আসছে দুই পর্দার Grippity Transparent Tablet


বাজারে আসছে দুই পাশেই পর্দাযুক্ত ট্যাবলেট Grippity Transparent Tablet। ‘Grippity’ নামের এ ট্যাবলেট দুই পাশেই ব্যবহার করা যাবে। ট্যাবলেটটি খুব শিগগির বাজারে আসবে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। এটিই হবে প্রথম দুই পর্দার ট্যাবলেট। দুই পাশেই মাল্টি-টাচ সুবিধার এ ট্যাবলেটে থাকছে এ৮ প্রসেসর, চার গিগাবাইট স্পেস। অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন ওএস'এ ট্যাবলেটটিতে ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি সুবিধাও থাকছে। আর নতুন প্রযুক্তি সুবিধা হিসেবে এতে যুক্ত হচ্ছে রিমোট কন্ট্রোল সুবিধা।

গ্রিফটির নির্মাতা জ্যাকব ইচবিউম বলেন,

Grippity is a totally new way of looking at input – A transparent, dual sided multi-touch display that enables you to lean back in your most comfortable chair (or even stand or lie down) and use ALL TEN fingers, while keeping your palms at a neutral ergonomic posture. It also enables you to accurately touch (the back of) small menu items and buttons on websites and software that were originally designed for desktops. As Grippity is running Android, you can download or develop apps for your specific needs.

এই ট্যাবলেটটি তৈরি করতে যে সব কম্পোনেন্ট বাবহারিত হয়েছে:

1 . Li-io Battery
2 . Android Tablet Board
3 . Transparent display and capacitive touch
4 . Charging cradle
5 . Front Cover
6 . Capacitive multi touch panel USB interface
7 . Main frame
8 . Back finger’s lighting LED

Grippity-making

দুই পাশের স্পর্শকাতর সুবিধা কি-বোর্ড পর্দায় এটি ব্যবহার করা যাবে ১০ আঙুল। অর্থাৎ চাইলে ১০ আঙুলেই ব্যবহার করা যাবে ট্যাবলেটটি। একই সুবিধা ইতিমধ্যে স্যামসাং প্যাটেন্টও করে নিয়েছে। চলতি বছরের অক্টোবরের মধ্যেই এ ট্যাবলেট বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে। এর দাম পড়তে পারে ২৩৫ ডলার।

দেখে নেওয়া যাক Grippity Transparent Tablet এর সম্পূর্ণ specification
এই পোস্টটি পূর্বআমারড্রয়েডেপ্রকাশিত হয়েছে ।

Level 2

আমি দীপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস