অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হারানো ডাটা রিকভার করা [Rooted & Non-Rooted]

অনেক সময় এক্সিডেন্টলি আমরা ফোনের দরকারি ডাটাও ডিলেট করে ফেলি! চিন্তার কোন কারণ নেই। ডাটা রিকভার করার উপায়ও আছে, ফোন রুট করা থাকুক বা না থাকুক।  যদি কোন ডাটা ডিলেট হয়ে যায় তাহলে রিকভার না করা পর্যন্ত নতুন করে কোন কিছু সেভ করবেন না। Wi-Fi এবং  2G/3G ডাটা কানেকশান অফ করে দিন যাতে অটোমেটিক আপডেটের মাধ্যমে ডাটা ওভারাইট হতে না পারে।

ডিভাইস ROOT করা না থাকলেঃ

ডিভাইস রুট করা না থাকলে এই নিয়মে ডাটা রিকভার করা সম্ভব।

  •  ডিভাইসটিকে ডাটা ক্যাবলের মাধ্যমে কম্পিঊটারের সাথে Mass Storage মোডে  কানেক্ট করুন। অথবা, কার্ড রিডার দিয়েও কানেক্ট করতে পারেন
  • কম্পিউটারে Recuva ডাউনলোড করে নিন।

Download Recuva

Note:

Recuva বা এই ধরনের ডাকা রিকভার টুল কাজ করার জন্য মেমরি কার্ডটি FAT32, NTFS বা এই জাতীয় হতে হবে। যদি আপনার মেমরি কার্ডটি যদি এই ফরম্যাটের না হয় তবে মেমরি কার্ডের সব ডাটা কপি করে পিসিতে রাখুন। তারপর, মেমরি কার্ডটি ফরম্যাট করুন। সবশেষে কপি করা ফাইলগুলো মেমরি কার্ডে পেস্ট করে দিন।

  • Recuva ডাউনলোড করে ইন্সটল করুন।
  • তারপর, আপনি কোন ধরনের ফাইল রিকভার করতে চান তা সিলেক্ট করুন।

  • লোকেশান হিসেবে মেমরি কার্ড সিলেক্ট করে দিন।
  • ডাটা রিকভার করা হলে তা সরাসরি মেমরি কার্ডে সেভ না করে কম্পিউটারের হার্ডডিস্কে সেভ করুন।

ডিভাইস ROOT করা থাকলেঃ

  • Undelete ডাউনলোড করে নিন।

Install Undelete [Play Store]

Download Undelete  APK

  • ইন্সটল করে Storage সিলেক্ট করুন। ইন্টারনাল বা এক্সটার্নাল  যেকোনটি
  • সিলেক্টেড ডিভাইস স্ক্যান করুন।
  • ডাটা রপরিমান আর মেমরি সাইজের উপর নির্ভর করা ২ থেকে ১০ মিনিট লাগতে পারে
  • রিকভার করা শেষ হলে বিভিন্ন ট্যাবে বিভিন্ন রকম ফাইল টাইপের ডাটা পাওয়া যাবে।

পোস্টটি পূর্বে BD DROID এ প্রকাশিত হয়েছে।

Level 0

আমি নাজমুল শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thx

Level 0

much needed apps bro…. thnx for share…

Level 0

অনেক ধন্যবাদ।

Level 0

ইমেজ ফাইল ছাড়া আর কিছু রিস্টোর হয়না। অন্য ফাইল রিস্টোর করতে key চায়।
এখন কি করব।

Level 0

মেমরি কার্ড খুলে কার্ডরিডার দিয়ে কাজ হয়েছে। ধন্যবাদ………………….

Level 0

r jodi Mass Storage mode a na jai , jamon samsung s4, s3 agulo to Mass Storage mode kora jai na . tahole ki vabe recover korbo ?