SYMPHONY W68 (stock ROM flash) (সম্পূর্ণ বাংলায়)

স্টক রম কি এবং কেন??

স্টক রম হচ্ছে মোবাইল ফোন কোম্পানি কর্তৃক প্রদত্ত রম যা অনেকটা STABLE। এই রম সম্পুরন বাগ মুক্ত এবং এতে আপনার মোবাইল ফোন ব্যাবহারের পূর্ণ স্বাধীনতা দেয়া হয় না, যার ফলে আমাদেরকে রুট করতে হয়।।

আপনি যদি আপনার ফোনটি রুট করে থাকেন তবে স্বভাবতই আপনি আপনার ফোন কোম্পানি কর্তৃক প্রদত্ত ওয়ারেন্টি সার্ভিসটি আর পাবেন নাহ। সেক্ষেত্রে আপনি হয় স্টক রম এ ফিরে যাবেন নাহলে ফ্ল্যাশ করে মোবাইল ঠিক করতে হবে।। তাই আজ আমি আপনাদের শিখাব কিভাবে আপনার ব্রিক হয়ে যাওয়া ফোনটি ঠিক করবেন।।

১। প্রথমে নিচের টুল গুলি ডাউনলোড করে নিন।।

i) http://www.mediafire.com/download/ygwak6955o3w4dx/MT6572_USB_VCOM_drivers_BY_chowdhury_somrat.rar
ii) http://www.mediafire.com/download/eyex9rbwvxba9qw/SP_Flash_Tool_v3.1332.0.187.rar
iii) http://www.mediafire.com/download/xlhisurkmu7lb7c/Symphony-W68_0_XXX_V01.0_1_04+by+helpful-man.rar

২। এবার ইউ.এস.বি VCOM DRIVER ইন্সটল দিন।

৩। স্টক রমটি UNZIP/UNRAR/EXTRACT করুন।

৪।SP Flash tool ওপেন করুন,

SCATTER-loading এ ক্লিক করে স্টক রম এর ভিতরে MT6572_Android_scatter ফোল্ডারটি সিলেক্ট করে দিন।

৫। ডাউনলোড বাটন এ ক্লিক করে আপনার ফোনটি বন্ধ রাখা অবস্থায় ডাটা কেব্‌ল দিয়ে কম্পিউটার এ সংযুক্ত করুন।। ফ্ল্যাশ শুরু হয়ে যাবে।। ফার্মওয়্যার আপডেট লেখা উঠলে বুঝবেন ফ্ল্যাশ হয়ে গেছে।। এবার আপনার ফোনটি চালু করুন আর দেখুন ম্যাজিক।।

https://www.facebook.com/groups/android-hd-games-and-app-sell-arena/

Level 0

আমি Nisshongo Sultan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

SP Flash tool -ti kon kon phones support kore bhai?

    Level 0

    সকল স্মার্ট ফোন

সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যারা নুব তাদের অনেক কাজে লাগবে ।কারন নতুন যারা তারা সেট রুট করে । তেরে পর যেখান সেখান থেকে জাতা টিউটোরিয়াল ফলো করে যখন সেটের ১২-১৪ টা পর্যন্ত বাজায় এবং কিন্তু ব্যাকআপও রাখে না তখন এটা যাদুর মত কাজ করে । কিন্তু আপনি নিশ্চয় যানেন যে এটা ইউস করে imei নস্ট করে ফেলে ………

একটা কথা মনে পরে গেলো, ” ঠেকেছি যেখানে, শিখেছি শেখানে”।। এটা আমি শুধুমাত্র সিম্ফনি ডবলুই ৬৮ এর জন্য লিখেছি, এবং আমার জ্ঞান ও এই পর্যন্তই ।। আমার নষ্ট হয়নাই, তাই আমার জানাও নেই যে এটা নষ্ট হতে পারে, কিন্তু ফোন ব্রিক করার পর যখন মানুসের আর কোন উপায় না থাকে তখন এটাই সর্বোৎকৃষ্ট।। ধন্যবাদ আপনাদের কমেন্ট এর জন্য।।

Level 0

Custom Rom e bangla elomelo ashse. Er kono solution ase?
ami stock rom e abar jete chassi na. Bangla thikvabe pora jabr kivabe janaben please.

Level 0

Bhai, imei error -er solution ki?
Set-er orginal firmware dile(flash) ki kaj hobe?

Level 0

ভাই আমি w68 এ Internet use korte chai kintu modem er driver nai tai partesi na jodi ektu help korten khub upokar hoto….

IMEI এ কোন প্রব্লেম পাইলাম নাহ।। সব ঠিকঠাক ই আছে।।
আর SYMPHONY W68 এর নেট PC তে USE করতে কোন DRIVER লাগে নাহ।।Settings>more>tethering & portable hotspot>USB tethering.. ব্যাস কাজ শেষ।।

android set a imei number change korar kono way ache naki root korle hoye jabe ektu janaben. thnxx

Level 0

dead set flash hobe ki?

Level 0

এইভাবে কি যেকোন কাস্টম রম ফ্লাস করা যাবে? প্লিজ রিপ্লাই দিবেন………..

ভাই আমি “symphony w30” ব্যবহার করি। আমি sp flash tool দিয়ে আমার ফোন কয়েকবার ফ্ল্যাশ দিয়েছি এবং সফলও হয়েছি। কিন্তু কয়েকদিন আগে sp flash tool দিয়ে ফ্ল্যাশ করার সময় ভুল করে format অপশনে ক্লিক করি। পুরো ফরম্যাট হওয়ার পর আমি ডাটাক্যাবল খুলে সেট অন করতে যেয়ে দেখি সেট আর অন হয় না।তারপর আমি সেট টি চার্জআর এ কানেক্ট করি কিন্তু ফোনের লাইট ও আসে না।এখন আমার ফোন পুরা ডেড। এখন আমি কি করবো একটু সাহায্য করেন প্লিজ

Thanks for sharing.

ভাই অনেক উপকারে আসল। আমার ৪৫০ টাকা বাঁচিয়ায়ে দিলেন এবং অনেক কিচ্ছু সিখালেন।

many many thanks.

সুন্দর হইছে টিউনটি, ধন্যবাদ। খুবই হেল্পফুল টিউন। জাস্ট একটা বিষয় জানার ছিল, স্টক রম কোথায় পাওয়া যায়? আপনার স্টক রমটার সাইজ কম দেখলাম, কিন্তু অনেক যায়গায় বেশি থাকে ৫০০+ মেগাবাইট থাকে। কারন কি? একদম ফোনের সাথে যে স্টক রমটা থাকে ওটা কোয়ায় পাওয়া যাবে?

আর যদি পারেন, তাহলে একটি টিউন কইরেন, ‘কি করে কাষ্টম রম তৈরি করতে হয়’। প্লিজ… !!

ধন্যবাদ।

আচ্ছা, Download বাটন এ ক্লিক করার পর কি অনকে সময় লাগে কাজ শুরু হতে? আমার তো সার্চিং এসে বসে থাকে?

ধন্যবাদ ভাই এত সুন্দর টিউন করার জন্য

সার্চিং এসে বসে থাকে……