এন্ডয়েডের প্যাটার্ন লক ভুলে গেছেন বা আপনার মোবাইলে দেওয়া পাসওয়ার্ড আপনার মনে পড়ছে না? তাহলে জানুন

এন্ডয়েডের প্যাটার্ণ লক ভূলে গেছেন বা আপনার মোবাইলে দেওয়া পাসওয়ার্ড আপনার মনে পড়ছে না?

প্যটার্ন লক বা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ডিভাইসে এক্সেস করতে সমস্যা হচ্ছে? আজ ২টি সমাধান নিয়ে এসেছি আপনাদের জন্য।

সমাধান-১ :

এ কাজের জন্যে অবশ্যই সেটের ইন্টারনেট কানেকশন এক্টিভেটেড থাকতে হবে। ৫বার ভুল ইনপুট করুণ। এরপর একটি অপশন আসবে, Forgot Pattern? এটা ওপেন করুণ। ওপেন করার পর আপনার গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আই.ডি এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ। সফলভাবে জি- মেইল আই.ডিতে লগইন করাশেষে আপনাকে নতুন প্যটার্ণ লক দিতে বলা হবে। নতুন প্যটার্ণ একটিভ করুণ এবং এবারে অবশ্যই সহজে মনে থাকে এমন কোন প্যাটার্ণ ড্র করুণ। অনেক সময় এই প্রসেস সঠিক হওয়া সত্ত্ব আপনার মোবাইল লক অবস্থাতে থেকে যাচ্ছে। তাই ২য় সমাধান আপনাদের জন্য শেষ এবং উপযুক্ত সমাধান হতে পারে।

সমাধান-২:

ইন্টারনেট কাণেকশন প্রয়োজন নেই। এ সময়ে ডিভাইসটিকে ফ্যাক্টরী রিষ্টোর করা ছাড়া কোন উপায় থাকে না। এসময় আপনাকে ফ্যক্টরী রিষ্টোর করতে হয়। বলে রাখা ভালে যে আপনার পুরো মোবাইল ফরমেট নিয়ে নিবে। ইন্সটল করা সফটওয়্যারে, ফোন নাম্বার, মেসেজ কিছুই থাকবে না। জেনে নিন কিভাবে সিষ্টেম হার্ড রিসেট করবেন,

1. প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার ডিভাইসে পর্যাপ্ত চার্জ মজুত আছে, যাতে প্রসেসটি চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়।

2. ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময় Volume up+power button অথবা Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ। এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে

রিকোভারী মুডে যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন কোম্পানীর সেটে আরো কিছু কম্বিনেশন কাজ করতে পারে সেগুলো হলো:

  • ১. Volume Down + Volume Up + Power button.
  • ২. Volume Down + Power button.
  • ৩. Volume Up + Power button.
  • ৪. Volume Up + Home + Power button.
  • ৫. Volume Up + Camera button.
  • ৬. Home + Camera button.
  • ৭. Home + Power button

আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন একটি কম্বিনেশন কাজ করবেই:

  • কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড এ যাবেন
  • “Wipe Data / Factory Reset” সিলেক্ট করুণ,
  • এক্ষেত্রে ভলিউম আপ ডাউন কি দিয়ে সিলেকশনের কাজ করতে হবে।
  • এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ।
  • সিলেক্ট করার জন্যে ব্র্যান্ডভেদে পাওয়ার বাটন/ হোম বাটন কাজ করতে পারে।

সবশেষে সেট রিবুট করুণ, এবং কিছুক্ষন অপেক্ষা করুণ।

আশা করছি এই অনুসরণের মাধ্যমে আপনি আপনার মোবাইলের প্যাটার্ন লক বা পাসওয়ার্ড খুলতে পারবেন।

আপনার এন্ড্রয়েডের জন্য Free Paid Apps Download
ফেইসবুকে এক্টিভ থাকুন সব ধরনের হেল্প পাওয়ার জন্য

Level 0

আমি tanzil4091। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ধন্যবাদ।

Level 0

vai amar android model holo: symphony explore w30
amar tai ki vabe restore korbo………help me pls

    Level 0

    @smdipu: first step ta prothome follow korben.

Level 0

vai sob step dekha sesh ……..kaj kore na

Level New

kaj hossa na…………………..

    Level 0

    @azad Rahman: prothom ta try korun.na hole second ta

Level 0

are mia kana naki …choke kichu dekhona ..tips deoar age akbar balo kore deika nio old AI tips hoice kina

Level 0

factory reset kmne dite hoi bai? code thakle den pls.

Nice Post, অনেকেরি কাজে লাগবে (Y)

Level 0

Must kaj korbe…..shob android e………

Level 0

যাদের বুট মেনু শো করে শুধু তাদের কাজে লাগবে।

valo post

Level 0

vi ami ami akta samsung galexys4 korian version set kinsi……….!!!But hothat kora amar set a akta problem hossa….!!!\

Set on korla smasung galexy s4 likha asa r kishu hoy na

plz help me………….
plz ………………..\
plz help me……………………!!!
01825846366