(নয়া গেমস: পর্ব-১) গত বছরের অ্যাপ-স্টোর কাঁপানো “Flappy Birds” গেমটি এখন পাওয়া যাচ্ছে Google Play Store এ…!!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।

এর আগেও আমি অ্যান্ডয়েডের গেমস নিয়ে অনেক টিউন করেছি ভিন্ন আইডি দিয়ে, আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম ২০১৩ সালের অ্যাপস্টোরের অন্যতম সেরা গেম "Flappy Birds" এর অ্যান্ডয়েড ভার্সন "Flappy Farting PIG DELUXE". যা হুবহু সেই গেমটার কার্বন কপি, যতদূর জানি ঐ একই Developer ই এই গেমটি Develop করেছেন।

কি আছে গেমসটিতেঃ গেমসটিতে প্রথমে একটি পিগকে নিয়ে আপনার খেলতে হবে। ধীরে ধীরে অন্য পাখি বা জন্তু গুলো আনলক হবে, যা পরবর্তীতে প্লেয়ার হিসাবে ব্যবহার যোগ্য। অনেক সাধারন ও ছোট সাইজের নজর কারা ও উপভোগ করার মত সেরা গেম বলতেই হবে একে। দেখে অনেক সাধারণ ও সহজ মনে হলেও অত সহজ না। আপনার ঘাম ছোটে যাবে লেভেল গুলো পার হতে।

স্কিনসর্টঃ

খেলার নিয়মঃ

১। প্রথমে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে গেমস টি ডাউনলোড করে নিন।

২। ইনিষ্টল শেষ করে ওপেন করুন।

৩। স্টার্ট বাটনে প্রেস করার সাথে সাথে একটি পিগ উড়া শুরু করবে।

৪। ট্যাপ করে করে একে উড়াতে হবে, ট্যাপ না করলে পিগটি নিচে পড়ে যাবে।

৫। বিভিন্ন বাঁধা অতিক্রম করে পিগ টিকে নির্দিষ্ট গন্তবে নিয়ে যেতে হবে আপনাকে।

৬। আপনি চাইলে সহজেই আপনার স্কোর সবার সাথে শেয়ার করতে পারবেন আর অন্যের স্কোর ও দেখতে পারবেন। এতে সহজেই আপনার অভিজ্ঞতা বুঝা যাবে। খেলাটা অনেক সহজ হলেও এই গেমসে গুরু/মাষ্টার হওয়া ততটাই কঠিন।

তাহলে ডাউনলোড করে শুরু করে দিন খেলা আর দেখান আপনার দক্ষতা।

ডাউনলোড লিঙ্কঃ "Flappy Farting PIG DELUXE"

আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না...! আবার আসব আপনাদের মাঝে নতুন কোন গেমস বা অ্যাপস নিয়ে। আল্লাহ হাফেজ।

সময় পেলে মজার মজার অ্যান্ডয়েড অ্যাপস, লেটেষ্ট ভিডিও-অডিও গান এবং পিসির পেইড সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করতে ভিসিট করুন আমার ওয়েব সাইট, সাইটে যেতে এখানে ক্লিক করুন।

Level 0

আমি সুমন বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোন কিছু নিয়ে লেখার আগে একটু গুগল করে নিন, এতটুকু তো করতেই পারেন নাকি? Flappy Bird গত বছর ঝর তুলেনি, তুলেছে এই বছরের জানুয়ারিতে। গুগল প্লেস্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডেভেলপার ই গেম নামিয়ে ফেলেছেন, কেন নামিয়েছেন সেই কারণও একটি ইন্টারভিউ এ জানিয়েছিলেন। আর এই গেম সাফল্য পাবার পর থেকে এখন পর্যন্ত ৫০০+ ক্লোন গেম বের হয়েছে যার সব গুলই একই রকম দেখতে/খেলতে।

ওই গুলোর মধ্যে একটা চোখে পড়েছে, আর নাচতে নাচতে হাজির হয়েছেন “Flappy Bird is back” শিরোনামে! আজব!

    Level 0

    @বেলাল হোসাইন: দেখুন ভাই, আমি প্রথমই বলেছি এটা কার্বন কপি। আর আমি কি বলেছি “Flappy Bird is Back”…! দেখে শুনে তারপর বুঝে কথা বল ভাইয়া… 😛

      @Bashar24: “গত বছরের অ্যাপ-স্টোর কাঁপানো “Flappy Birds” গেমটি এখন পাওয়া যাচ্ছে Google Play Store এ…!!!”

      আমি না দেখে কথা বলি না। আপনার শিরোনাম লক্ষ্য করুন!

        Level 0

        @বেলাল হোসাইন: আমি তো বলিনি আমার সব কিছু (তথ্য) ঠিক আছে? আমার মাঝেও ভুল আছে তা আমি মানি। এবার নিজের দিকে খেয়াল দিন, আপনার বিশাল জ্ঞান ভান্ডার থেকে যদি আর একটু বেশি টিটি মেম্বার দের সাথে শেয়ার করেন তবে তারা উপকৃত হবে। 😛

          @Bashar24: হাহা 😀 কিছু মনে করবেন না ভাই, শুধু বলতে চাচ্ছিলাম যে সঠিক তথ্য দিয়ে লেখাটা আপনার দায়িত্ব। আপনার শিরোনাম দেখে লেখাটা পড়ি, কিন্তু ভিতরের সব কিছুই উল্টাপাল্টা ছিল (যা যে কাররই মন খারাপ করে দেয়), তাই নজরে পড়ল আরকি।
          আশা করি বুঝতে পেরেছেন। ভাল থাকবেন 🙂