মিশন ইম্পসিবল… আমার এনড্রয়েডে জিনের আছর…

আশা করি সবাই ভাল আছেন।

গত রমজান মাসে আমার মোবাইল পানিতে পড়ে পুরোপুরি নষ্ট হয়ে যায়। ঠিক এর পরপরই আমাদের দেশে বহুল ব্যবহৃত সিম্ফনির একটি মোবাইল সেট কিনি। জেলিবিন ৪.২.২। এরপর ভালই যাচ্ছিল মোবাইল ও আমার দিনকাল।

ঠিক কিছুদিন আগে থেকে একটা বড় সমস্যা দেখা যাচ্ছে। সেটা হল আমার মোবাইলের চার্জ যা তার চালিকা শক্তি। সেটা হাওয়াই মিঠাইয়ের মত কিচ্ছুক্ষন এর মাঝেই নাই হয়ে যাচ্ছে। কি করি... তাই গুগোল মামার স্মরনাপন্ন হলাম।

প্রথম সমাধান হিসেবে বেছে নিলাম ব্যাটারি সেভার আপ্লিকেশন কে। রাজ্যের যত ভাল ভাল ফাইল ডাউনলোড দেয়া শুরু করলাম। জুইস ডিফেন্ডার...এক্সট্রিম ব্যাটারি সেভার...ব্যাটারি সেভার প্রো...। বিভিন্ন জনকে দিয়ে বিভিন্ন ভাবে ট্রাই করলাম। কিন্তু মিশন ফেইল।

এরপর ভাবলাম হয়ত কোন এপ ব্যাটারি চার্জ তলে তলে খেয়ে নিচ্ছে। তো নতুন কি কি ফাইল ইন্সটল দিয়েছি তাদের অনেককেই বিতাড়িত করলাম। মিশন ফেইল...

ঠিক আছে হয়ত আমি রুট করেছি তাই এই সমস্যা। যেই ভাবা সেই কাজ। আনরুট করে ফেললাম। হুম ঠিক ভেবেছেন মিশন ফেইল।

তারপর ভাবলাম আমি চার্জ দিচ্ছি পিসি থেকে। এই জন্যই হয়ত আমার চার্জ...না আমার নয় আমার মোবাইলের চার্জ থাকছেনা... তো পিসি থেকে চার্জ দেয়া বন্ধ করলাম...আর সাথে সাথে চার্জ এর সময় আমার মোবাইল টেপাও বন্ধ হল... হাসবেন না আবার মিশন ফেইল...

এবার ভাবলাম মোবাইল কে বন্ধ করে চার্জ দেয়া উচিত... যা ভাবা তাই কাজ ...... হ্যা এবার কাজ হল... আমার চিন্তার অবসান হল...আমি ইচ্ছামত টেপাটিপিতে ব্যাস্ত হয়ে পড়লাম...

কিন্তু আমার সুখের সংসার বেশি দিন টিকলনা। আবার চার্জ ফুরোতে লাগল আগের চাইতে উদ্দ্যাম গতিতে। ভাবলাম আমার মোবাইলের কি কি বন্ধ কারা যেতে পারে। ব্লুটুথ, ওয়াই-ফাই বন্ধই থাকে। মোবাইলের আলো তো জিরো করে রাখা আছে... টাইম আউট একদম কামানো আছে।

তাই ব্যাটারি মনিটর ব্যাবহার করা শুরু করলাম। দেখি কে কিভাবে কত চার্জ খায়। দেখলাম ভাবলাম এ চার্জ খাচ্ছে...ও চার্জ খাচ্ছে...কত কিছু আনইস্টল করলাম।
মিশন ইম্পসিবল।

আজ সকালে চার্জ দিলাম। ৩ ঘন্টা হয়ে গেল। নেট ব্রাউজ করেছি ৩৫ মিনিটের মত। এখনও ১% চার্জও কমেনি...

তাহলে কি আমার মোবাইলে জিনে আছর করছে।

এই মহা বিপদে এনড্রয়েডের সকল তান্ত্রিক ভাইদের কাছে সাহায্য চাইছি। কোন না কোন উপায় আছে ...আর আমি আগেই কাস্টমার কেয়ারে যেতে চাচ্ছি না।

প্লীজ হেল্প...

Level 2

আমি sataru। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্যাটারি সেভার আপ্লিকেশন ইন্সটল দিলে ব্যাকগ্রাউন্ড এ এটা চার্জ আরও বেশি শেষ করে ফেলে । আমার মনে হয়, আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে ।

Level 2

হুম ধন্যবাদ… আপনি হয়ত ঠিক বলেছেন.. আসলে আমি
জানতে চাচ্ছিলাম আমার কোন ভুল ব্যবহারের কারনে এমন
হচ্ছে কিনা… আর একটা কথা ব্যাটারী কিনলে কোন ব্র্যান্ডের
আর কি ধরনের ব্যাটারী কিনবো বললে ভাল হত।

ha. ha. ha. ha…..

Level 2

@শিহাব ভাই..
কারো পৌষ মাস কারও সর্বোনাশ…

ভাই , আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছে কখনও ? অনেকসময় কিন্তু লো চার্জ সো করে , কিন্তু চার্জ কমে না । সেই সম্যাটা হইছে কিনা দেখেন ।

Level 2

না বন্ধ হয়ে যায়নি কখনো …
লো চার্জ কি নিয়মিত সো করে.. আর কিভাবেই বা বুঝবো
যে চার্জ ভুল সো করছে..

Vi apnar somosher poripurno somadan amar kache ase….lgle jogajog korte paren ami sure apnar battery change na korei sommssa somadhan hobe..

Level 2

বাবু ভাই সমাধানটা কি বলবেন

Level 2

no solution… taile battery change korai session Pontha..

প্রথমে মোবাইল এর সব চার্জ ফুরিয়ে নিন, তারপর বন্ধ করুন। ৮ ঘণ্টা চার্জ দিন, সমাধান হবে আশা করি।

ভাই আপনার সমস্যা পড়ে খারাপ লাগলো। তিন ধরনের সমস্যা হতে পারে।
1। সফটওয়্যার (আপনি এই সমস্যা থেকে মুক্ত)
2। ব্যাটারী (ব্যাটারী চেন্জ করে দেখেন। সমাধান হলে আলহামদুলিল্লাহ্)
3। ফোন হার্ডওয়্যার (সর্ট সার্কিট) (দুত গতিতে সার্ভিস সেন্টারে পাঠান)
দোয়া করি আপনার সমস্যা সমাধান হোক।

Level 2

এই শেষের বিষয় টা কি… অর্থাৎ কি ভাবে..কোন কারনে …

Level 2

এই শেষের বিষয় টা কি… অর্থাৎ কি ভাবে..কোন কারনে … আর আগেই কি ব্যাটারি চেঞ্জ করে দেখব নাকি সার্ভিস সেন্টারে নিয়ে যাব

Age apni service center ei niye jan. Tara apnar cheye bhalo bujhbe. Ami Android so porke kichui jani na tobe amar mone hocche apnar battery monitor software ei bug ache.

Level 2

thanks …

টাইটেল টা পইরা অনেক হাসি পাইলো