স্মার্টফোনে দ্রুত ফাইল আদান – প্রদান করুন:

আাসসলামু আলাইকুম, আশা করছি টিটির সদশ্যরা সবাই ভাল আছেন।
এটি আামার 2য় টিউন।

অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন ও অন্যান্য যন্ত্রে ছবি, চলচ্চিত্র, গানের ভিডিও এবং উচ্চ রেজুলেশনের গেম খেলার মজাই আলাদা। অনেক সময় এসব ফাইল আদান-প্রদানের প্রয়োজন হতে পারে। কিন্তু এসব ফাইল তারহীন ব্লুটুথের মাধ্যমে পাঠানো অনেক সময়সাপেক্ষ ব্যপার। তারহীন ওয়াই - ফাই নেটওয়ার্কে এখব ফাইল খুব সহজে এবং সর্বেোচ্চ গতিতে আদান-প্রদান করা যায় ।

এ কাজের জন্য প্রথমে স্মার্টফোনে ইএস ফাইল এক্সপ্লোরার গুগল প্লে-স্টোর থেকে নামিয়ে নিন। এরপর ইএস ফাইল এক্সপ্লোরার খুলুন। এবার ফাইল এক্সপ্লোরারের ওপরের বাম দিক থেকে First access এ ক্লিক করুন। তারপর Tools থেকে নেট ম্যনেজার এ ক্লিক করুন। এরপর create a hotspot network এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনার পোর্টেবল হটস্পট চালু হবে এবং একটি আইডি (ES_XXXX) এবং একটি পাসওয়ার্ড দেখাবে। এবার যে ফোনের সঙ্গে ফাইল আদান - প্রদান করবেন সেই ফোন থেকে ইএস ফাইল এক্সপ্লোরার খুলুন। তারপর আগের মত Net Manager থেকে Join এ Network নির্বাচন করুন। এবার নেটওয়ার্ক তালিকায় পূর্বের ফোনের যে আইডি দেখা যাবে তাতে ক্লিক করুন। পাসওয়ার্ড চাইলে পূর্বের ফোনের পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন। কানেক্টেড হয়ে গেলে যে ফাইল পাঠাতে চান তা নির্বাচন করে ইএস ফাইল এক্সপ্লোরারের সেন্ড অপশনে ক্লিক করুন। স্ক্যানিং হওয়ার পর আপনি প্রথম যন্ত্রটি খুঁজে পাবেন।

চাইলে ফোন গ্যালারি থেকে যেকোন মিডিয়া ফাইল নির্বাচন করে send by Lan দিয়ে ফইল পাঠাতে পারবেন। এবার ফোন নির্বাচন করে সেন্ড অপশনে ক্লিক করুন। এবার ফাইল রিসিভ request পাবেন, যে ফোল্ডারে সেভ করতে চান তা দেখিয়ে দিয়ে OK দিন। এখন দেখুন কত দ্রুত আপনার ফাইলটি পৌছে যাচ্ছে।

সবাই ভাল থাকবেন।

ফেসবুকে আমি:www.facebook.com/al.mamun5036459

Level 2

আমি Mamun Al Abdullah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

file transfer korta partacena.hosport laptop ar sata cannect hoisa but transfre korta partesena..