সমস্যার পরিপূর্ণ সমাধান ::: অ্যান্ড্রয়েড এ জিপির ফ্রী নেটের মাধ্যমে বড় বড় ফাইল ডাউনলোড(রিজিউম সাপোর্টেড)

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ঈদ মোবারক!!!

সবাইকে ঈদের শুভেচ্ছা! সবাই ভালো আছেন তো? অনেকেই তো গ্রামের বাড়িতে ঈদ করলেন, তাই না? যাই হোক, ঈদের ছুটি কেমন কাটালেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখন, কাজের কথায় আসি।

আমরা অনেকেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস ব্যবহার করছি। পাশাপাশি যারা পারছি, Grameenphone এর MMS(SSL) Proxy দিয়ে ফ্রী নেট ব্যবহার করছি। এই ফ্রী নেট এর কনফিগারেশন সেটিংস নিয়ে যথেষ্ট টিউন হয়েছে, তাই আমি এই দিকে যেতে চাচ্ছি না। আমার প্রশ্ন হল, আপনি যে ফ্রী নেটের কনফিগারেশন সেট করলেন, একইভাবে আপনি কতটুকু ফ্রী আনলিমিটেড ব্রাউজ+ডাউনলোড করতে পারছেন? আপনাকে ব্রাউজ কিংবা ডাউনলোড করার জন্য নিশ্চয়ই অনেক ঝামেলা পোহাতে হয়!!!

ভালো কথা, অনেকে এই ফ্রী নেটের জন্য আবার তাদের শখের ডিভাইসটিকে রুট পর্যন্ত করে ফেলেছেন! কারণ কি? উত্তর- ফ্রী নেটের সফটওয়্যার Orbot তো রুট ছাড়া কাজ ই করে না। আবার, যে গুটি কয়েক হ্যান্ডসেটে রুট ছাড়া কাজ করে, সেগুলোতেও Orweb Browser ছাড়া অন্য কোন ব্রাউজারে HTTP অ্যাড্রেসগুলোতে এক্সেস দিবে না। তারপর, আবার ডাউনলোড দিলে কোন রিজিউম সাপোর্ট নাই।

এখন, Orbot ছাড়া যদি নেট ব্যবহার করেন, তাহলে আপনি নিশ্চয়ই কোন HTTPS Proxy Server ব্যবহার করছেন, কারণ সার্ভার দিয়ে আপনাকে HTTP Address ভিজিট করতে হবে। আচ্ছা, এখন ডাউনলোড এর সময় কি করেন? Droid Loader Download Manager/ Andro Get বা এই জাতীয় কোন ডাউনলোডার কে ফাইল দেখিয়ে দেন, তাই না? কিন্তু সেই ব্যপার টা কি করে সম্ভব!!! টিটি তে কে যেন একটি পদ্ধতি বাতলে দিয়েছিলেন যে, একটি মোডিফাইড Opera Mini তে ডাউনলোডের সময় Share বাটন এ ক্লিক করে ওই ডাউনলোডার কে দেখিয়ে দিতে হয়! সত্যি কথা বলতে কি, শুধু আমি না, আমার ফ্রেন্ডরাও এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেনি।

তাহলে,জিপির এই ফ্রী নেটের সমস্যাগুলো হল-

১..MMS Proxy,

২..৩মিনিট পরপর অটো-ডিস্কানেক্ট

সমাধানঃ

    • আমাদের এমন একটি Proxy Server ব্যবহার করতে হবে, যেন সেটি তাড়াতাড়ি পেজ লোড করে। কারণ, অধিকাংশ Server ই লোড হতে অনেক সময় নেয়।
    • ওই Proxy Server থেকে ডাউনলোড কৃত ফাইলগুলোকে যেন ইচ্ছেমত Pause/Resume করা যায়।
    • এবং এমন একটি ব্রাউজার অথবা সফটওয়্যার ব্যবহার করতে হবে যেন সেটি নেট ডিস্কানেক্ট হলেও ডাউনলোড যেন Pause হয়, এবং কানেক্ট হওয়ার পর যেন অটো Resume হয়।
    • এমনই সুবিধাসম্বলিত ব্রাউজার হচ্ছে UC Browser 9.0.2_39। ব্রাইজারটি এখান থেকে ডাউনলোড করে নিন।
    • ইন্সটল করে নিন। ব্রাইজার ওপেন করুন। অ্যাড্রেস বারে লিখুনঃ https://www.sslsecureproxy.com বা https://www.webproxy.li
    • বা https://www.proxy-server.at

    • তারপর যে পেজ ওপেন হবে তার মাঝখানে যে কোন এড্রেস লিখুন আর ব্রাউজ করুন।
      • কিছু কিছু ওয়েবসাইট আপনি ডেইলি ব্যবহার করেন, তাই না? তাহলে এক কাজ করতে পারেন। উপরের দুটির যে কোন একটি তে গিয়ে আপনার প্রতিদিন এর ব্যবহার করা ওয়েব এড্রেসগুলো লিখুন, আর পেজ লোড হওয়ার পর, আপনি ওই পেজটিকে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইট এর নামে বুকমার্ক করে রেখে দিন। পরবর্তিতে, আপনাকে প্রতিবার ওই সার্ভারগুলোতে কষ্ট করে ঢুকতে হবে না। আপনার বুকমার্ক করা পেইজটিকে জাস্ট Refresh/Reload করুন, বাস কেল্লাফতে।
      • এই ব্রাউজারের যে কয়েকটি অনন্য বৈশিষ্ট আছে তার মধ্যে একটি হল, এই ব্রাউজারে Facebook পেইজগুলো একদম অ্যান্ড্রয়েড এর Facebook এর মতো লোড হয়।
      • Facebook এর জন্য https://www.facebook.com ব্যবহার করুন।
      • এবার, আসুন ডাউনলোড এর কথায়। আমি সবচাইতে ভালো রিজিউম সাপোর্ট পেয়েছি https://www.sslsecureproxy.com এই ওয়েবসাইট থেকে। যখন ডাউনলোড দিতে যাবেন, তখন একটি পপ-আপ উইন্ডো আসবে, এবং আপনার কাছে পারমিশন চাইবে

      Please select an option-

      1. Play Online 2. Watch Offline

      আপনি ২নং অপশনটি সিলেক্ট করুন। এবার, আপনি কোথায় এবং কি নামে সেভ করে রাখবেন তা দেখিয়ে দিন। ডাউনলোড করা শুরু করে দিন। যখন, নেট অটো-ডিস্কানেক্ট হয়ে যাবে, তখন নিচের মতো একটি পপ-আপ উইন্ডো আসবে-

      WiFi has been disconnected!

      Continue your download?

      1. Yes 2. No

      ১নং অপশন সিলেক্ট করুন। দেখুন, রিজিউম হয়ে গিয়েছে!!! এখন, নেট মামা যতবারই ডিস্কানেক্ট হোক না কেন, আপনার ডাউনলোড হতেই থাকবে......হতেই থাকবে!!! ও হ্যাঁ, আপনি কিন্তু ব্রাউজার Exit করবেননা। তা হলে ডাউনলোড Paused হয়ে থাকবে। আপনি জাস্ট Home বাটন চেপে বের হয়ে আসুন। আর, শেষ কথা হল- আপনি যখন, Smartphone অফ করে অন করবেন এবং তারপর Paused ডাউনলোড কে Resume করতে যাবেন, তখন হয়তবা ফাইলটির নাম পরিবর্তন হয়ে .php হতে পারে। অর্থাৎ কোন গানের ফাইল .mp3 পরিবর্তন হয়ে .php হতে পারে। সেক্ষেত্রে, ডাউনলোড কমপ্লিট হলে সেই ফাইল টি Rename করে .php এর জায়গায় .mp3 লাগালেই হবে। ব্যাস, ঝামেলা শেষ।

      এই পোস্টের দ্বারা যদি আপনার সমস্যার সমাধান হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে কৃতজ্ঞতার পরিচয় দিন। সমস্যা হলে কমেন্ট করুন।কথা দিলাম, পাশেই থাকব!!!

      Level 0

      আমি ডেভেলপার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


      টিউনস


      আরও টিউনস


      টিউনারের আরও টিউনস


      টিউমেন্টস

      Level 0

      Bro Nokia Belle Operating System er jonno akta post koren just like this one,please.
      Thanks.

        Level 2

        @Arif: Ami uc (java) use kortechhi kono reconnect sommossa chharai, n8 (belle refresh) e.

      ধন্যবাদ আপনাকে।

      thanks vaia apnar post ti onek valo laglo.vaia amar akta problem hoice,se ta holo amar gp moden a gpmms setting create korar por theke gp modem a are network pai na.tar ami gpmms oi configaration ta delete korci,tar gp modem restor korci kintu tar poreo are network paitece na.ami pc theke uninstall o dici.tar por notun kore install diar por 30 second moto networ cilo tar por are paitece na.gp modem ar network option a gia search dile ,banglalink,robi,teletalk ar network astece,kintu gp ar kono network pai tece na.ami banglalink robi oi gula select korar try korci kintu hoi na.gp are netwok e astece na.plz vaia akto help koren

      vai amr samsung galaxy mini 2 te auto resume hoyna.
      1-2bar holeo dw failed hoye jay r retry korte bole.

        @Abid khan247: স্যামসাং এর সকল সেটই লক্‌ড করা থাকে। আপনি প্রথমে আপনার ডিভাইসটিকে আনলক করুন। তারপর, পুনরায় কনফিগারেশন সেট করুন। রিজিউম পাবেন। ধন্যবাদ……

      আমি যদিও অন্য নিয়মে আনলিমিটেড ফ্রী ডাউনলোড করি। যাই হোক, অনেকের কাজে আসবে। ধন্যবাদ…

      ভাল লাগলো
      নতুন মুভির জন্য আসতে পারেন
      http://moviez18.blogspot.com/

      Level 0

      Symphony xplorer w71 patten lock ভুলে গেছি।রিকভারি মোড এ গেলে ইকন আসে কিন্ত wipe data menu ase na.

      Level 0

      ভাই আমি অনেক চেষ্টা করেও আমার sony xperia miro তে ফ্রী নেট চালাতে পারিনাই। আপনার ফোন নাম্বার তা [email protected] এ মেইল করে দিলে একটু কথা বলতাম………………।।please

      দেখি চেষ্টা করে। আমিতো অপেরা ব্রাউজার দিয়ে ডাউনলোড করে থাকি।

      Level 0

      vi age Ku Odin free net use korini…. details sohoj Kore bolben?????. tx

      UC Browser ta download korte parchina

      uc ব্রাউজারের যে লিংক দিয়েছেন তা থেকে uc ডাউনলোড করতে পারছি না।

      Level 0

      VAI, DOWNLOAD DEYAR SOMOY UMKNOWN ERROR DEKHAY PLZ KICHU KOREN

      vai, app download korar jonno kon site use korbo?? Plz help…

      Level 0

      vai amar symphony w35 free net korta partase na plz help me..

      Level 0

      vaia fb video chara onno kono video loder droid diye download korte parchina plz help me