জাভা + এনড্রয়েড = জাভান্ড্রয়েড !!! এ আবার কেমন কথা

এন্ড্রয়েড নিয়ে আমার ২য় পোষ্ট। ভুল হলে দুঃখিত।

আসুন এনড্রয়েড সেট কে জাবায় পরিনত করি 😛

আসলে, এনড্রয়েডে কি ভাবে জাবা সফ্টওয়্যার চালাবেন সেটা নিয়ে আলোচনা আর কি।

শুরুতেই বলে নেই, আপনার সেটটি অবশ্যই রুট থাকতে হবে।

প্রথমে আপনি যে জাবা সফ্টওয়্যারটি চালাবেন, তা ডাউনলোড করে নিন।

অতঃপর এই সাইট এ jar অথবা,  jad ফাইল টি আপলোড দিন এবং Get Apk তে ক্লিক করুন।

===============================================লিন্কঃ আমি এখানে ===========================================

শুধু মাত্র jar অথবা, jad এর যে কোন একটি ব্যাবহার করুন, আর কোন কিছুর পরিবর্তন করবেন না।

Internet Download Manager এবং Firefox এর Downloader এ মাঝে মাঝে সমস্যা হয়।
গুগল ক্রোম এ ট্রাই করুন যদি সমস্যা হয়।
অতঃপর এই Convert কৃত jar / jad  সফ্টওয়্যারটি Install দিন।
এখন এখান থেকে Java Emulator সফ্টওয়্যারটি ডাওনলোড করে Install দিন। লিন্কঃ এখানে আমি
এখন Install কৃত জাবা সফ্টওয়্যারটি Open করে ব্যবহার করুন।

আমি নিজে ব্যাবহার করছি। আমার Convert করা Ebuddy.jar to Apk ফাইলটি প্রমান সরূপ Upload দিলামঃ লিন্ক আমি

আমি ICS 4.0.4 এ ব্যবহার করি।

ভাল লাগলে বলবেন।

এনড্রয়েড নিয়ে আমার প্রথম টিউনঃ লিন্ক

সবাই ভাল থাকবেন।

ফেইসবুকে আমি : আমার আমি

আল্লাহ হাফেজ।

Level 0

আমি ASHIK_SAJJAT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাসের উপর জমে থাকা এক শিশির বিন্দু আমি। সবাই দেখে হাসে, যেমনটা আমি সবাইকে হাসাই। আসতে আসতে সময় বদলে যাচ্ছে। একদিন কাক ডাকা ভোরে আর ঐ ঘাসের উপর শিশির বিন্দু জমবে না। ঠিক আমিও হারিয়ে যাব চিরতরে। আর হয়ত হাসবে না কেও আমায় ভেবে। আস্তে আস্তে সবাই ভুলে যাবে। যা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

???

koi upload dibo?

    @পিয়াস: @পিয়াস: ছবিটির কারনে লিন্কটি বাম পাশে চলে গিয়েছিল। আপনি খেয়াল করেন নি। আপনাকে লিন্ক এ যাবার পর option 2 এর যেকোন একটায় আপনার Apk ফাইলটি Browse করে দেখিয়ে দিতে হবে। অতঃপর Get Apk লেখায় ক্লিক করবেন। আপলোড নিজে নিজে নিবে এবং কিছু সময় পর ডা্ওনলোড শুরু হবে। ধন্যবাদ।

@ASHIK_SAJJAT – 😛 জাতিও কিছু শব্দ বিভিন্ন লেখায় মাঝে মাঝে দেখি। এই শব্দগুলোর বাংলা মানের লিস্ট কোন সাইটে পাওয়া যাবে আর এগুলো লেখার কারণই বা কি?

@ASHIK_SAJJAT – {:-P} টি আইকনে বদলে গেল কিভাবে?

@ASHIK_SAJJAT – তবে emoticons সম্বন্ধে আমি জানি, আমি শুধু জানতে চাই {:-P} শব্দটা ও এই জাতিও অন্যান্য শব্দ সম্বন্ধে।

@ Writerbuddha : আপনি কি বলতে চাচ্ছেন বুঝতে পারি নি। এই গুলোত শুধু মাএ Emoticons.টেকটেউনস এ টিউন করার সময় এই গুলো পাবেন ।
এই গুলো ব্যাবহার শুধু মাএ মনের ভাব প্রকাশে। বলতে পারেন,লিখা কমাতে ব্যাবহৃত। এই আর কি।এই খানে ব্যবহৃত { :-p } টি টিউন এর মাঝখানে কাজ করলেও নামের মাঝে কাজ করে নি। এই টি দিয়ে শুধু মজা করলাম এমন বুঝালাম।
এন্ড্রয়েড ছেড়ে কেও ত তা,জাবায় পরিনত করতে চাইবে না।
ধন্যবাদ আপনাকে 🙂