Android Only [পর্ব-০২] :: Metal Slug 7(Normal+Hack) সাথে আরও অনেক Classic গেমস।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই টিউনের ২য় পর্ব।

প্রথম পর্বে Metal Slug 1-6 পর্যন্ত দিয়েছিলাম। এবার দিব Metal Slug 7 . এই গেমটির Arcade, Android, iOS, PC ও PSP version না থাকায় ভেবেছিলাম কোনোদিন খেলতে পারবো না। কিন্তু অনেক চেষ্টার পর আমি এই গেমটি আমার Android এ খেলতে সক্ষম হয়েছি। গেমটি খেলার জন্য প্রথমে নিচে থেকে "DraStic" software টি download করুন। এটি একটি Nintendo DS(NDS) Emulator.

Drastic

DOWNLOAD

এবার Metal Slug 7 Rom.zip ফাইলটি download করে নিন.(40 MB)

DOWNLOAD

Minimum requirement: 1 GHz CPU, 256 MB RAM, Open GL ES 2.0 supported GPU.

HOW TO PLAY

প্রথমে আপনার মোবাইল এর internet connection off করে DraStic software টি install করুন। কারন এটি একটি paid software এবং আমি আপনাদের এর crack করা version দিয়েছি। তাই online এ থাকা অবস্থায় এটি চালালে প্রবলেম হতে পারে। Metal Slug 7 Rom.zip ফাইলটি sdcard এর যেকোনো জায়গায় রাখুন।  Metal Slug 7 Rom.zip ফাইলটি ভুলেও extract করবেন না। এবার DraStic opean করুন। একটি message আসবে এবং বলবে "touch to continue"। টাচ করুন। "Load new game" টাচ করুন। এটি automatic গেমটি খুজবে। খুজে না পেলে file manager opean করবে।  File manager opean করলে আপনি  Metal Slug 7 Rom.zip ফাইলটি দেখিয়ে দিন। গেমটি চালু হয়ে যাবে। কিন্তু গেমটি ছোট screen এ চালু হবে। Full screen করার জন্য মনিটরের নিচে মাঝে একটি up arrow বাটন দেখতে পাবেন। সেটিতে টাচ করুন। Start, Menu, Select এই তিনটি বাটন পাবেন। Menu তে টাচ করুন এবং  Full screen আঁকা চিহ্নে টাচ করুন। Start বাটন দিয়ে গেম start করুন এবং A বাটন দিয়ে সবকিছু select করুন। বোঝার জন্য নিচের ছবি গুলো দেখুন-

Load new game এ টাচ করুন

Sdcard থেকে গেমটি দেখিয়ে দিন।

গেম চালু হলে লাল কালি দিয়ে দেখিয়ে দেয়া বাটনে টাচ করুন।

মেনু বাটনে টাচ করুন

লাল কালি দিয়ে দেখিয়ে দিয়া বাটনে টাচ করুন। এছারা cheats বাটনটিও আপনার লাগবে।চিট বাটনে টাচ করে Infinite codes থেকে "Infinites Lives" select করুন। আপনার life কখনো শেষ হবেনা। আপনি যদি 1st & 2nd weapon mod চিট use করতে চান তবে Infinite Primary & Secondary Ammo অপশন গুলো select করে দিন। আপনার weapon এর গুলি কখনও শেষ হবে না। চাইলে unlimited বোমাও use করতে পারেন।

চিট select করুন এবং গেমে back করে ইচ্ছা মতো খেলুন।

এর পরেও প্রবলেম হলে জানান।

যারা Android এ King of fighter 97 PLUS, Bomber man, Mostofa, Double Dragon এর মতো classic গেম গুলো খেলতে চান তারা নিচে দেয়া আমার এই টিউনটিতে যান-

256 MB RAM যুক্ত Android মোবাইলের জন্য কিছু চমৎকার গেমস [পর্ব-০৩]

পরবর্তী পর্বে থাকবে House of the Dead.

কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please।

Level 0

আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Naiem ভাই METAL SLUG এর গেম গুলো কি সিম্ফনী W68 এ চলবে ?

    Level 0

    @রাহাতুল ইসলাম: ভালো ভাবেই চলবে