

বাক ক্রসহো নির্বিবাদী মানুষ। পিস্তলে তার হাত দারুণ চালু, ফাস্টগান, তার চেয়ে দ্রুত ড্র করতে পারে এমন মানুষ পশ্চিমে কমই আছে। সে গোলমাল এড়িয়ে চলে, কারো সাথেই সেধে লাগতে যায় না, পিস্তলবাজ হিসেবে নাম কেনার ইচ্ছে তার নেই। বরং তার সাথে আগবাড়িয়ে লাগতে এসে অনেকে এখন বুটহিলে ঘুমাচ্ছে। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সে এখন আউট-ল। অ্যারিজোনা থেকে কোনোমতে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে এক পাহাড়ী অঞ্চলে। রহস্যময় এই এলাকা এক প্রাচীন ও দুর্ধর্ষ বাহিনীর সাম্রাজ্য। আর তাদের সাথেই এবার লড়তে হবে তাকে। এমন এক কাহিনী নিয়েই গেমলফট তৈরি করেছে সিক্স গানস গেমটি।
#ওয়াইল্ড ফ্রন্টিয়ারঃ
এই মোডে অ্যারিজোনা ও অরিগন- এই দুই স্টেটে ঘুরে বেড়াতে হবে, মোকাবিলা করতে হবে আউট-ল, ভ্যাম্পায়ার আর রহস্যময় সব শত্রুদের।
#অ্যাক্সেপ্ট দ্য চ্যালেঞ্জঃ
এই মোডে আছে ৪০টি মিশন, আর প্রতিটি মিশনেই করতে হবে ভিন্ন ভিন্ন কাজ। কখনো করতে হবে রেসিং, কখনো তাড়া করতে হবে ডাকাতদের, কখনো মোকাবিলা করতে হবে শত্রুবাহিনীর।
#স্যাডল আপঃ
এই মোডে শত্রুদের খুঁজে খুঁজে বের করে মারতে হবে, আর নয়তো তারাই গেমারকে পরপারে পাঠিয়ে দেবে। বিভিন্ন ধরনের ঘোড়া ও অস্ত্রশস্ত্র আছে, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।



যেকোন অ্যান্ড্রয়েড গেমস এর জন্য ভিসিট করুন আমাদের সাইট
http://www.lycanbd.net- To Download All Android Games, Apps, Wallpapers, Rigntones etc
http://www.apkGiant.com- Cracked Android Games & Apps Apk
আমি Lycanbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
SixGuns v1.8.0 apk [14MB] এই টা নামালে symphony w68 খেলতে পারব?