PowerAMP, Winamp, JetAudio কে পিছিয়ে দিল Player Pro [ অ্যান্ড্রয়েড এর বেস্ট প্লেয়ার ]

বেশ অনেকটা সময় কেটে গেল টিউন আর করা হল না। যাই হোক, এর মাঝে অনেক দিন ধরে অ্যান্ড্রয়েড ফোনের এর জন্য খুব উচ্চ গুণগত সম্পন্ন মনের মতো একটা ভালো মিউজিক প্লেয়ার খুঁজছিলাম। যা শেষ অবধি পেয়েও গেলাম। যদিও এর আগে PowerAMP, MortPlayer, Winamp, JetAudio, N7player, Maven3D player, Rocket Player, Mixzing player, Player Dreams, Sensor music player, Fusion Player, Daroon Player, NGR player, TTpod, Pixi Player, Real player, Picus audio player, Me player, Equalizer player, Neutron player, WT player, Media plus player, Player3D music, Xplay player আর ও অনেক যা এখন আর নাম মনে নেই। এমনকি Android JellyBean 4.2 এর ডিফল্ট প্লেয়ার ব্যবহার করেও মনের মতো হ্য়নি।যদিও কথাগুলো অনেক বেশি বলা হল কিনা?

প্রশ্নঃ-  এখন অনেক দামি প্রশ্ন হল, এতকিছু পড়ে, এতে পাঠকের লাভ কি?

উত্তরঃ- অবশ্যই, পুরো লেখাটাই তো পাঠকের লাভের উদ্দেশ্য। যারা উচ্চ গুণগত সম্পন্ন মনের মতো একটা ভালো মিউজিক প্লেয়ার খুঁজছিল, তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করা হল। দেখো, এবার সমস্যা সমাধান হয় কিনা।

১.  সমস্যা ==  মিউজিক প্লেয়ার [ অ্যান্ড্রয়েড ফোনের এর জন্য ]

২.  সমাধান == Player Pro v2.72 [ Full Version[ ফ্রী ] এত গল্পের পর, উত্তর টা কেমন যেন ছোটো ও কর্কশ মনে হচ্ছে তাই না।

প্রশ্নঃ- Player Pro কেন উচ্চ গুণগত সম্পন্ন মনের মতো একটা ভালো মিউজিক প্লেয়ার হতে যাবে? 

উত্তরঃ- Player Pro এর বৈশিষ্ট্য আলোচনা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

Player Pro এর বৈশিষ্ট্য === . Google Play Store এ রেটিং আছে ৪.৬ – ৫ এর মধ্য।

. যেকোনও নাম দিয়ে গান সার্চ করা যায়। আর্টিস্ট, অ্যালবাম এমনকি ফোল্ডার  এর মধ্যমে ও গান প্লে করা যায়।

. Bass , Stereo , Bit , Themes  ইছা মতো পরিবর্তন করা যায়।

. Equalizer, 3D বা Reverb effects দেওয়া যায়।

 ৫. Tru- Bass, DTS, SRS Effect বা Virtualizer Effect দেওয়া যায় DSP Pack plugin করে।

. Widget Support করে, এমনকি Background ও কালার পরিবর্তন করা যায়, Headset এবং  Bluetooth দিয়ে পুরোপুরি কন্ট্রোল করা যায়।

. Shake [সেক ] ফিচার আছে যা দিয়ে গান পরিবর্তন ও থামানো যায়।

. সেন্সর দিয়েও গান কন্ট্রোল করা যায়।

. এর অন্যতম সুবিধা হল এটি আবার ভিডিও প্লেয়ার হিসাবে যেকোনো ফরম্যাট এর ভিডিও চালানো যায়।

১০. স্কিনএ সুউফ করলে গান পরিবর্তন তথা অ্যালবাম ও পরিবর্তন করা যায়।

১১. UI তথা গান চলানো, প্লে লিস্ট করা, সব কিছু খুবই সুন্দর এবং ফেক্সিবেল। সব সার্টিফিকেট তো আমিই দিলাম, তোমরা তাহলে কি দেবে?

সমালোচনা === উপরে উল্লেখিত সকল প্রকার প্লেয়ার এর মধ্য PowerAMP নিঃসন্দেহ খুবই উচ্চ গুন সম্পন্ন প্লেয়ার। কিন্তু এটি ট্রায়াল ভার্সন থাকে, যদিও ফুল ভার্সন পেলেও তা আদতে সফল হয় না। , যদি ট্রায়াল ভার্সন কে ফুল ভার্সন এর মতো চলানো যায়,তার জন্য ফোনের PowerAMP ইন্সটল করার পর যে ট্রায়াল ডেট থাকে তা শেষ হয়ে গেলে, ফোনের ডেট টি পিছিয়ে দিলে আবার ও চলতে থাকে। কিন্তু তা অনেকেরই সমস্যা হয়। যদি টাকা দিয়ে কিনতে চাও তাহলে তো কথা নেই।

তাই Player Pro [ ফ্রী ] এর গুনগত মান একাই হবার পরও ফুল ভার্সন এ কোনও সমস্যা নেই। এমনকি অ্যান্টিভাইরাস টেস্টেড,গুগুল ভেরিফায়েড ও কোন ঝামেলা ছাড়া, যা বিভিন্ন সাইট থেকে সহজে পাওয়া যায়। এরকমই একটি সাইট এর ঠিকানা দিলাম যা থেকে সর্ব শেষ ভার্সন টি ১.ডাউনলোড ২.Download  করে মিউজিক উপভোগ করতে পারো নিশ্চিন্তে।।

উপরে উল্লেখিত Player Pro এর বৈশিষ্ট্য বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। কোন প্রকার সমস্যা হলে জানাতে ভুলো না। 

এর পর..............................আবারও নতুন কিছু নিয়ে কথা হবে..................।।

Level 0

আমি Mohinur MN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Jar kase jeita valo lage… Ami jodi adicted hoi tahole ami mod er safai gaibo…. Etai savabik… Jodio mod kharap….

নারে ভাই POWERAMP এর মত এত ইউজার ফ্রেন্ডলি আর শক্তিশালি মিডিয়া প্লেয়ার আর একটাও আমার মোটেও পছন্দ হয়নি আমি অডিও গান শুনতে এইটার মত আর একটাও বেস্ট অডিও প্লেয়ার আর একটাও পাইনি । আর ট্রায়াল ভার্সনের কথা বলতে গেলে ১৫ দিন ট্রায়াল ভার্সন শেষ হবার পর আমি Poweramp প্লেয়ারটি আনইন্সটল করে দিয়ে সেট বন্ধ করি এবং আবার চালু করে ইন্সটল করি আপনিও চাইলে ট্রাই করে দেখতে পারেন যে তা আবার ১৫ দিনের ট্রায়াল ভার্সন হয়ে যায় এতে করে সেটের টাইম আর পিছানো লাগেনা আমি আমার এন্ড্রয়েড সেট কেনার পর থেকেই Poweramp ব্যাবহার করে আসছি । মাঝে মাঝে অন্য প্লেয়ার নিয়ে টেস্ট করেছি কিন্তু একটাও ভাল লাগেনি আর প্লেয়ার প্রো তো আমার কাছে একটুও ভাল লাগেনি তাই আমার কাছে অডিও প্লেয়ার Poweramp আর ভিডিও প্লেয়ার Mx Player সবচাইতে বেস্ট মনে হয়েছে ….

Level 0

দয়া করে, সমালোচনা এক টু দেখুন। player pro full version কয়েক দিন চালিয়ে দেখুন। poweramp ভাল, কিন্তু সাউন্ড Out জন্য Tru- Bass, DTS(htc), SRS Effect বা Virtualizer Effect অনেকটা ভালো। আমি ও poweramp use করি, তাছাড়া ফুল version চালানো মজা আলাদা। বাকিটা নিজের উপর ।

Level 0

poweramp ভাল, কিন্তু সাউন্ড Out জন্য Player Pro এর Tru- Bass, DTS(htc), SRS Effect বা Virtualizer Effect , gapless & fade playঅনেকটা ভালো। আমি ও poweramp use করি, তাছাড়া ফুল version চালানো মজা আলাদা। বাকিটা নিজের উপর ।

thanks vai….ami agee power amp use kortam bt trail version howay khub problem hossilo . eta power amp r cheye kono ongse kom na , amar kase khub valo lagse…a rokom ekta player e khujtesilam etodin .

Level 0

“Mixzing” player ta use kore dekhte paren……….onno shob ar valo lagbena….

Level 0

vai TT pod best

Level 0

Ri8 sajal vai, ttpod er upre kono music player nai. Ar jara english gaan shune tader jonno eitai one and only best music player TTPOD.

PowerAmp Is The Best.