ডাউনলোড জোনঃ (পর্ব-১) এবার আপনার পিসিতে চালান অ্যান্ড্রয়েড এপস!!

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম, টেকটিউনসে অনেক দিন পর আসলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, বন্ধু-বান্ধবসহ সকলকে নিয়ে সবাই খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।

আজ থেকে আমি ডাউনলোড জোন নামে একটি চেইন টিউন করার কথা ভাবছি, ভাবে ভাবতে অবশেষে করেই ফেললাম এই টিউন টি ।

আজকে আপনাদের আমি যা জোশ জিনিস দেব তাই আপনারা ভাবতে ও পারবেন না । কারণ পিসিতে কি কখনো এন্ড্রয়েড এপ্লকেশন চালানো সম্ভব ??? অবশ্যই সম্ভব!! একটি ছোট্ট সফটোয়্যার দিয়ে 😀 😀             এই সফটওয়্যস্র টির নাম ব্লু স্ট্যাকস । যা মূলত একটি এপ প্লেয়ার । ব্লু স্ট্যাকস চালালে মনে হবে যে এটি আসলেই আপনার একটি এন্ড্রয়েড মোবাইলের প্লে স্টোর/এপ স্টোর । এই সফটওয়্যারটি চালানোর জন্য প্রয়োজন শুধুমাত্র অপারেটং সিস্টেম যা হতে হবে উইন্ডোজ সেভেন,এক্সপি,এইট অথবা ম্যাক । এর ভাষা ইংলিশ তাই আমাদের কোনো সমস্যা নেই । এবং আও একটি সুবিধা হল এটি ফ্রী ওয়্যার ।

চালানোর নিয়মঃ

১) প্রথমে জিনিসটা ডাউনলোড করুন ।

ডাউনলোড লিঙ্কঃ http://www.bluestacks.com/

২)

2. ইন্সটলেশন শেষ হলে ওপেন করুন।

৩) নির্দেশণা অনুসরন করুন। কিছু apps দেয়া আছে। ক্লিক করে এগুলো চালু করা যায়।

৪) Android apps গুলো .apk ফরম্যাটে হয়। আপনি সার্চ দিয়ে ডাউনলোড লিংক খুঁজে নিন।

এন্ড্রয়েড গেমস এর জন্য...

১. ডাউনলোড হয়ে গেলে ফাইলের উপর মাউস কার্সর রেখে রাইট বাটন চেপে open with এ ক্লিক করুন।

২. ব্রাউজ করে c ড্রাইভের প্রোগ্রাম ফাইলস এ গিয়ে BlueStacks App Player সফটওয়্যারটি ইন্সটল করেছেন সেখানে গিয়ে HD-ApkHandler সিলেক্ট করুন । দেখা যাবে গেমটি ইন্সটল হওয়া শুরু হয়েছে।

ব্যাস....... 😀 😛 🙂

Level 0

আমি Nafis Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনেক কিছু জানার ইচ্ছা ছিল, কিন্তু অনেক কম জানা হল.............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই RAM ২ GB লাগবে জানালে ভালো হতো ।

Level 0

আপনার ৬ ঘন্টা আগে একই post হইছে। Boss আগে post গুলো দেখে নিবেন
https://www.techtunes.io/android/tune-id/236710

    @nurulalom: হ্যা ভাই অবশ্যই হয়েছে । তবে টিউনার “টিউনওয়াল” ভাইতো একটি চেইন টিউন করতে শুরু করেছে । চলতে থাকনা তার টিউন । আপনিও উৎসাই দিতে পারেন ।

vai failed to install bluestacks dhakhay…please kisu bolen…ki korte hobe

vai amar 2 gb ram

Graphics driver not recognise…. 🙁

bujhlam nah