আপনার এন্ড্রয়েড মোবাইলের মেসেজ,ছবি,ভিডিও ডিলিট হয়ে গেছে? ফিরিয়ে আনুন এখনি (রুট-আনরুট এর জন্য)

বন্ধুরা কেমন আছেন?

আমার এই পোস্ট টি এন্ড্রয়েড ফোন ব্যাবহারকারীদের জন্য ।
আমাদের সকলের মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ কন্টাক্ট নাম্বার ,ছবি, ম্যাসেজ, ভিডিও থাকে ।কিন্তু তা যদি ডিলেট হয়ে যায় তাহলে অনেক বিপদে পরতে হয় কারন তা আর ফিরে পাওয়া যায় না ।
কিন্তু যারা এন্ড্রয়েড ফোন ব্যাবহার করেন তারা আজ থেকে পারবেন । চলুন দেখি কি করে তা করবেন ……

একটি সফটওয়্যার এর মাধ্যমে এই কাজটি করতে হবে । সফটওয়্যারের নাম Wondershare Dr.Fone

১) সফটওয়্যার টি এখান থেকে নামিয়ে আপনার পিসি তে ইন্সটল দিন ।

২) এখন আপনার মোবাইলে ২০% চার্জ নিশ্চিত করুন ।

৩) এখন আপনার মোবাইলটি পিসির সাথে কানেক্ট করুন ।

৪) এখন USB debugging একটিভ করুন । যদি আপনি USB debugging একটিভ করতে না পারেন তবে নিচের মত করুন ।

1. Android 2.3 or earlier: Enter Settings-> Click Application -> Development -> Click to select USB debugging

2. Android 3.0 to 4.1: Enter Settings -> Developer options -> USB Debugging

3. Android 4.2 and above: Enter Settings-> About Phone -> Tap Build number 7 times in rapid succession-> Back button-> Developer Options -> USB Debugging

৫) পিসির সাথে কানেক্ট(device detected) করার পর নিচের পদ্ধতি অনুসরন করুন ।

আনরুট মোবাইলের জন্য

Device detected হবার পর Start বাটন ক্লিক করুন ।এবং অটোমেটিক analysis করবে ।

analysis শেষ না হয়া পর্যন্ত অপেক্ষা করুন ।

রুট মোবাইলের জন্য

আপনার ডিভাইস যদি রুট করা থাকে তাহলে সুপার উজার পারমিশন চাবে ।তা চাইলে Allow
এ ক্লিক করুন ।

১) যদি কোন কারনে ফেইল দেখায় তাহলে Superuser Request Authorized guide এ ক্লিক করে জেনে নিন সমাধান ।

২) এখন আপনার মোবাইলে USB Storage mode সেট করুন ।

নিচে ভার্সন অনুসারে দেওয়া আছে ।আপনার ভার্সন বেছে নিয়ে সেট করুন ।

Android 2.3 or ealier: Slide down the Notification Drawer -> Click on USB connected -> Click on Turn on USB Storage


Android 4.0 or above: Enter Setting-More… -> USB utilities -> Unplug the device-Connect Storage to PC-Reconnect the device -> Turn on USB Storage

৩) analysis শেষ হলে অটোমেটিক স্কেন করবে ।

৪) স্কেন শেষ হলে আপনার মোবাইলের সকল ডাটা (ডিলেটেড-আন ডিলেটেড ম্যাসেজ +ছবি+ভিডিও+কন্টাক্ট) দেখাবে ।

এখন আপনার ডিলেটেড ফাইল টি সিলেক্ট করে Recover বাটনে ক্লিক করুন ।

আপনার রিকভারি ডাটা আপনার পিসিতে সেভ হবে।

আশা করি পোস্ট টি আপনার কাজে দিবে ।

পোস্ট টি প্রথম প্রকাশিত এখানে ।

পোস্ট টি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন ।

ধন্যবাদ ।

Level 0

আমি nillakash। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার সনি এক্সপেরিয়া যে ইনটারনাল স্টোরেজ থেকে ছবি ডিলেট হয়ে গিয়েছে আমি কি এ ভাবে পুনরুদ্ধার করতে পারব,

Level 2

vai apnar tune ta khub valo laglo…………. but problem hochche active korar jonno code chay seta chara to recover hoy na seta chara to er kono kaj kora jabe na so parle active code ta deyar chesta koren plz………..

Level 0

তাহলে এখান থেকে (http://sharebeast.com/mml2vaxlf4e4) Wondershare Dr.Fone নামিয়ে নিন।

আর রেজিস্ট্রেশন কোড এখান(http://uploaded.net/file/k2na3q4y) থেকে নামান।

কমেন্ট করার জন্য ধন্যবাদ ।

দারুন একটা জিনিস দিলেন কিন্তু ব্যাবহার করতে পারছিনা । Active cod দেন না ভাই ।

Level 0

vai uporer comnt a disi

Level 0

দরকারি একটা soft দিলেন,কিন্তু লিংক দিলেন আবাল মার্কা,ব্রাউজার hang করে downloadদিলে।তারউপর লিংক ও দিসেন তিনটা! ফালতু পোষ্ট

Level 0

plz Help আমি একজন নতুন এনড্রয়েট বব্রবহারকারি আমি একটা সমস্যায় পরেছি কেউ যদি সমস্যাটি সমাধান দিতে পারেন plz সাহায্য করবেন
সমস্যাটা হচ্ছে?
symphony w60 রোট করার পরে ফেনটি Restart চায় ok করার পরে শুধু স্কিন এ symphony লেখা আসছে ফোন অন হচ্ছ না।
কেন অভিগ্য টেকনিশিয়ান যদি সমাধান দিতে পারেনন plz help করবেন।

Level 0

vaia amer samsung galaxy s duos sate a support kora plz help..

Level 0

সম্মানিত টিউনার আপনার টিউনের স্কিনসট এ ব্যাবহার করা সফটওয়্যার টি এন্ড্রয়েড এর জন্য কিন্তু নিচে একজন কমেন্টকারী এক্টিভ কোড চাওয়াতে আপনি যে লিংক দিলেন এটা কি এন্ড্রয়েড এর??? অনুগ্রহ করে পারলে স্কিনসটে ব্যাবহার করা এন্ড্রয়েড ভার্সনের এক্টিভ কোডটি দিন।

তাহলে এখান থেকে (http://sharebeast.com/mml2vaxlf4e4) Wondershare Dr.Fone নামিয়ে নিন।
আর রেজিস্ট্রেশন কোড এখান(http://uploaded.net/file/k2na3q4y) থেকে নামান।

অসংখ্য ধন্যবাদ………………