রুট করুন আপনার Walton এবং symphony smart phone এর সকল মডেল (android 2.3-4.2)

আসসালামুওয়ালাইকুম । প্রথমেই আল্লাহর নামে শুরু করছি । আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন । অনেক দিন পর TT তে টিউন লিখছি। রুট নিয়ে অনেক টিউন আছে কেউ কেউ উপকৃত হয়েছেন কারো আবার পশ্চাৎদেহের গহিন ছৃদ্রে গেছে আছোলা বাঁশ। তাই যে রুলে করবেন বেকআপ নিয়ে তার পর করেন। আসলে রুট কী? মোবাইল রুট করলে কি কি সুবিধা পাওয়া যায়? এসব প্রশ্নের সহজ উত্তর----

রুট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর
বা প্রশাসক ,একটি পারমিশন বা অনুমতি। এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন।

অনেকই Walton এবং symphony smart phone use করেন। অনেকেই রুট করতে চান কিভাবে রুট করতে হয় জানেন না। আজকের টিউনটি তাদের জন্যই । তো চলুন রুট টিউটোরিয়াল শুরু করি ।
প্রথমে আপনার ফোনের স্টক রমের বেকআপ নিয়ে নিন । or ফোনের frimware মডেল অনুজাই নামিয়ে নিন।
1st Method .....প্রথমে Bin4ry-v22.1 Download এই লিংক থেকে ডাউনলোড করে নিন.
আপনার ফোনের settings এ যান ।

এখন Developer options এ যান ।

USB debugging enable করুন । আবর settings থেকে security > unknown sources এ টিক থাকলে তুলে দিন ।

এখন আপনার ফোনটি USB cable দিয়ে PCর সাথে connect করুন ।

এখন উপরের notification bar থেকে Connected as USB Storage এ টেপ করুন।

এখানে USB storage এ টিক দেয়া থাকে । এটা তুলে Media device এ টিক দিন ।আর usb driver pc or laptop a full show না করলে download use drive
এখন Bin4ry -v22.1.zip ফাইলটা Extract করুন এবং RunMe.bat নামের ফাইল টা open করুন ।

ফাইলটা open হলে নিচের চিত্রের মত কাজ করতে থাকুন ।

ফাইলটি open হলে Make a choice: লেখাটায় কোন সংখ্যা থাকবে না । এখানে 1 চাপতে হবে এবং enter দিবেন । আর আপনার ফোনের ডান দিকে নিচে Restore বাটন দেখবেন । Restore বাটনে চাপুন । তাহলে নিচের চিত্রের মত দেখা যাবে ।

Restore হলে একটু সময় দিন

এবার Press any key to continue... লেখা আসলে enter বা যেকোন key তে চাপ দিন।এই পর্যন্ত আসতে আপনার ফোনটি ২,৩ বার restart নিবে । Ok! আপনার ফোনটি রুট হয়ে গেছে । আপনার ফোন যে রুট হয়েছে কিভাবে বুঝবেন ?

আপনি দেখবেন আপনার ফোনে SuperSU নামে একটা app যোগ হয়েছে ।

2nd Method only walton F1,G1,R1 and Symphony Explorer W60
প্রথমে এটি downloadকরুন।
একই ভাবে Developer options>USB debugging
than download করা file extract করুন এবং TPSparkyRoot.bat নামের ফাইল টা open করুন এবং নিচের চিত্রের মত অনুসরন করুন

এবার Press any key to continue... লেখা আসলে enter. Now use and enjoy

3rd Method just 5min প্রথমে এটিdownlod only 22mb করুন
এর পর downlod file টা pc or laptop এ instel করুন। instel হয়ে গেলে এটি 2click করে open করুন ।

তারপর......settings থেকে security > unknown sources এ টিক থাকলে তুলে দিন ।
Settings>Developer option>USB debugging করার সাথে Kingo Android ROOT soft টা আপনার mobile এর system ভেরিফাই করে ROOT option দিবে ROOT এ click করলে ব্যাস হয়ে গেল।

সবাইকে ধন্যবাদ

Level 0

আমি দুরবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেকে তো অনেক টিউন করেছেন কিন্তুু আমি কয়েক মাস যাবত অনেক চেষ্টা করে আমার সমস্যার সমাধান পাইনি। সমস্যা হলো আমি সিম্ফনি w65 মডেলের ফোন ব্যবহার করি। আমি এ ফোনের সবকিছু ব্যাকআপ রেখেছি। stock recovery আছে কিন্তুু cwm recovery পাইনি। অনেক চেষ্টার পরেও কোনো কাজ হয়নি। আমি গুগলে সার্চ দিয়ে যত ম্যাথড পেয়েছি সব ট্রাই করেছি কিন্তুু কোন ফল পাইনি। মেথড গুলো হলো
১। mtk droid tools method
২। online recovery builder
এখন আপনার কাছে আমার অনুরোধ, আপনি যেহেতু রুট করা নিয়ে টিউন করেছেন একটু হেল্প করেন প্লিজ। আমি টিউন করতে পারছি না। আমার প্রোফাইল থেকে টিউন করার সিস্টেম হাইড হয়ে গেছে। প্লিজ আমার হয়ে আপনি যদি একটু টিউন করতেন তাহলে খুব উপকৃত হতাম। আর আমি w65 cwm recovery কোথায় পেতে পারি একটু হেল্প করেন প্লিজ।

    Level 0

    @”>sajibs Bhai, ei line-e professional na hohe kacher servivce centere contact koren, Bivinno box/ software( Normally kite hoi) easily root kora jai.

Level 0

রুট করা আছে

Level 0

ভাই যদি সম্ভব হয় তাহলে হেল্প চেয়ে টিউন করেন প্লিজ। যদি কেউ কোন সমাধান দিতে পারে।

Level 0

notification bar থেকে Connected as
USB Storage এ টেপ করুন।
এখানে USB storage এ টিক দেয়া থাকে এই অপশন টা ফোনে তো পাই না। আর আমি কোন স্টেপ ফলো করলে রুট ভাল ভাবে করতে পারব???????? আর আমার ফোনের ফার্মওয়ার কথায় পাবো???????????? আমার ফোনের মডেল Walton promo d1. u can also connect with me by using mail. my mail I’d —— [email protected]

আপনাকে ধন্যবাদ। 6 মাস পরে করব।

via ami micromax a25 phone use kori ami phone root korche amr phone a kingsuper name akta new apps add hoycha amer phone ki root hoycha.

    @Ahmedshajal: ভাই আমি Kingo Android ROOT software নামে একটা root software দিয়েছি এটা দিয়ে backup নিতে পারবেন এবং যে কোন android phone root করতে পারবেন।

Level 0

রুট প্রসেস জানিয়ের দেওয়ার জন্য ধন্যবাদ।

@sajib4s:
cwm toh mtk droid tool diye nijei banano zay….
btw root korchen kon process e???? :/

@sajibs ভাই আপনি তো Boos (google)এর কাছে help চাইছেন সে যখন আপনাকে সন্তশ করতে পারেনাই আমি বাছুর কি help করবো ? তবে যদি ফ্লাস software এর ব্যবহার যানা থাকে থাহলে https://drive.google.com/uc?id=0B-9tyB-auwzhMjlwbDZxbUJkZ1U থেকে W32 এর stock rom বা firmware নামিয়ে try করতে পারেন আর হা W65 and W32 same. আর সবার উদ্দেশে বলতে চাই root করে কেউ কোন file delete করবেন না আপনি hide or freeze করেন no plb । আর যদি শ্রতের সাগরে ভাসতে চান তাহলে backup নিয়ে ঝাপ দেন ।

via ami root korche kinguser nama new apps add hoycha. Custom rom dibo kivabe, ami micromax a25 phn use kori r ha age amr recovery mod asto but akn r ase na ki kori bolen to viara.

    @Ahmedshajal: প্রথমে http://d-h.st/D1k SP flash tool download করুন তারপর http://d-h.st/1PZ Clockworkmod custom recovery download করুন। এবার Flash_tool.exe instel করুনএবং Run করুন এখন scatter loadding এ CWMR_6003_A25.zip file extracted করুন হয়ে গেলে উপরে দেখেন option ase “Options” –> “DA Download All”–> Click on “Disable DA Download All”. DA Download All উপরে click করলেই Disable হয়ে যাবে Now, you are ready to flash recovery…এবার phone off করুন এবং কিছু সময় battery খুলে রাখুন না খুললেও হবে এখন attach usb cable to phone. phone কিন্তু on করবেন না Now, Click “Download” in SPFlashTool. wait করুন হয়ে গেলে একটা dialog box আসবে green circle এ এখন SPFlashTool close করুন এবং Disconnect usb. এখন (Volume Up + Home + Power)এক সাথে চাপুন আপনাকে একটা মেনু দেখাবে Your CWMR is flashed and now you are good to go :-).

      Level 0

      @শেখ আরফিন সোহাগ: @শেখ আরফিন সোহাগ: “এখন scatter loadding এ CWMR_6003_A25.zip file extracted করুন”
      এটা কিভাবে করবো ভাই ? পারছি না । এরর আসে ।

        @shajib5: scatter loadding এ CWMR_6003_A25.zip file extracted করুন একটু clear করে দি…CWMR_6003_A25.zip fileটা extracted করার পর যে folder পাবেন সেটি scatter loadding এ দিবেন zip থাকা অবস্থায় দিলে তো support করবে না। আসা করি এবার পারবেন। 😀

          Level 0

          @দুরবিন: vai, apnar email id ta den, please. apnake bistarito janabo.

Brother, symphony explorer W125 er jonno kon method apply korbo???

    @Abdul Hannan: ৩য় টা সকল আ্যনড্রয়েড কাজ করবে নেট on থাকলে Kingo Android ROOT software একা একা back up nibe আপনি usb connect করলে বুঝতে সহজ হবে।

Level 0

Thanks…….

ধন্যবাদ, আপনার পোস্টটি পড়ে বুঝার আর কোন অবকাশ নাই নিশ্চই আপনি অভিগ্য। আমি একজন নতুন এন্ড্রয়েড ইউজার, আমার সেটটি সেম্ফনি W60, ফোন সম্পর্কে ভালো না জেনে কিনেছি এখন দেখি আমার সেটটিতে অনেক গুলি সুবিধা থেকে বঞ্চিত, যেমন থ্রিজি তো নাই-ই জিপিএস সুবিধা পাছ্ছিনা, কোন প্রকার ভিডিও কলও করতে পাড়িনাই অথচ বর্তমানে এর থেকে অনেক কমদামে উপরন্ত সকল সুবিধা সহ আরো বাড়তি অনেক কিছুই পওয়া যাচ্ছে আমি কি সেটটি নিয়ে ঠগলাম নাকি? যদি অন্যকোন উপায়ে জিপিএস, ভিডিও কলসহ আরও কোন বারতি সুবিধা পাওয়া যায় পরামশ্য দিয়ে উপকৃত করবেন ধন্যবাদ।

    @Enamul haque Babu: ভাই আমি versity তে যখন ভর্তি হই nokia E5 কিনি ২০১০ সালে সেটে 3G আছে but sim এ নাই সখ করে কিনছিলাম এখন walton N1 use করি । সখ করে কিনসেন ঠকবেন কেন 3G নাই তো কি হইছে skype দিয়ে video call দিবেন wechat আছে কম data খরচ করে video কথা বলতে পারবেন। আপনি হয়তো যেনে থাকবেন 3G network on থাকলে charge খুব দ্রুত শেষ হয়ে যায় হোক mobile root করা। বাজারে new new mobile আসবে new configaretion নিয়ে এটাই সাভাবিক কল্পনা করা যায় mobile এ 4GB ram S5 আনতাসে অনেক laptop এও 4GB RAM নাই। soo মন খারাপ না করে set কতটা fast কাজ করছে এটা লক্ষ করেন।
    ধন্যবাদ।

4th method(easiest one)
1 Download framaroot and install it.. ( http://forum.xda-developers.com/attachment.php?attachmentid=2482822&d=1388384329 )
2 open the app and select superuser or supersu
3 Select “Boromir”
now ur phn is rooted in 3 sec..

Level 0

ভাই আমি symphony w15 ফোন ব্যবহার করি আপনার উপরক্ত কোন পদ্ধতি আমার জন্য একটু যানাবেন দয়া করে

    @afkmamun1: ৩য় পদ্ধতি সকল android version এর জন্য।এবং কেউ বলেনাই য়ে root হয়নি। ইনসাআল্লাহ আপনারও root হবে।

Level 0

ভাই w32 এর cwm রিকভারী link দেন প্লিজ। আপনি যে লিঙ্ক দিয়েছেন সেখানে তো স্টক রিকভারী আছে। আমি কাষ্টম রিকভারী চাচ্ছি। এডভান্স ইউজ এর জন্য।

    @sajib4s: ভাই আমিতো প্রথমে বলেছি Boos (google)এর কাছে help চাইছেন সে যখন আপনাকে সন্তশ করতে পারেনাই আমি বাছুর কি help করবো ? আর আমার সল্প বিদ্যায় যতটুকু জানি সকল mobile এর model ওনুয়ায়ী costom room apk developer রা তৈরী করেনা।লক্ষ করে দেখবেন samsung এর প্রায় সব model এর cwm নাই যেগুলো একটু speacial সেগুলোর আছে। আপনি যদি 4.1 থাকেন 4.2 এর rom setup করে 4.2 এর look দিতে পারবেন আর কিছু না। 1.5ghz 2ghz হবেনা 512ram 1GB হবেনা। settings and look change হবে।

Level 0

ভাই আমার একটা স্টার টেল এর ট্যাব আছে ট্যাবে দুইটা ইন্ট্রানাল মেমরি দেখায় এক্টা ০০আর ওন্যটা ১,৩৭জিবি মানে এসডি কার্ড । আমি যদি কোন aps ইন্সটল দেই ট্যাব যতখন বালু থাকে ততখন apps চালু থাকে এটা কি stock rom বা firmware এর জন্য হছে এক্টু সাহায্য করেন

Level 0

কেউ কি বলতে পারেন আমি আমার Sony Xperia ZR(jelly been 4.3)টি তে কিভাবে সহজ উপায়ে root করব? please somebody help me!!!

    @Robin: ভাই Kingo Android ROOT এটা দিয়ে করা য়াবে 100% sure.

      ধন্যবাদ, সু-দৃস্টি ও সু-পরামশ্য দেয়ার জন্যে।

Level 0

very very thanks @ দুরবিন

    @Robin: আপনাকেও ধন্যবাদ। 😀 😀 😀

Level 0

Via ami ki KINGO ANDROID ROOT die htc my touch 4g slide root korte parbo? Ar bangla font ki super su thekei install korte parbo naki custom rom install korte hobe?

    @Nazmulbd: ভাই HTC mobile sure বলতে পারবোনা। আর superuser হলো একটা পারমিসন আর কিছুনা advance lebel কাজ করতে custom rom use করতে হবে। আপনার mobile কনফিগার যদি android 2.3- jelly bean এবং MTK 6589 এর ভিতর থাকে KINGO ANDROID ROOT দিয়ে Root করতে পারবেন। ধন্যবাদ। 😀 😀 😀

Level 0

@দুরবিন:VI apnakeu dhonnobad. Amar android 2.3.4 but mtk kothai pabo?

Vai…shob korlam…But W30 te W32 er Stock ROM…jeta apni dilen…sheta dibo? kono prob howar kotha na? W30 to android 2.3

R vol key + Home + Power diye open korar kor stock ROM kivabe dei?

Level 2

vai ami w90 use kori amar phone root kora . new font install korte geya phone reboot neyar por R on hosse na sudhu symphony uthe bose ase screen a . plz help me………

    @RAIHAN: vai apni apnar phoner frimware flash den thik hoye jabe 😀

Level 0

thanks vai amar W71 3rd soft dia amar ta root kora jabe ?

    @Saiful71: vai jodi android 2.3- 4.3 vitore thake apni korte parben and sure root hobe 😀

Level 0

@দুরবিন ভাই “ব্যাক আপ” এর বিষয়টা বুঝতে পারি নাই। একটু ভাল করে এই বিষয়টি বললে ভাল হয়। ৩য় পদ্ধতিতে Symphony w72 রুট করতে চাচ্ছি।

    @Aslam: apnar pc te jodi net connect thake kingoo chalu korar sathe sathe see aka aka back up nibe ar apni chaile backup sarao root korte parben bt ami bolbo backup niya valo 😀 😀 😀

Vi amar Micromax A27–2.3 gingerbread ki root hobe???

ar hole kon method try korbo???

PLZ Tell me the way,how to make custom ROM @ my Xplorer W100!!!

অনেক অনেক ধন্যবাদ ভাই্‌ symphony w71i root করলাম…