Android ফোন Access করুন Computer থেকে (ক্যাবল ছাড়া)!

আগের টিউনে দেখিয়েছিলাম কিভাবে Android ফোন ‍দিয়ে PC Access করা যায় । এবার দেখাব Virtual Network Computing (VNC ) এর মাধ্যমে  কিভাবে Computer দিয়ে Android ফোনকে Access করা যায়। তো শুরু করা যাক-

Mobile:

  • ❉ আপনার Android ফোনটি অবশ্যই ROOTED হতে হবে।
  • ❂ VNC Server (droid VNC server) Download করে আপনার Mobile এ Install করে নিন।
    Download from GooglePlay

    Download from Dropbox
  • ❂ আপনার মোবাইল কে PC এর সাথ Wi-Fi দ্বারা কানেক্ট করুন (মোবাইলে Portable Hotspot তৈরি করে অথবা PCতে Hotspot তৈরি করে)।
  • ❂ droid VNC server ওপেন করে Start করুন, একটি IP address পেয়ে যাবেন।

    VNC Server

Computer:

  • ❂ PC এর জন্য এখান থেকে VNC Server (RealVNC) এবং এখান থেকে Activation key  ডাউনলোড করে নিন।
  • ❂ ইন্সটল শেষে key দিয়ে অ্যাকটিভ করে নিন।
  • ❂ VNC Viewer Open করে IP address দিয়ে Connect করুন।

    VNC Viewer
  • ❂ এবং উপভোগ করুন।
    VNC Viewer

    ধন্যবাদ সকলকে। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।

Level 0

আমি আবু সালেহ শেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

kaje lagbe thanks

এটা দেখুন তো কেমন। https://www.techtunes.io/android-apps/tune-id/236032

    @মুকুট: AirDroidও দারুন একটা অ্যাপ। যদিও VNCএর মত সরাসরি PC থেকে নিয়ন্ত্রন করা যায় না।

আপনার স্ক্রিনশট দেওয়া মোবাইলের Launcher টার নাম কি?

Level 0

Good, Also you can try Airdroid its too Greet

Level 0

আমার পিসিতে হয়েছে কিন্তু মোবাইলের স্কিন টা উল্টো আসছে এর কোন সমাধান আছে কি?