এ ডিভাইসটি এখন সাধারণের হাতের নাগালে চলে এসেছে। দেশের বাজারেও এখন কম দামের অনেক স্মার্টফোন পাওয়া যাচ্ছে। বিক্রিও হচ্ছে বেশ।

দেশের বাজারে থাকা ৩ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যের স্মার্টফোনের সম্পর্কে জানাতে এ প্রতিবেদন। এ তালিকায় যেমন দেশি কোম্পানি ওয়ালটন ও সিম্ফোনি রয়েছে তেমনি বিশ্বখ্যাত ব্র্যান্ড নকিয়া, স্যামসাং, এলজি, সনির একাধিক ফোন রয়েছে।

ওয়ালটন প্রিমো সি২
দেশীয় ব্র্যান্ড খ্যাত ওয়ালটনের ৩.৫ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ২৫৬ মেগাবাইট র‍্যাম। ছবি তোলার জন্য রয়েছে ১.৩ মেগাপিক্সেল ক্যামরা।

এ ছাড়া রয়েছে ১ গিগাহার্জ প্রসেসর। এতে রয়েছে ১৫০০ অ্যাম্পিয়ার ব্যাটারি।

দামের দিক থেকে বাজারের সাশ্রয়ী বেসিক ফোনগুলোর একটি এটি। মূল্য : ৩৬৯০ টাকা।

ওয়ালটন প্রিমো ডি৩
৩.৫ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ১ গিগাহার্জ প্রসেসর ও ২৫৬ র‍্যাম। স্টোরেজ সুবিধা রয়েছে ৫১২ গিগাবাইট মেমরি। ছবি তোলার জন্য রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা।

অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন। এ ছাড়া রয়েছে ১৫০০ অ্যাম্পিয়ার ব্যাটারি। মূল্য ৪০৯০ টাকা।

ওয়ালটন প্রিমো ডি২
৩.৫ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ১ গিগাহার্জ প্রসেসর এবং ২৫৬ র‍্যাম। স্টোরেজ সুবিধা জন্য রয়েছে ৫১২গিগাবাইট মেমোরি।

ছবি তোলার জন্য রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। অপারেটিং সিস্টেমে হিসেব ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন।

এ ছাড়া রয়েছে ১৫০০ অ্যাম্পিয়ার ব্যাটারি। থ্রিজি সর্মথিত ফোনটির মূল্য ৪১৫০ টাকা।

ওয়ালটন প্রিমো ই২
৪ ইঞ্চি ডিসপ্লরে স্মার্টফোনটিতে রয়েছে ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর এবং ২৫৬ র‍্যাম। স্টোরেজ সুবিধার জন্য রয়েছে ৫১২গিগাবাইট মেমোরি।

ছবি তোলার জন্য এতে রয়েছে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা। অপারেটিং সিস্টেমে হিসেব ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন। এ ছাড়া রয়েছে ১৫০০ অ্যাম্পিয়ার ব্যাটারি।

বেসিক এ ফোনটির মূল্য ৫৪৯০ টাকা।

ওয়ালটন প্রিমো জি৪
৫ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর এবং ৫১২ র‍্যাম। স্টোরেজ ক্ষমতা ৪ গিগাবাইট মেমোরি। ছবি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

অপারেটিং সিস্টেমে হিসেব ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন। এ ছাড়া রয়েছে ১৫০০ অ্যাম্পিয়ার ব্যাটারি। মূল্য ধরা হয়েছে ৫৯৯০ টাকা।

ওয়ালটন প্রিমো ডি৪
৩.৫ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ১ গিগাহার্জ প্রসেসর এবং ২৫৬ র‍্যাম। স্টোরেজ সুবিধা ৫১২ গিগাবাইটের। ছবি তোলা যাবে ২ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে।

অপারেটিং সিস্টেমে হিসেব ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন। ১৫০০ অ্যাম্পিয়ার ব্যাটারি।

স্মার্টফোনটির মূল্য ৮৩০০ টাকা।

ওয়ালটন প্রিমো জি এফ
৪.৩ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়ার্ড কোর প্রসেসর এবং ৫১২ র‍্যাম। স্টোরেজ সুবিধা ৪ গিগাবাইটের। ছবি তোলার জন্য এতে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

Level 0

আমি kamal.arif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“স্টোরেজ সুবিধা রয়েছে ৫১২ গিগাবাইট মেমরি” – বুঝলামনা 🙁

কমদামের মধ্যে সব থেকে এগিয়ে আছে প্রিমো ইএফ এবং প্রিমো ডি ৪ মুল্য ৬৫৯০ ও ৭৭৯০ টাকা!!