৭ হাজার টাকা ছাড়ে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক!!! এই স্মার্টফোনটির বাজার মূল্য ১০ হাজার ৩৪৯ টাকা। কোয়ালিটি ভাল হবে কি???

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খুব ছোট কিন্তু প্রয়োজনীয় একটা টিউনের সূচনা, আসসালামুআলাইকুম। আমি বাংলালিংক প্রিয়জন প্রাইজ প্রোগ্রামের একজন প্লাটিনাম ইউজার। এই অফারের স্মার্টফোনটি কিনতে চাইতেছি। এজন্য একটা টিউন করার জন্যই টেকটিউনস ওপেন করলাম। ব্রাউজ করে দেখি আগেই টিউন করে ফেলেছেন kkboy ভাই! এজন্য আন্তরিকভাবে দুঃখিত!!! যাইহোক এই স্মার্টফোনটি নেওয়া ভাল হবে কি না অভিজ্ঞ ভাইদের কাছে জানতে চাইতেছি। এত কম টাকায় যে কনফিগারেশন দেখতেছি আমার কাছে মন্দ মনে হচ্ছে না। আর হ্যাঁ ফোনটির নির্মাতা zte কোম্পানি। ZTE কোম্পানি সম্পর্কে তেমন কিছু জানি না। ভাল হবে কিনা একটু চিন্তা করে জানাবেন। যদিও আমার বাংলালায়ন মডেমটা চেক করে দেখি এই লেখাটা আছেঃ Made in CHINA By ZTE Corporation তারমানে মডেমটা ঐ কোম্পানিরই তৈরি!! জিপি, সিটিসেল এগুলো মডেমও নাকি ZTE কোম্পানির। হ্যান্ডসেটটির ওয়ারেন্টি দিবে কি? দিলে কত দিনের জন্য, কেউ কি বলতে পারেন??

ZTE হ্যান্ডসেটের অফার

প্রিয়জন প্লাটিনাম এবং গোল্ড সদস্যদের জন্য zte হ্যান্ডসেটের বিশেষ মূল্য ৩৫০০ টাকা, সাথে থাকছে ১জিবি ডেটা। প্রিয়জন সিলভার সদস্যদের জন্য zte হ্যান্ডসেটের বিশেষ মূল্য ৪২০০ টাকা, সাথে থাকছে ১জিবি ডেটা।

অফারের বিস্তারিতঃ

এই স্পেশাল ztev807 হ্যান্ডসেট অফারটি সকল বাংলালিংক প্রিয়জন প্লাটিনাম, গোল্ড এবং সিলভার গ্রাহকের (শুধু প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল) জন্য প্রযোজ্য

priyojon_zte_offer

  • এই স্পেশাল ztev807 হ্যান্ডসেট অফারটি দেশজুড়ে শুধু বাংলালিংক কেয়ার সেন্টারে পাওয়া যাবে
  • গ্রাহক তার প্রিয়জন স্ট্যাটাস জানতে ডায়াল করুন *৬০০০# অথবা *567# ডায়াল করে 2 প্রেস করে রিপ্লাই দিন।
  • গ্রাহকের ক্রয় নিশ্চিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১জিবি বোনাস ডেটা পেয়ে যাবেন, যার মেয়াদ ১ মাস
  • এই অফারটি বাংলালিংক কর্মকর্তা, ডিসট্রিবিউটর এবং রিটেইলারদের জন্য প্রযোজ্য নয়
  • এই অফারটি স্টক থাকাকালীন সময় পর্যন্ত প্রযোজ্য
  • হ্যান্ডসেটের বিক্রয় পরবর্তী সেবা zte প্রদান করবে

banglalink handset

আমার ফেসবুক প্রোফাইল

Level 0

আমি সাহীদুজ্জামান সাহীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং । দ্বিতীয় বর্ষ, প্রথম সেমিস্টার । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর । হলি চাইল্ড কলেজ, উত্তরা, ঢাকা ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফোনটির ফিচার সম্পর্কে জানতে ঘুরে আসুন এখান থেকে http://www.gsmarena.com/zte_blade_c_v807-5277.php এবং http://www.mobilemaya.com/mobile_price.php?id=7002 এই জনপ্রিয় ওয়েবসাইট থেকে।

ফ্রন্ট ক্যামেরা নেই । যদিও সেটটির বাজার মূল্য ১০ হাজার টাকার উপর বলা হচ্ছে , তবুও ঐ একই দামে ওয়াল্টন, সিম্ফোনি’র অনেক ভালো সেট পাওয়া যায় ।

আর আমি মনে করি কম দামে ঐ সেট নেওয়ার চেয়ে ওয়াল্টন D3,D4 সিম্ফোনি W16 3G এগুলো ভালো হবে ।

    ফ্রন্ট ক্যামেরা না থাকলে ভিডিও কল কিভাবে করা যাবে……!!! অধিকাংশ মানুষ তো 3g বলতে ভিডিও কলকেই indicate করে 🙂 সাত হাজার টাকা দিয়ে এই অফারের দুইটা ফোন কিনতে চেয়েছিলাম। টাকাও প্রায় রেডি। 6,000 থেকে 7,000 এর মধ্যে Android এর কোন স্মার্টফোন ভালো হবে? প্লিজ যাদের আইডিয়া আছে তারা একটু শেয়ার করুন। একটু কষ্ট হলেও কমেন্ট করেন প্লিজ। আমি কালকের মধ্যে একটা ফোন কিনব। আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। @সালমান ভাই:

      @সাহীদুজ্জামান সাহীদ: সিম্ফনী W68 কিনতে পারেন। আমি ব্যবহার করতেছি ভালো সার্ভিস দিচ্ছে।

ফোনের একটাই সমস্যা ফ্রন্ট ক্যামেরা নাই। তাছাড়া ৪২০০ টাকা হিসেবে যথেষ্ট ভাল কনফিগারেশন! আর Warranty তো এক বছরের আছেই! Zte কিন্তু ইন্টারন্যাশনাল ব্রান্ড!

    @শাকিল মাহমুদ: ফ্রন্ট ক্যামেরা না থাকলে অন্য কোন উপায়ে কি ভিডিও কল করা যাবে? Google এ সার্চ করলাম Video calling in android mobiles without a front camera লিখে। কিছু হাস্যকর সমাধান খুজে পেলাম 🙂 তারমধ্যে একটাঃ Stand in front of a mirror (কথা বলার সময় আয়নার সামনে দাঁড়িয়ে যান) 😀 এই মন্তব্যের নিচে একজন কমেন্ট করেছেন @MutantCheese Oh great!! u r doing video calls like that?? Brilliant man 🙂 Better u can bang your head towards mirror too.. It s new technoogy mate try that..Thanks… 🙂 🙂

      @সাহীদুজ্জামান সাহীদ, ভিডিও কল করা যাবে, কিন্তু skype, line এ রকম থার্ডপার্টি App দিয়ে এবং পিছনের ক্যামেরা দিয়ে!

        @শাকিল মাহমুদ: skype দিয়ে কথা বলা যাবে ঠিক আছে সেক্ষেত্রে তো উভয় পাশে নেট কানেক্ট থাকতে হবে। ইন্টারনেট কানেকশন ছাড়াই থ্রিজি নেটওয়ার্কের মাধ্যমে যে ভিডিও কল করা যায় আমি সেটার কথা বলছিলাম। By the way আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

অরিজিনাল দাম হিসেবে কনফিগারেশন ভালো না।
তবে ৩৫০০/- হিসাব করলে নেওয়া যেতে পারে

Level 0

Ektu age ami banglalink customer care call diye chilam, bollo seti stock out.

    @Nirobworld: সেটটা ভালই ছিল মনে হচ্ছে। তা না হলে এক দিনেই কেমনে স্টক শেষ হয়ে যায়। মিস করলাম নাকি 🙁

symphony w 69 best hobe dam 6,800 or 6,500

    @খান বাপ্পী: ভাই, আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ। প্রাইস দেখলাম তাদের ওয়েবসাইটে ( http://symphony-mobile.com/index.php?route=product/product&product_id=216 ) Price: Tk. 6,800.00 তবে এর একটা ফিচার w68 এর থেকে আলাদা। w69 তে 4” TN Capacitive Full Touch এবং w68 এ 4″ TFT Capacitive Full Touch. এই দুইটার মধ্যে কোনটা Better হবে???

যতদুর সম্ভব Google করে দেখলাম TFT is better than TN. অনেক জায়গায় এই TN স্ক্রিন বা মনিটরের বদনাম দেখলাম। For example: http://www.tomshardware.com/forum/57485-3-tomshardware

দারুন সব আইডিয়া ভাল লাগলো পোষ্ট এবং কমেন্ট পড়ে কিন্তু বাংলালিংক এর সাধারন গ্রাহকরা কী দোষ করলো ?????

আচ্ছা এটা কি যেকোন সিমএর জন্যই ?? পোস্টপেইড বা কর্পোরেট সিম হলে এই অফার পাওয়া যাবে??

    @Ashikur Rahman Tomal: এই স্পেশাল ztev807 হ্যান্ডসেট অফারটি সকল বাংলালিংক প্রিয়জন প্লাটিনাম, গোল্ড এবং সিলভার গ্রাহকের (শুধু প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল) জন্য প্রযোজ্য।

Level 0

Symphony w68. আমি ব্যবহার
করছি ভালো সার্ভিস
দিচ্ছে।

    @Hamidul sk: ভাই ধন্যবাদ আপনাকে। এইটাই কিনতে চাইতেছি কিন্তু এটাতে Accelerometer sensor নাই। জানি না এই সেন্সর এর কাজ কি… এর জন্য ভাল কোন সুবিধা মিস করতে হবে কি??

@সাহীদুজ্জামান সাহীদ: আগে আমি সেমফোনি w68 বেবহার করতাম কিন্তু এটার বিভিন্ন স্মসসার কারনে এখন w69 বেবহার করি এটার সবি ভাল সদু বেটারি টা কম কিন্ত ১ গন্টার মত বেশি চারছ টিকে বাল ভাবে জেনে দেখন

    @Hk Hasan khan: ভাই, ঠিক বলেছেন। আজকে মার্কেটে গেছিলাম। দোকানদার নিজেই w69 এর বদনাম করতেছে। যারা কিনেছে তারা সবাই কাস্টমার কেয়ারে নাকি এই সেটের অভিযোগ নিয়ে গিয়েছিল। সমস্যার কারনে কোম্পানি এখন এই সেটের সাপ্লাই বন্ধ করে দিয়েছে।

Symphony W65i কিনতে পারেন। ৫৩০০/- টাকায় কনফিগারেশন বেশ ভাল মনে হয়েছে আমার কাছে।