বাড়িয়ে নিন আপনার Android ফোনের RAM.

আশা করি সবাই খুব ভালো আছেন। কি অবাক হলেন??? অবাক হওয়ার কিছুই নেই। Virtual জগতে সবই সম্ভব।  আপনি খুব সহজেই আপনার এন্ড্রয়েড এর RAM বাড়াতে পারবেন শুধু মাত্র দুইটি সফটওয়্যার দিয়েই।

প্রথমে জেনে নিন আপনার ফোন এর RAM কেন বাড়াবেন? RAM যত বেশি হয় ফোন তত দ্রুত গতিতে কাজ করতে পারে। RAM বেশি থাকলে খেলতে পারবেন দারুণ সব বড় বড় HD গেমস। কথা না বাড়িয়ে কাজে চলে আসি। RAM বাড়াতে আপনার যা যা লাগবে :

প্রথমত, 1 টা Class 8 / 10 Micro SD Card (নুন্যতম 8MBPS স্পীড থাকতে হবে),

দ্বিতীয়ত, 2 টা Apps (Busy Box Pro apps এবং Ram Expender).

RAM বাড়াতে হলে আপনার ফোনটি অবশ্যই Root করে নিতে হবে। ফোন কিভাবে রুট করতে হয় তা জানতে আমার পূর্বের টিউনটি দেখুন।

টিউনটি দেখতে  এখানে ক্লিক করুন।

তবে চলুন এবার দেখি কিভাবে কাজ করবেন।

ধাপ 1 . ১ম এ “Busy Box Pro” app টা ডাউনলোড করে আপনার সেটে ইন্সটল করুন।

“Busy Box Pro” ডাউনলোড করতে  এখানে ক্লিক করুন।

তারপর app  টি ওপেন করুন। ওপেন হবার পর নিচের মত দেখতে পাবেন।

ধাপ 2.  Install লেখা অপশন এ টাচ করে ক্লিক করুন। Install Type এ Normal Install ক্লিক করুন। Super User permission চাইলে Grant /Accept করুন। Installকরা শেষ হলে বের হয়ে যান।

ধাপ  3. এখন আপনাকে “Ram Expander” app টা নিয়ে কাজ করতে হবে।

"Ram Expander" ডাউনলোড করতে   এখানে ক্লিক করুন।

ডাউনলোড করার পর ইন্সটল করে ওপেন করুন। Super User permission চাইলে Grant / Accept করুন।

ধাপ  4.  এখন  “Swap File” লেখা অপশনে ক্লিক করুন। Swap File তৈরির আগে app টির Settings এর “ SD CARD Director” তে গিয়ে Swap File কোথায় তৈরি হবে তা নির্ধারন করে দিতে পারেন, না করলে app নিজেই Directory তৈরি করে নিবে সয়ংক্রিয় ভাবে।

ধাপ  5.  Swap File এ ক্লিক করলে একটা বক্স আসবে এখানে কত mb RAM বাড়াতে চান তা লিখুন। আপনার সেটে যা RAM দেয়া আছে তার সমান হলে ভাল হয়, খুব বেশি হলে দ্বিগুন করতে পারেন কিন্তু তার বেশি করবেন না। যদি আপনার সেটের RAM 512mb হয় তাহলে আপনি 512 mb / 1GB RAM বাড়াতে পারবেন।

আপনার মেমোরি কার্ড যদি 4 জিবি হয় তবে সর্বচ্চ 512 আর 8 জিবি হলে সর্বচ্চ 850 সোয়াপ সাইজ সিলেক্ট করে সোয়াপ একটিভ এনাবেল করে দিন।

ধাপ  6.  "Swappiness" লেখার উপর ক্লিক করলে যে বক্স আসবে সেখানে 50 লিখুন। আপনি 0 থেকে 100 যেকোন মান ব্যবহার করতে পারেন। 0 দিলে মেমরি কার্ড RAM হিসাবে ব্যবহার হবে না। মান যত বাড়াবেন RAM তত বেশি বাড়বে। আমি 50 বা ডিফল্ট দিয়ে ব্যবহার করছি।

ধাপ  7. MinFreeKB লেখায় ক্লিক করে যে বক্স আসবে সেখানে 1-20 যা ইচ্ছা দিন, 20 এর বেশি দিলে সেট মাঝে মাঝে স্লো হয়ে যেতে পারে। এটি কখনও আসতে পারে, আবার নাও পারে।

ধাপ  8. এবার এপসটির উপরে "Swap active" লেখায় টিক দিলে Swap File Create করা শুরু হবে। এই সময়ে অন্য কোন কাজ করবেন না। এ সোয়াপ ফাইল তৈরি হলে আপনার RAM বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত RAM হিসেবে আপনার এন্ড্রয়েড ঐ সোয়াপ ফাইলকে ব্যবহার করবে।

ধাপ  9. কাজ শেষ হলে SD Card এর স্পিড দেখাবে। এবার app টি Close করে বের হয়ে যান। এখন "Notify Icon" ও "Autorun" অপশন 2 টায় টিক দিয়ে দিন। এইতো আপনার সব কাজ শেষ।

App টির নিচের দিকে গ্রাফ আকারে RAM এর Status দেখাবে। আপনার সেটের অরিজিনাল RAM কত আর কতটুকু খালি আছে, Swap RAM কত আর কতটুকু খালি আছে আলাদা আলাদা ভাবে দেখতে পাবেন এখানে। সবশেষে দেখতে পাবেন মোট RAM কত আর কতটুকুই বা খালি আছে।

সতর্কতা  :

1. Class 8 / 10 Memory Card ছাড়া RAM বাড়ানো যাবে না, আপনি যদি বাড়ানও তাতে কোন উপকার হবে না।

2. সোয়াপ রান করা অবস্থায় কোন ভাবে মেমরি কার্ড রিমুভ করবেন না।

3. মেমরি কার্ড এ যে সোয়াপ ফাইল তৈরি হবে তা অবশ্যই ডিলিট করবেন না।

4. সেট ডাটা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলে Swap RAM বন্ধ হয়ে যাবে, তাই প্রতিবার পিসি থেকে সেট ডিসকানেকট করার পর app টিতে ঢুকে Swap active লেখায় টিক দিয়ে Swap RAM চালু করে নিতে হবে।

5. এটি খুব সহজ এবং নিরাপদ প্রক্রিয়া। তারপরও আপনার এন্ড্রয়েড এর কোন সমস্যা হলে তার দায়িত্ব শুধুই আপনার।

আমার পরবর্তী টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে Android ফোন এ ROM ব্যাকআপ এবং Restore করতে হয়। ততদিন

পর্যন্ত ভালো থাকবেন।

বি:দ্র  ঃ

এই টিউন টি  আপনার কোন কাজে লাগলে আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলুন নিচের টিউমেন্ট বিভাগে। আর আমি তো ফেসবুক এ  আছই।

এ ছাড়া বিভিন্ন প্রয়োজনীয় software download ও review দেখার জন্য Visit করতে পারেন আমাদের ব্লগ। ধন্যবাদ।

Level 0

আমি wasik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই। এতো সুন্দর একটি টিউন উপহার দেওয়ার জন্য

    Level 0

    @অদৃশ্য মানব: আপনাকেও অনেক ধন্যবাদ।

পরবর্তি টিউনের অপেক্ষায় রইলাম

    Level 0

    @অদৃশ্য মানব: আবারও অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ wasik ভাই Android এর সম্পর্কে অনেক কিছু জানলাম আর আপনি অতি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন @ আর ভাল টিউন চাই Android এর সম্পর্কে।

    Level 0

    @হোছাইন আহম্মদ: @হোছাইন আহম্মদ: ইনশাল্লাহ।

Level 0

প্রথমত, 1 টা Class 8 / 10 Micro SD Card (নুন্যতম 8MBPS স্পীড থাকতে হবে)
Ata k?i er mane boj lam na

    Level 0

    @Sharifhsm: 2,4,6,8,10 গুলো দিয়ে মেমোরি কার্ড এর মান বোঝানো হয়, যার মান যত বেশি তার performane তত ভালো হবে। আর স্পীড তো বোঝার কথা, 8MBPS মানে ঐ মেমোরি কার্ড প্রতি সেকেন্ড এ 8 mb করে ডাটা receive করতে পারে। ধন্যবাদ।

Level 0

@Tahmid Hasan: ধন্যবাদ।

Level 0

via amr extarnal memory nai.Tobe Internal memory ac 5.65 GB cholbe

    Level 0

    @Sharifhsm: না, আপনার অবশ্যই extarnal memory থাকতে হবে, এবং যাকে Class 8 / 10 হতে হবে (নুন্যতম 8MBPS স্পীড থাকতে হবে)। ধন্যবাদ।

vi ami twinmoss 8gb memory card use kori ate kamon speed ase.

    Level 0

    @Raselkhulna: twinmoss 8gb memory card এর class হল 4. এর স্পীড হাই।

এই পদ্ধতি অনুশরন করলে কি আমি বড় বড় সফটওয়্যার ইন্সটল করতে পারবো??
বিঃদ্রঃ আমার ফোনের ইন্টারনাল মেমরি ১০০ এমবি আর র‍্যাম ২৫৬ এর মত। খুব বেশি অ্যাপ ব্যাবহার করতে পারি না, কারন নট এনাফ মেমোরি শো করে। র‍্যাম বাড়ালে কি সমস্যার সমাধান হবে????

    Level 0

    @নেটিজেন।: এই সফটওয়্যার টা আপনার মেমোরি কার্ডের স্পেস কে RAM হিসেবে ইউস করে, যার কারনে আপনার ফোনে আগের থেকে আরও ফাস্ট হয়, যা বড় বড় গেম খেলতে সাহায্য করে। এর বেশি কিছু না। ধন্যবাদ।

Level 0

vai, amar memory 16 gb khali ase 3.5 gb phone er ram 1 gp ami koto barate parbo?

    Level 0

    @sundorban: আপনার extarnal মেমোরি তে যদি 3.5 gb স্পেস খালি থাকে এবং আপনার RAM যদি 1gb হয় তাহলে আপনি সরবচ্চ 1 gb RAM বাড়াতে পারবেন, তবে 512 mb বাড়ানই উত্তম। ধন্যবাদ।

ভাই আমার memory 16 gb class 10, ram 512 mb, আমি কত টুকু বারাতে পারব?

Bro Card er class check kore kivabe???

memory er upor dekhen likha ace, 4/8/10 atai class

ram expander open korle inter net connection chay…..?

    Level 0

    @শুভ্র আকাশ: ইন্টারনেট connection দিয়ে দেখেন, কাজ হওয়ার কথা। ধন্যবাদ।

kub sundor hyse vaiya apnar tune ta ame ekti external memory card kinbo kintu ame kinte giye bujbo kivabe j er class koto? class ta ki memory card er gaya likha thake na thakle kivabe janbo ektu janale upokrito hobo

    @Raihan Mostafa: ha likha tobe,kinar somoy jachay kore kinben, ami same barnd er 2 ta class 10 er memory kinecelam 1tay 10mb/s a data trnsfer hoy onno tay 4-5 mb/s hoy..

Level 0

Vai class 4 memory card dia ki hobe,,,,,???

Level 0

ভাই আমার ক্লাস 4 মেমোরি কার্ড। আমাটা দিয়ে কি হবে,,,,,???

Level 0

ভাই আমার ক্লাস 4 মেমোরি কার্ড। আমারটা দিয়ে কি হবে,,,,,???

    Level 0

    @eng_aual: হা, হবে ভাই। ধন্যবাদ।

Level 2

ভাই মোবাইল রুট করলে সেভ করা এ্যাপস কি থাকবে?

    Level 0

    @Nil Dukkho: থাকবে ভাই, কোন সমস্যা হবে না। ধন্যবাদ।

Mama…ami to app ti namiasi but bivinno step a app download korte bolsa…..ami ki korbo???? Last step a failed

    Level 0

    @ডিজিটাল ফকির: এ রকম তো হওয়ার কথা না। আমি dropbox এর লিঙ্ক দিয়েছি। ঐ খানে তো এরকম হয় না…।।

Level 0

মেমোরি কার্ড এর ক্লাস কোনটা বেশী ভাল…?? ৪ নাকি ১০ ???

Level 0

মেমোরি কার্ড এর ক্লাস কোনটা বেশী ভাল…?? ৪ নাকি ১০ ???

Asole hoisa ki am app ta namaia install koresi.open korla bivinno app ar advertisements dissa r download korte bolse…but ami kono vabai app ar mul kajer moddhe jate parsina…vai amar tab o root kora asa…..but ami to app open korle step 1 step 2 etc dakhai.r proti steep a app ar advertisements asa….ki korbo

    @ডিজিটাল ফকির: bhi ra ai same khani amar o plz koy help us ….ram expender ta install kortapartasi na add ar jontronai

Level 3

মেমোরি কার্ডের স্পেস কে RAM হিসেবে ইউস হল কিনা কিভাবে বুজব

@wasik আমার ওয়াল্টন এক্স ২ তে এক্সারটাল মেমরি লাগানোর সিস্টেম নাই , ইন্টারনাল ৩২ জিবি , এটাতে কি হবে ?

Level 3

রুট অবস্থায় “Ram Expander” এটা কি বার বার ইনস্টল দেওয়া যাবে?

Vai amar solution ta pale khushi hotam

    @ডিজিটাল ফকির: Bhi fokir akta solution aimatro paisi ai site duka http://forum.xda-developers.com/showthread.php?t=2190753 addaway ta install kora ni dekben r add asba na 6 step a chola jaban but last a akta bejal lagaisa 23 mb akta christmas cookie clicker DL korta koy aita akta bejal dekhi ki hoy DL kortasi bhi hola janabo tnx

As my idea, kernel support na thakle RAM expand kora jabe na.

Vai amar tay swap file active hocce na.