আসুন এন্ড্রয়েড ফোনে USB HOST কেবল তৈ্রী করি কোন টাকা খরচ ছাড়াই আর পেন্ড্রাইভ কার্ড রিডার USE করি মনের আনন্দে

আসসালামু আলাইকুম।

বন্ধুরা সবাই কেমন আছেন?

আমি আপনাদের দোয়াই ভালোই আছি...

আজকে আমি আপনাদের দেখাবো এন্ড্রয়েড ফোনে কিভাবে USB HOST কেবল বানাতে হয়। তাও আবার ফ্রি......

এন্ড্রয়েড ফোনের USB HOST সিস্টেমটা একটি অসাধারন সিস্টেম।

USB HOST কেবল  এর মাধ্যমে আপনি পেন্ড্রাইভ , মেমরি কার্ড, যেকোন Removable Storage Devices ব্যাবহার করতে পারবেন।

বাজারে USB HOST কেবল কিনতে পাওয়া যাই, দাম ১৫০ থেকে শুরু ...

কিন্তু যদি আমরা বাড়িতেই বিনা টাকাই বানাতে পারি তবে তো টাকাও লাগলো না আবার নিজের হাতে বানানো জিনিসের মজাই আলাদা।

তাহলে বন্ধুরা শুরু করা যাক????

আমাদের সবার  বাড়িতেই নিশ্চয় নিচের মত USB চার্জার আছে?

যদি না থাকে তবে আপনার পরিচিত যে কারোও নস্ট USB চার্জার দিয়েই কাজ চালাইয়ে নিন।

আর যদি কারো কাছে নাও পান তবে বাজারে গিয়ে  USB Micro-B  কিনতে হবে ।

উপরে ছবিটাই হলো USB Micro-B

এবার USB চার্জারের  তারের কালার ঠিক রেখে তাতাল / হাত দিয়ে  লাগাইয়ে দিইয়ে নিচের চিত্রের মত করে লাগাই।

বন্ধুরা এই হয়ে গেলো USB HOST কেবল ...

কত্ত সহজ তাইনা?

এখন মনের আনন্দে পেন্ড্রাইভ কার্ড রিডার USE করুন।

বিঃদ্রঃ( সব এন্ড্রয়েড ফোনে কিন্তু USB HOST সিস্টেম নাই, যারা USB HOST সিস্টেম করতে চান তারা আগে আপনার ফোনে USB HOST সিস্টেম টা আছে কিনা  Settings থেকে দেখে নিন তার পর করুন)

বন্ধুরা আজ এ খানেই শেশ করছি। আগামি টিউনের জন্য আগাম দোয়া চাচ্ছি,

বন্ধুরা আপনার যদি এই টিউনি একটুও যদি ভালো লাগে তবে কমেন্ট করবেন প্লিজ।

কোন প্রব্লেম হলে জানাবেন

আমি ফেসবুক এ https://www.facebook.com/maruf.cse.5

আমাকে ইমেইল করতে -  [email protected]

0k আল্লাহ হফেজ।

আমার অনান্য টিউন

Level 0

আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No I am not along i know one day You will be Back....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bro dhon no bad 4 this work

Level 0

আপনাকেও ধন্য+

ভাই এভাবে শুধু তার জোড়া দিয়ে দিলে হবে না। ৪ এবং ৫ নং পিন একসাথে সোল্ডার করতে হবে। ঠিক নিচের লিংকের ছবিটার মত
http://im.tech2.in.com/gallery/2012/jun/difference_circuit_271738111300.jpg

Level 0

amar walton primo r2 te hoy na kn?

    Level 0

    @tarek.aziz: না আই এই ফোনে এই অপশান নাই

vai USB host er kaj ta ki? Amar symphony w35. etate ki ache?

    Level 0

    @হিমালয়: ভাই মাক্রো USB এর অ০নেক কাজ, পেন্ড্রাইভ কার্ড রিডার USE করা স০হ আরো অনেক কাজ

Level 0

kemon kore bujbo kon kon set a usb-host ache
amar w82

    @S@g@r:
    আপনার সেটের ফিচারে দেখুন আপনার সেটে আইক্রো ইউএসবি আছে কিনা ।
    @Maruf CSE থাঙ্কস ফর নাইস টিউন। 🙂

      Level 0

      @রাজিব আহসান: আপনাকেও ধন্য+
      মাইক্রো UDB option set আছে কিনা আমি আগেই চেক করতে বলেছি…

    Level 0

    @S@g@r: আপনি Online এ আপনার সেট এর ফিচার গুলো দেখে চেক করুন অথবা settings a এই অপশান্টা দেওয়া আছে কিনা চেক করুন।
    আপনাকেও ধন্য+

Level 0

60 tk teo paoa jay otg cable

ভাই w35 এ আছে কি এটা, এটাতে কি কাজ হবে।

    @Mostafizurw35: না।

      Level 0

      @নেট মাস্টার: আমার হয়ে নেট মাস্টার ভাই উত্তর দিয়েছেন…
      এর জন্য নেট মাস্টার ভাই কে বিশেশ ধন্য+
      কিন্তু নেট মাস্টার ভাই এর কোন পরামরশ কেন পেলাম না??

      আমি নেট মাস্টার ভাইকে ভিসন লাইক করি তার সুন্দর টিউন এর জন্য…

Level 0

nice post bro……. ami usb hub dia koresi……:p

akhon game joystick r key board 2 ta aki shathe use korte pari……. 😀

Level 0

vai w20 te ki eta kaj korbe?

Level 0

vai w20 te ki eta,kaj korbe

Level 0

nice ……. & Thanks

Level 0

symphony w71 a ki ata kaj korbe?

    @anonto ttc: না।

      Level 0

      @নেট মাস্টার: আমার হয়ে নেট মাস্টার ভাই উত্তর দিয়েছেন…
      এর জন্য নেট মাস্টার ভাই কে বিশেশ ধন্য+
      কিন্তু নেট মাস্টার ভাই এর কোন পরামরশ কেন পেলাম না??

      আমি নেট মাস্টার ভাইকে ভিসন লাইক করি তার সুন্দর টিউন এর জন্য…

samsung Galaxy Y teo ki kaj korbe OTG Cable ?

    @দুষ্টু সৈকো: না।

      Level 0

      @নেট মাস্টার: আমার হয়ে নেট মাস্টার ভাই উত্তর দিয়েছেন…
      এর জন্য নেট মাস্টার ভাই কে বিশেশ ধন্য+
      কিন্তু নেট মাস্টার ভাই এর কোন পরামরশ কেন পেলাম না??

      আমি নেট মাস্টার ভাইকে ভিসন লাইক করি তার সুন্দর টিউন এর জন্য…

Level 0

ভাই একটু বলেন ফোনের কোন জাগাই এটা পাওয়া যাবে চেক করার জন্য। symphony w71 এ কি হবে এটা?

Level 0

আমার w71 ফোনের কনফিগারেশন দেখলাম। usb: yes, micro usb লেখা আছে। নিচে লিনক দিলাম। http://www.muthofon.com/phonespecification/symphony-w71-2950.php

তাহলে কি আমার ফোনে হবে? প্লিজ ভাই রিপ্লাই দেন

Level 0

আমার w71 ফোনের কনফিগারেশন দেখলাম। usb: yes,
micro usb লেখা আছে।
তাহলে কি আমার ফোনে হবে? প্লিজ ভাই রিপ্লাই দেন

    Level 0

    @Ratul007: হ্যা ভাই…হবে

আমার স্যামসাঙ GT-S5301 পিসি তে ইউএসবি ক্যাবল দিয়া কানেক্ট পাই না। কন সসমাধান আছে ?

vai micromax a25 a ki ata ace

ভাই Symphony W125 এ কি কাজ হবে?

টিউনের বিষয়বস্তু অসাধারণ। OTG আমার প্রিয় একটি ফিচার এবং আমি নিজেও এই পদ্ধতিতে কেবল বানিয়েছিলাম বছর দেড়েক আগে। কিন্তু ফোনে ওটিজি সাপোর্ট না থাকায় সেটা টেস্ট করতে পারিনি। আপনার কেবলটি কি কাজ করছে? আমার জানা মতে কেবল পিনের দুটো মাথাকে শর্ট করতে হয় সম্ভবত গ্রাউন্ড পিনটাকে। আপনার মাইক্রোইউএসবি পোর্ট কি আগে থেকেই শর্ট করা ছিল নাকি তার পেচিয়ে করেছেন?

টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ। 🙂

যারা বিভিন্ন সেটের নাম দিয়ে জিজ্ঞেস করছেন OTG সাপোর্ট করে কিনা তাদের জানিয়ে রাখি- বেশীরভাগ সেটেই OTG সাপোর্ট করেনা। এটা প্রিমিয়াম ফিচার। গড়পড়তা হিসাবে প্রায় সব ট্যাবে সাপোর্ট করে, স্যামসাং গ্যালাক্সী S3 এর উপ্রের গুলোতে, Walton NX এর উপরের গুলোতে সাপোর্ট করে। সাধারণত ১৮-১৯ হাজার টাকার এনড্রয়েড যেগুলোর ব্যাটারী >২০০০ mAH সেগুলোতে সাপোর্ট করে। OTG একটি হার্ডওয়্যারগত ফিচার কোন এপস/সফটওয়্যার ইন্সটল করে ফোনকে OTG সাপোর্টেড বানানোর উপায় নেই। OTG এর জন্য ফোনের মাদারবোর্ডে USB Power BUS, USB Host কন্ট্রোলার সহ কিছু বাড়তি IC থাকতে হয়।

    @নেট মাস্টার: USB TETHERING DEYA OTG ER KAJ HOY NA ??? AI OPTION ER KAJ KI?

      @Kaushik-Mirza: USB TETHERING হল মোবাইলের ইন্টারনেট USB এর মাধ্যমে পিসিতে শেয়ার করা। ফোনকে মডেম হিসাবে ব্যবহারের মত। পার্থক্য হল TETHERING এ LAN হিসাবে কানেক্ট হয়।

Level 0

ফোন এ ইউএসবি ওটিজি সাপোর্ট থাকা লাগবে,এক্সপেরিয়ার লো এন্ড ফোনগুলোতে কার্নেল চেঞ্জ করে ওটিজি সাপোর্ট দেয়া যায় 🙂

Level 0

@নেট মাস্টার ভাই। micro usb মানে কি? আমার সিম্পফোনি w71 ফোনে micro usb সাপোর্ট করে লেখা আছে।

    @Ratul007: মাইক্রো ইউএসবি হল ডেটাকেবল/চার্জার পোর্টের নাম। মাইক্রো ইউএসবি পোর্ট সব এনড্রয়েডই ব্যবহার করা হয় OTG আলাদা জিনিষ। OTG থাকলে ফিচারে এভাবে লেখা থাকে- Usb On Go বা USB Host সাপোর্টেড।

Level 0

ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য।

এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। ইউএসবি হোস্ট এর কোনও কিছু করতে হবে কি না। আর আমার জানা মতে ৪ আর ৫ নাম্বার পিন মানে গ্রাউন্ড পিন শর্ট করতে হবে….. এটা না করলে কাজ হওয়ার কথা না। আপনি টিউনে এ বিষয়ে কিছুই লেখেননি। এবিষয়টা একটু ক্লিয়ার করুন।