**Video Tutorial Included For Step9** আপনার প্রিয় Symphony W35 এখনও ROOT করতে পারেনি ? তাহলে নিয়ে নিন আপনাদের জন্য আমার প্রথম উপহার । ১০০% কাজ হবে যদি আপনি সব কিছু ঠিক মতো করতে পারেন আমার সাথে ।

এটা আমার প্রথম টিউন । আশা করি আপনারা  উপকৃত হবেন , তারপর ও যদি কেউ করতে না পারেন বা কোন কারনে বিফল হন কমেন্ট করবেন সমাধান দিতে চেষ্টা করব , ROOT করা সংক্রান্ত সকল ঝুকি আপনার । তবে আপনাকে আমি এটুকু বলতে পারি আমার এই টিউনটি ঠিক মত follow করলে আশা করি কার মোবাইল এ কোন ক্ষতি হবে না।

ভিডিও TUTORIAL

প্রয়োজনীয় ফাইল

১।  MT6577 USB VCOM drivers  ( ড্রাইভার )

২. TWRP_2.5.0.0+AUTO_ROOT


এবার শুরু করা যাক আমাদের রুট করার মিশন

১ । প্রথমে ২ টা zip file কে unzip করুন ।   ড্রাইভার install করুন , এবং অবশ্যই আমার দেয়া ড্রাইভার , অবশ্যই আপনার কম্পিউটার রিস্টার্ট দিবেন ড্রাইভার ইন্সটল করার পরে ।

২।  খুলুন  Flash Tool এবং  Select Scatter Loading এ ক্লিক করুন । { Flash Tool টি যেহেতু Portable Version তাই আপনারা যারা Windows7 এর Service Pack 1 এবং যারা Windows 8 ব্যাবহার করেন , তারা অবশ্যই Flash Tool টি "Run As Administrator" এ ক্লিক করে ওপেন করবেন । তা না হলে কাজ করবে না ডাউনলোড হবে না ৯ নাম্বার স্টেপ এ । ধন্যবাদ । }


৩।  scatter file টি লোড করুন

৪।  "RECOVERY" ফাইল এর উপর Double click করুন

৫। সিলেক্ট  "recovery_twrp_w35.img" ফাইল

৬।  চাপুন  "Download"

৭।  চাপুন "Yes"

৯ । এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় , আপনার ফোনটি অবশ্যই "usb dubugging" মোড এ থাকতে হবে । এখন আপনার ফোনটি অফ করুন এবং ব্যাটারি খুলুন , ১ মিনিট অপেক্ষা করে ব্যাটারি লাগান , ফোন অন করবেন না, অফ রেখেই ডাটা কেব্‌ল দিয়ে কম্পিউটার এর সাথে সংযুক্ত করুন .

এই ৯ নাম্বার স্টেপ এ এসে আপনাদের অনেকর ই প্রবলেম হচ্ছে , তাই আপনাদের জন্য আমার এই ভিডিও Tutorial টি । আশা করি এইবার আপনারা সবাই পারবেন রুট করতে , তারপরেও প্রবলেম হলে কমেন্ট করবেন , আপনাদের সাহায্য করতে চেষ্টা করব । আর যারা সফল হবেন তারাও জানাবেন এবং অন্যদের সাহায্য করবেন । আপনাদের সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

{ Flash Tool টি যেহেতু Portable Version তাই আপনারা যারা Windows7 এর Service Pack 1 এবং যারা Windows 8 ব্যাবহার করেন , তারা অবশ্যই Flash Tool টি "Run As Administrator" এ ক্লিক করে ওপেন করবেন । তা না হলে কাজ করবে না ডাউনলোড হবে না ৯ নাম্বার স্টেপ এ । ধন্যবাদ । }

১০। সব কিছু ঠিক থাকলে, এই রকম একটা পপ আপ মেসেজ আসবে

এইবার আসুন ফাইনাল  process এ

১।  ডাটা কেব্‌ল খুলুন  "Power button + Volume UP button " চেপে দরে রাখুন যতক্ষন না আপনি TWRP  recovery. স্ক্রীন দেখতে পাচ্ছেন ।

২. এই মেনু থেকে  "Reboot" চাপুন

৩.  পরের  মেনু থেকে "System" চাপুন

৪. এখন আপনাকে জিজ্ঞেস করা হবে   SuperSu ইন্সটল করবেন কি না । আপনি যদি ইন্সটল করতে চান তাহলে swipe left to right  অপশন টি টেনে ডান দিকে নিয়ে যান । এটা করবেন , তাহলে ভালো হবে ।

৫.  এর পর ফোন টি রিবুট নিবে , সেট অন হলে আমার দেয়া  apk  অ্যাপ্লিকেশান ২ টা সেট এ ইন্সটল করুন এবং enjoy করুন  root privilege.

৬। ব্যাস শেষ হল আমাদের রুট যাত্রা । সবাই ভালো থাকবেন ।

বিশেষ দ্রষ্টাব্য : যাদের ড্রাইভার কাজ করতেছে না তারা উপরের টার সাথে সাথে  এই ড্রাইভার  টা একটু ইন্সটল করে দেখুন ।এর পরও যদি কাজ না হয় তাহলে Proteek-kmc ভাইয়ের এই  টিউন টা দেখুন । ধন্যবাদ


Level 0

আমি সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সাগর, থাকি খুলনাতে ... খুলনাতেই বর হয়েছি এবং ইচ্ছা আছে যতদিন সম্ভব খুলনাতে ই থাকব । আমি বর্তমানে আযাম খান কমার্স কলেজ এ বিবিএ ৩য় বর্ষের একজন ছাত্র । আমার এক মাত্র শখ হল কম্পিউটার সম্পর্কিত যে কোন বিষয় শেখা । এতা আমার শখ না এটা আমার নেশা ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সুন্দর টিউন এর জন্য ধন্যবাদ। ভাই আমাকে পারলে হেল্প কররেইন । আমি আমার সেম্ফনি W10 সেট রুট করার পর থেকে আমার সেট অনেক স্লও হয়ে গেছে। আমি মেমরি কার্ডে কোন ভাইরাস না ই আমি সিউর । প্লিস সমাধান চাই সবার কাছে ।

Level 1

ভাই আমি Micromax A25 use করি । দয়া করে এই phone এর রুট করার পদ্ধতিটা দিলে খুব উপক্রিত হব । Pls Pls Pls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls PlsPls Pls.

@ shajibbd দুঃখিত ভাই আমি Micromax A25 use কখনও ব্যাবহার করি নাই , তাই আপনাকে সাহায্য করতে পারলাম না । w35 আমি নিজে ব্যাবহার করি তাই এবং এটা আমি নিজে রুট করেছি তাই সবার সাথে শেয়ার করলাম । কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ।

Level 0

ভাই আমি বেশ কয়েকবার ট্রাই করসি পারিনাই ৯ নাম্বার অপ্শননে ঝমেলা বাধে pls হেল্প me অমার mail আপনের মোবাইল নাম্বার টা দেন
[email protected]

    @bappi666: apni ki amar deya driver ta install koresen ? naki onno kono driver install koresen , onno kono driver diye thakle age seta uninstall kore nin . ar apnar operating system ki win7 naki Xp ?

Level 1

ভাই Micromax A25 কি symphony w15 এর পদ্ধতিতে কি রুট করা যাবে?

Vai cable lagaleu download hoy na…..plz apnar contact number den…[email protected]

Level 0

ami aivabe bohut try k0rci vai download h0i na ….
Trick ta age e paici ami bt krte partesina…

ভাই যারা এখনও রুট করতে পারেন নাই , তারা অনেক ই লিখছেন যে ৯ নাম্বার স্টেপ এ এসে আর কাজ হয় না অর্থাৎ ডাউনলোড হয় না , আপনাদের ড্রাইভার সঠিক ভাবে ইন্সটল হয় নাই অথবা আপনাদের ইন্সটল করা পুরানো ড্রাইভার কম্পিউটার এ থেকে গেসে যার জন্য এই সমস্যা টা হচ্ছে , আমি আজ রাতে এটার উপরে একটি ভিডিও টিওটরিয়াল বানাবো , আপনারা এক কাজ করতে পারেন আপনাদের যে বন্ধু এখনও কোন সেট রুট করে নাই , তার কম্পিউটার এ যেয়ে কাজটা করে ফেলতে পারেন । তাহলে আশা করি সফল হবেন । ধন্যবাদ ,

অন্য পিসিতে ড্রাইভার ইন্সটল দিলে কাজ হবে?

ভাই, ডাউনলোড শুরু হতে কতক্ষন সময় লাগে? মানে মোবাইল যখন কানেক্ট করবো সাথে সাথেই কি ডাউনলোড শুরু হবে?

Level 0

ami amr desktop a age kisu e k0rini apnr k0tha m0t0 dsktop dia krlam kn0 lav h0il0na 9num step ta hoi e na…

Level 0

পোস্ট অনেক ভালো হইছে।চালিয়ে যান ।

অফটফিকঃ
সাগর ভাই, আপনার w35 এবং w65 এর মধ্যে কোনটি ভালো মনে হয়? আমি ৬-৭ বাজেটের একটি এন্ড্রয়েড ফোন কিনতে চাইতেছি । তাই আমার জন্য আপনার উপদেশ কি? আপনার বাস্তব ব্যাবহারিক অভিজ্ঞতা থেকে জানাবেন। আর ২৫৬ এম বি রেমে এবং জেলিবীন অপারেটিং সিস্টেমে কয়টি এপস ইন্সটল করা যাবে?

Level 0

@marahim vai w65 a shob e valo dise but intrlnl memory kom ar ram kom
ar theke apni w35 ta nite paren valo hobe

Level 0

Unroot করার কী কোন ব্যবস্খা আছে? রুট করলে কী সেট স্লো হয়ে যেতে পারে কী?
দয়াকরে জানাবেন।

    @fc: আমি এখনো কোন প্রবলেম এ পরি নাই , আর সেট কোন রকম স্লও হয় নাই , এই সফটওয়্যার দিয়ে unroot করা যায় না । তবে অন্ন সফটওয়্যার দিয়ে যায় ।

ধন্যবাদ টিউনটির জন্য। আপনার ড্রাইভারটি আমার বেশ কাজে লেগেছে। রুট করতে পেরেছি ভালভাবেই। তবে Supersu_Apk আপনার পদ্ধতিতে ইনস্টল হয়ে গিয়েছে আগে থেকেই এবং এটা কি আনইনস্টল করে রার ফাইলে যেটা দিয়েছেন সেটা ইনস্টল করব কি এবং সেটা কিভাবে করতে হবে। আর অন্য সবাইকে বলছি ৯ নং পদ্ধতিটা একটু জটিল হতে পারে। এক্ষেত্রে কয়েকবার চেষ্টা করুন। মোবাইল বন্ধ অবস্থায় ইউএসবিতে কানেক্ট করুন। ৩-৪ সেকেন্ডে হয়ে যাবে। আর অবশ্যই ড্রাইভার ইনস্টল করে সবকিছু করবেন।

৯ নাম্বার স্টেপ এ এসে আপনাদের অনেকর ই প্রবলেম হচ্ছে , তাই আপনাদের জন্য আমার এই ভিডিও Tutorial টি । আশা করি এইবার আপনারা সবাই পারবেন রুট করতে , তারপরেও প্রবলেম হলে কমেন্ট করবেন , আপনাদের সাহায্য করতে চেষ্টা করব । আর যারা সফল হবেন তারাও জানাবেন এবং অন্যদের সাহায্য করবেন । আপনাদের সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

http://youtu.be/dbEC5IF94ME

vai ei driver dia ki w30 root kora jabe…?
onek problem e asi pls ektu help korben.
kivabe w30 root kora jai..?
try korsi but parsina…
jodi apnar jana kono upai thake pls help koren.
r jodi somvob hoi apnar cell no ta diben pls.

    @proshenjit kumar: hote pare tobe ei method a hobe na , ei driver diye onno software diye hote pare , jemon unlock root pro , one click root . etc tobe driver eta dile e hobe software je tai use koren .

      Level 0

      @সাগর: ভাই recovery_twrp_w35.img ফাইল্টা কই পাইছেন | w35 তো ICS কিন্তু W30 তো Gingerbread। স্ক্যাটার ফাইল আর recovery_twrp_w35.img ফাইল গুলা কিভাবে বানাব লিঙ্ক থাকলে দেন ।

Level 0

ধন্যবাদ, রুট করতে পেরেছি। but PHONE STORAGE ar space to ak i asa. Ata ki barano somvob?

    @manoshw35: Welcome !!! ha barano somvob tobe ami ekhono seta kori nai , eta niye techtunes er android cetegory te tune ase ektu khuje dheken peye jaben .

Level 0

ami parlamna kn :/ 9num ta h0i na

    @tt.mahade: apni amar video tutorial khub valo kore dheken , then pc ta restart diye natun kore sob sure koren ,, hoye jabe. tar pore o jodi na hoy tahole comment koren help korar chesta korbo. http://youtu.be/dbEC5IF94ME ভিডিও Tutorial

      @সাগর: VAI AMAKE SYMPHONY W35 AR FLASH TOOL AND ORGINAL FIRMWARE DOWNLOAD LINK DAN PLZ AMI ROOT KORTE PARSI BUT root folder thaka kisu file delet koray phone r on hoy na pura puri. i need to flash it plz help me… jodi apni amake firmware + flash tool + instraction ta dan khub upokrito hobo. amar hone kinsi matro 4 din hoisa… plz help….

ভাই সব কিছুই তো করলাম। ৩০ বারের বেশি ট্রাই দিছি। কাজ হয়না 🙁 ৩টা আলাদা পিসি তে ট্রাই করলাম 🙁

    @proteek-kmc: { Flash Tool টি যেহেতু Portable Version তাই আপনারা যারা Windows7 এর Service Pack 1 এবং যারা Windows 8 ব্যাবহার করেন , তারা অবশ্যই Flash Tool টি “Run As Administrator” এ ক্লিক করে ওপেন করবেন । তা না হলে কাজ করবে না ডাউনলোড হবে না ৯ নাম্বার স্টেপ এ । ধন্যবাদ । }
    এই ভাবে আর এক বার করে দেখেন ।

      @সাগর: করলাম। কিন্তু এতেও কাজ হচ্ছেনা। আমার কপালে রুট নাই ভাই 🙁

Level 0

বন্ধু @সাগর তুমি কি শুরু করলা ? তুমি দেখতাছি আমারে w35 কিনাইয়াই ছাড়বা।

    @PrinceKU: হুম তারাতারি কিনে ফেল আর চমক আসতেছে সামনে ।

{ Flash Tool টি যেহেতু Portable Version তাই আপনারা যারা Windows7 এর Service Pack 1 এবং যারা Windows 8 ব্যাবহার করেন , তারা অবশ্যই Flash Tool টি “Run As Administrator” এ ক্লিক করে ওপেন করবেন । তা না হলে কাজ করবে না ডাউনলোড হবে না ৯ নাম্বার স্টেপ এ । ধন্যবাদ । }
Thanks manoshw35

খুউউব ভালা হইছে 😉

vai amar ek frnd gotokal (04.08.2013) ekta w35 kinlo , kintu oitar settings> app> Downloaded theke kono app (temple run , max Player) e move korte partesina, move to sdcard option tai show kore na, w35 a app move korar system ta ki???????????????????

Level 0

@সাগর , আজ যে চমক তুমি আমাদের দেখাইলা সেটাতো তুলনাহিন ছিল 😀 কি সেটা আর কাউরে কইলাম না । যাই হোক তুমি আমাদেরকে চমকাইতেই থাকো । তোমার জন্য রইল শুভ কামনা।

গত ৬ ঘন্টা যাবত চেস্টা করছি কাজ হচ্ছে না, ব্যরথ হয়ে কমেন্ট করতে হলো । বিঃ দ্রঃ আমি আপনার সব প্রসেস চেষ্টা করেছি, তোবুও অই ৯ নাম্বারে আটকিয়ে যাই। ভাই দয়া করে যদি সমাধানটা দিতেন তাহলে খুবই উপক্রিত হতাম।

    @টেকনোলজিষ্ট: { Flash Tool টি যেহেতু Portable Version তাই আপনারা যারা Windows7 এর Service Pack 1 এবং যারা Windows 8 ব্যাবহার করেন , তারা অবশ্যই Flash Tool টি “Run As Administrator” এ ক্লিক করে ওপেন করবেন । তা না হলে কাজ করবে না ডাউনলোড হবে না ৯ নাম্বার স্টেপ এ । ধন্যবাদ । }
    এই তা অ্যাপ্লাই করে একটু দেখুন ।

Vai “Run As Administrator” dia dekhechi, same problem…….Please solved this……. 🙁

Finally Root korte sharthok holam… Dhonnobad shagor bhaia… Bhaia apnar tune e may be akta jinish miss korechen bola or hoito apnar pc te age theke “MT6577 USB VCOM” name Driver ta setup kora chilo jar karone “Flash tool” e download start kore phone usb te dilei peye jachchilo…. jai hok amio 2 mash mash holo w35 kinechi… kinar por thekei lege achi eta root korar pichone. super1click theke shuru kore net e ja ja pawa jae motamuti shob kichu diei try kore jokhn hoini tokhn ami guess korchilam je symphonyr ei phne gular internal architecture HTC er e hobe. karon net e porlam je HTC er root korar system shompurno alada. jai hok, XDA Developers e apnar FPTools er etau dekhechilam kin2 pore are try kore dekha hoini…. Bhaia ekhane onkeri aki comment je hochena bar bar try korar poro. amaro hochchilona. pore MT6577 USB VCOM driver ta instal korar por kaj koreche. ami link ta die dichchi. Apni chaile apnar tune tae eta edit kore add kore dien. Dhonnobad bhaia darun akta tune korechen….
http://androidurdu.com/download/MT6577%20USB%20VCOM%20drivers.rar

    @জীবন্ত: প্রথমে আপনাকে স্বাগতম । এটা হবার কথা নয় কারন w35 এ mtk6575 এর chipset দেয়া আছে । যাই হোক আমি এই ড্রাইভার এর লিঙ্কটাও দিয়ে দিচ্ছি । ধন্যবাদ শেয়ার করার জন্য ।

পারছি ভাই 😀 অনেক অনেক ধন্যবাদ 🙂

ভাই স্ক্রিণশট, রিকভারী, ফাইল সবই তো আমারটা ইউজ করলেন একটা থ্যাঙ্কস কি আমার প্রাপ্য ছিল না :'(

    @মুশফিকুস সালেহীন: অবশই ধন্যবাদ পাবেন । আপনাকে ধন্যবাদ , এখানে আপনার আমার বলে মনে হয় তেমন কিছু ই নাই , কারন এগুলো সব এ ওপেন সোর্স আর আমি যেখান থেকে নিয়েছি সেখানে ও অর্থাৎ http://www.xda-developers.com/ এ এটাকে কপি রাইট দেয়া ছিল না । যাই হোক যেহেতু image গুলো আপনার তুলা সেহেতু আপনি অবশই ধন্যবাদ পাবেন । আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ।

বিশেষ দ্রষ্টাব্য : এর পরও যদি কাজ না হয় তাহলে Prince-kmc ভাইয়ের এই টিউন টা দেখুন । ধন্যবাদ
https://www.techtunes.io/android/tune-id/230169#comment-447192

বিশেষ দ্রষ্টাব্য : এর পরও যদি কাজ না হয় তাহলে Proteek-kmc ভাইয়ের এই টিউন টা দেখুন । ধন্যবাদ, Sorry আমি প্রথমে নাম টা ভুল লিখছিলাম ।
https://www.techtunes.io/android/tune-id/230169#comment-447192

Level 0

Thank you Vai…..Ami peresi root korte…amr j ki khusi lagtase ……again Thanks….

Level 0

thanks vai but akta problem…super user a play korle play store a update name a kono button asena just open ase ……open korl abr aitai ase plz help…….thanks

    Level 0

    @shojol: ভাই আমি@shojol: ভাই আমিও তো একই সমস্যায় পড়েছি। আমি কিভাবে সমাধান করলেন? দয়া করে জানাবেন কি?

Level 0

Thank vai………..100% rooted complete

SHARA RAT CHESTA KORE O PAR LAM NA 9 NUMBER..PLS HELP

POP UP KONO MSEG ASE NA… PLS HELP ME

Shara rat chesta kore o parlam na . khob kosto lagse bay pls help korben. my skype: quality.sq
my cell:01911032020

amar video ta dheksen ? http://youtu.be/dbEC5IF94ME

Level 0

@sumon Tumi https://www.techtunes.io/android/tune-id/230169 ai link thaka driver ta install koro……tomar moto ami o 3 hour por root korte peresi.oikhan thaka driver ta install kore tarpor @sagor vai er 2 no. thaka suru koro hoya jabe must be..Thanks

যে নেট কিভাবে ভিডিও দেখব ।

Level 0

১ ঘণ্টা ধরে বসে আছি। কোনো পপ আপ মেসেজ পাইলাম না । সব কিছুই ত থিক মত করলাম তাহলে সমস্যাটা কোথায় ?? প্লিজ হেল্প করেন।

vi amar symphone w35 stock rom dorkar

Level 0

sagor vai root to hoilo akhon w35 a free net with vpn just like orbot or others….aita niya akti post din…..tahole amra aro onek upokrito hobo.thanks

”shojol” vai-er sathe amio ekmot, walton primo root kore ”orboot” dia khub sundor vabe free net use korechi but w35 root korar por o kaj hocche na, emonki other’s way-teo bertho, ta chara company k ek gada taka dia android-e net use kora j kotota jalamoy seta obossy bole dite hobe na. so……. please kichu ekta koren….

Sagor vai root to hoilo akhon w35 a free net with vpn akti post dien tahole amra aro onek upokrito hobo.thanks

Level 0

সাগর ভাই রুট তো করেছিলাম, কিন্তু একটা পাকনামি করতে গিয়ে পুরো ও এস ফরম্যাট করে ফেলেছি, এখন আর আমার ফোন অন হচ্ছে না। মনে হয় নতুন করে ফ্ল্যাশ ফাইল দিতে হবে। যদি সমাধান দিতেন তাহলে উপকৃত হতাম।

customer care এর সাথে যোগাযোগ করুন , আমার নিজেরটাও আমি ডেড করে ফেলসিলাম ওরা ঠিক করে দিছে , ডেড সেট ঠিক করতে হলে খুলতে হবে আর সেট খুললে আপনি ওয়ারেন্টই পাবেন না । তাই না খুলাই ভালো । ধন্যবাদ ।

    @সাগর: আর মনের ভুলেও এটাতে Custom rom দিতে জাবেন না । তাহলে সেট ডেড হয়ে যাবে । আমার টা হয়েছিল তাই আপনাদের সাবধান করে দিচ্ছি কারন এটা যেহেতু নাতুন সেট তাই এর জন্য এখনো কোন ভালো রোম বের হয় নাই ।

Level 0

টেকনোলজিষ্ট@ vai ami amr symphony w35 a orbot use korte peresi….apni zahid vai er ai tune ti dakhunhttps://www.techtunes.io/android/tune-id/215624 r gpmms setting a proxy and port ta diben na …thanks

Level 0

এস,এম,সুমন নেট@ apni free net er jonno amr ager comment ta dakta paren …thanks

Level 0

প্লিজ, আপনি source লিঙ্কটা দেন; নয়তো কিভাবে recovery_twrp_w35.img ফাইলটা … এড় জন্য বানাবো তারাতারি বলেন। আমার FB প্রোফাইল https://www.facebook.com/riKhandaker ; ফোন নাম্বারটা পাঠান প্লিজ।

    Level 0

    @rafi13: Symphony W30 te use korbo. Upore missing

Level 0

Brother WinXP SP2 te Scatter loading file ta nisse na. Error dekhai, winxp te ki hobena?

Level 0

সাগর ভাই, আনেক ধন্যবাদ এত সুন্দর একটি টিউনের জন্য। আমি আপনার দেয়া ইন্সট্রাকশনে ROOT করতে পেরেছি। কিন্তু সমস্যা ফোন অন করা পর “SuperSU Installer” অপশনটি আসে এখানে “Play” ও “TWRP” দুটো বাটন আছে। “Play” বাটনে ক্লিক করলে “Open” এসে একই পেজ আসে। আর “TWRP” প্রেস করলে “An error occurred while downloading SuperSU. Please try again later.” আপনার দেয়া Supersu_Apk_1.34.apk ফাইলটি install করতে গেলে বলে “[app not installed]An existing package by the same name with a conflicting signature is already installed”.

ভাই এখন আমার করনীয় কি? এই প্রোসেস কমপ্লিট না হলে তো Rooting কমপ্লিট হচ্ছে না। Help me!

Level 0

সাগর ভাই।।।। w82 r Root procces ta dile kusi hoitam /any link

shagor bhai apnar help dorkar… Fb id ta dan plz. amr w35 er stock rom ta lagbe

sagor vai flash tool er link ta koi pamu….doya kore diben ki?????

vai amar w35 er er mac ektu por por change hoya jay…solution dite parben sagor vaiiiiiiiiiiiiiiii

কারো রিকভারি করার পদ্ধতি জানার ইচ্ছা থাকলে এদিকে আসেন। গুরুত্বপূর্ণ…!!

https://www.techtunes.io/android/tune-id/245899

Level 0

@all. Pls help.

1 .rar file ta kivabe install dibo?
Extract kore? Extract korle to videor moto ”All MTK …” pai na.
File pawa jay . Egula install dibo kivabe?

2. SP Flash tool ta kivabe ki korbo?

Pls help… kritoggo thakbo..

Level 0

root korle ki warranty thakbe moshai?

Level 0

done.but a little problem.set slow hoy jay.set unroot korta cila ki korta hoba

@সাগর: ভাইয়া, আপনার ভিডিও টিউটোরিয়ালে All mtk driver(11 mb) install দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু টিউনে কোথাও সেটার লিংক নেই। আপনি যে দুইটি driver এর লিংক দিয়েছেন তা MT6577 USB VCOM drivers যার সাইজ 1.03 mb.
11 mb এর ওই driver না থাকায় driver সঠিক ভাবে install হচ্ছে না।

Level 0

সব টিক মতো করলাম কিন্তু ডাউনলোড ০% থেকে বাড়ছে না

Level 0

কাজ হয়েছে। ধন্যবাদ

    @BM_Tasin
    ভাই, video tutorial এর নিচে যেই লিংক রইছে সেটা দিয়ে কি করব? ওটাও কি লাগবে?

সাগর ভাই প্লিজ আপনার ফোন নাম্বারটা কি একটু দিবেন। [email protected]
please please

অনেক ধন্যবাদ। রুট করতে পেরেছি। রুট করার সাহস পাচ্ছিলাম না। তখন এই পোস্টটা দেখে সাহস পেলাম:
https://www.techtunes.io/android/tune-id/230169
এই পোস্ট মোতাবেক ড্রাইভার ইন্সটল করে তারপর আপনার নির্দেশনা অনুযায়ী সব স্টেপ ফলো করলাম। হয়ে গেল! শুধু SuperSU app টা নামিয়ে নিতে হয়েছে Play store থেকে (Real APK Leecher দিয়ে)। আর ভিডিওটা দেখে সবই পরিস্কার বুঝতে পেরেছি। হয়তো ভিডিওটা না থাকলে রুট করতে পারতাম না।