আমার ANDROID জীবনের দারুণ একটি অভিজ্ঞতা!!

আজ আপনাদেরকে আমার একটি মজার অভিজ্ঞতা বলবো! জীবনে প্রথম রুট করার পর আমি বেশ ভাল বিড়ম্বনায় পড়েছিলাম!
যদিও আমার মাথায় কিরিঙ্গি বাজি বুদ্ধি অনেক তাই সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম!!
যাইহোক রুট করার মহা উপকারিতা সম্পর্কে জানার পর রুট করলাম৷ যদিও রুট করতে কোন সমস্যা হয়নি। খুব সহজেই কোন ঝামেলা ছাড়াই করতে পেরেছিলাম কিন্তু রুট করার পর মেইন কাহিনী শুরু!!

প্রথমেই আজাইরা সব সিস্টেম এপস গুলো রিমুভ করলাম স্পেস বাড়ানোর জন্য। ভাল কথা আমার সেটের ডিফল্ট লন্চারটি মোটেও পছন্দ হইতো না। আমার গো লন্চার ইনস্টল করা ছিল এবং ওইটাই ব্যবহার করতাম তাই সিস্টেম লন্চার টা ডিলিট করে দিয়েছিলাম। ভালকথা অনেক গুলো এপস ডিলিট করার দেখলাম স্পেস নামে মাত্র কমেছে। তাই সেট ফ্যাক্টরি রিসেট মারলাম! কিন্তু রিসেট মারার পর আমার মাথায় হাত!!

মোবাইল অপেন হওয়ার পর শুধু স্ক্রিনলক টা আসে!

লক খুললে পুরাই ব্লাঙ্ক শুধু স্ট্যাটাস বারটা উপরে আর পুরা খালি!
মাথায় হাত!! মেনু, সিটিং কিছুতে যাওয়ার কোন উপায় নাই!

মনে পড়লো আবালের মতো সিস্টেম লন্চার রিমুভ করে ফ্যাক্টরি রিসেট মারছি!! এতোবড় আহাম্মকী কেমনে করলাম!! এখনকা কি উপায়!!

তো এইবার চিন্তা করতে লাগলাম কেমনে কি করমু! মাথায় বুদ্ধি আসলো একই মোবাইল আমার বন্ধু ব্যবহার করে, ওর
থেকে লন্চার টা ব্লুটুথ দিয়ে নিয়ে নিলেই হবে! স্ট্যাটাস বার থেকে ব্লুটুথ অন করা যাবে! কিন্তু সমস্যা অন্য জায়গায়!
ব্লুটুথ দিয়ে নিতে হলে ব্লুটুথ অন করে ডিসকভারেবল করতে হবে! কিন্তু সেইটা করমু কেমনে!? সেটিং এ যাওয়ার ই তো কোন উপায় নাই! ল ঠেলা! মনে মনে নিজেরে নিজেই গাইল্লাইয়া শেষ!

হঠাৎ মনে হইলো উপায় একখান আছে! স্ক্রিন লক থেকে মেসেজ অপশনে যাবার সুযোগ ছিল! এই সুযোগ টাকেই
কাজে লাগালাম! মেসেজ অপশনে গিয়ে একটা ওয়েব এড্রেস
লিখে নিজেকেই নিজে সেন্ড করলাম!!! ওয়েব এড্রেস পাঠানোর পর নিজের কাছেই ওই মেসেজ আসলো! তো এখন ওই এড্রেস এর উপর ক্লিক করলাম সঙ্গে সঙ্গে ব্রাউজার
ওপেন হয়ে গেল!! ভাগ্য ভাল সিস্টেম ব্রাউজার টা রিমুভ মারি নাই!

এখন ব্রাউজার থেকে Xplore ফাইল ম্যানেজার ডাউনলোড করে অপেন করে ইনস্টল করলাম এবং অপেন করে সুন্দর
করে গো লন্চার টা ইনস্টল করলাম! এবং সেই যাত্রায় কিরিঙ্গি বাজি বুদ্ধির জন্য রক্ষা পেলাম! মনে আমার শান্তি ফিরিয়া আসিলো!

ঘটনা থেকে আপনার শিক্ষনীয় অনেক কিছু আছে! 😛

অ্যান্ড্রয়েড এপস্ এবং গেমস্ ডাউনলোড করতে ভিজিট করুন আমার সাইটে।

Android Apk Themes & Launcher

আর কানেকটেড থাকুন আমার পেইজে

Android APK™ Official Page 

Level New

আমি অ্যান্ড্রয়েড বস্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am an android fan.. and i established a website for android apps and games. i hope you must like it


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আছা ভাই রুট করলএ কী সব সময়ব স্পেস নামে মাত্র কমে।

    @moboguru: এইটা নির্ভর করে কয়টা এপস রিমুভ করবেন এবং কি এপ রিমুভ করবেন তার উপর!

nice post . এন্ড্রয়েড এর root এর উপকারিতা এবং অপকারিতা সম্পরকে আরো জানতে http://www.itsegment.net/772 এখানে যেতে পারেন।

Level 0

thanx

সত্যিই ভাই আপনার বুদ্ধির তারিফ করতে হয় । আপনার মত পরিস্থিতিতে পড়লে মাথা পুরাই নষ্ট হইয়া যাইত এই রকম একটা কিরিংগি বুদ্ধি শেয়ার করার জন্য ধন্যবাদ ।

সত্যি ভাই আপনার বুদ্দির তারিফ না করে পারলাম না…

ভাই আপনার বুদ্ধির তারিফ করতে হয়। আমি ও ঠিক এই রকমই সমস্যায় পরছিলাম। আমারও W10 । আমিও ডিফল্ট লাউন্সার ছাড়া অন্যান্য সিসটেম এ্যাপ গুলো রিমুভ দেবার (এ্যাপ গুলা এসডি কার্ডে ব্যাকআপ রাখেছিলাম।) পর যখন দেখি ফোন এর মেমোরি খুব একটা বাড়েনি ফোন ডায়ালার এ্যাপটা ওপেন হইতেছিল না তাই কাওকে ফোন ও করতে পারছিনা, তখন দিলাম ফেকটোরি রিসেট কিন্তু ভুল বসত Erase Sd card এ টিক দিয়ে দিই। তাতে আমার এ্সডি কার্ড ফরমেট হয়ে যায় এবং ব্যাকআপ নেওয়া সিসটেম এ্যাপ গুলোও ডিলিট হয়ে যায় ও আমার ফোন ডায়েলার এ্যাপ ও আগেরও মতই ওপেন হচ্ছে না। এখন তো আমার নাওয়া খাওয়া বন্ধ। ফেবুতে এ্যানড্রয়েড কথন গ্রুপে পোস্ট করলাম, গুগল মামেুরে জানাইলাম কিন্তু কেও আামকে কোন সাহায্য করতে পারে নাই পরে গুগল মামুরে জিগাইলা যে W10 এর স্টক রম আছে কিনা মামু কইলো তার খুজে নাই তখন বলেন আমার কি অবস্তা।

পরে টিটিতে পোষ্ট করি সেখান থেকে iskepal ভাই তার একটা টিউনে আমাকে হেল্প করেন এবং তিনি কিছু কাষ্টম রম এর লিংক দেন আমি তা নামিয়ে আমার ফোন ফ্লাশ করি ও আমার ফোন ঠিক হয়। কিন্তু আমি চিন্তা করি আমার সেটের ওয়ারিনটি আছে যদি ও দের কাছে সেট যায় তবে তো ওরা ধরে ফেলবে যে আমার সেট রুট করা তাই আমি চেষ্টা করতে লাগলাম সেটের স্টক রম টা সংগ্রহ করতে। তখন আমার এক বন্দুর এই সেট ছিল তার সেট নিয়ে এসে রুট করে তার থেকে স্টক রম ব্যাকআপ নিয়ে আমার সেটে রিস্টের করি আবার সব ঠিক। কিন্তু আমি পাক্কা 2 দিন ঘুমোতে পারিনাই টেনশনে

তবে এই সমস্যায় পরে আমি অনেক কিছিু সিখছি এ্যানড্রেয়েড এর ব্যাপারে এখন আমি রুট করেতে পারি, আনরুট করতে পারি, সিসটেম আ্যাপ ব্যাকআপ ও রিস্টোর করতে পারি, স্টক রম ব্যাকআপ ও রিস্টোর করতে পারি, কাস্টম রম ফ্লাশ করতে পারি ইউজার ডাকা ব্যাকআপ ও রিস্টোর করতে পারি।

আমি যদি এই সমস্যায় না পড়তাম তবে এত কিছু যানতাম ও না।

Level 0

bai same ami o porece

ha ha vai darun laglo.
ami new ektu age join korlam.
apnder sobar post amr valo lage.

vai keo ki amy bolte parben samsung s6500set er bd price koto?

Level 0

Ei system app delete idea ke disilo?

Level 0

দারুন বুদ্ধি

আমার কিছু বলার নাই । তবে ভাই , যা শিখালেন তাতে ভবিষ্যতে অনেক উপকার হবে ।

samsung galaxy music dous S6012 Root korbo kivabe? আছেন কোন মেহেরবান হেল্পানোর জন্য? [email protected]