আপনার Samsung Galaxy ACE S5830 কে Android 4.2.2 Jelly Bean এ আপডেট করুন

আজ আমি দেখাবো কিভাবে কাস্টম রম ব্যাবহার করে আপনার Samsung Galaxy ACE S5830
কে Android 4.2.2 Jelly Bean এ আপডেট করবেন ।
1 (2)

####নিম্নলিখিত নির্দেশিকা দেখে নিন: -

১) শুধুমাত্র স্যামসং ACE মডেল S5830 সাথে এই পদ্ধতি ব্যবহার করুন. S5830i স্মার্টফোনের মত
অন্যান্য মডেল এই পদ্ধতিতে ইনস্টল করার চেষ্টা করবেন না.

২) সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনার বর্তমান ROM-র Nandroid ব্যাকআপ দিয়ে কাস্টম পুনরুদ্ধারের মোড তৈরি করুন. এই পদ্ধতি আপনার বর্তমান ROM-র রিস্টোর পয়েন্ট জন্য গুরুত্বপূর্ণ
(যদি আপনি আপনার বর্তমান অপারেটিং সিস্টেম পছন্দ  না করেন.)

৩)  এসএমএস ব্যাকআপ এবং অ্যাপ্লিকেশন ব্যাকআপ গুরুত্বপূর্ণ.

৪) আপনি Gmail একাউন্ট Sync করুন।

৫) আপনার ফোন ব্যাটারি চার্জার  50% নিশ্চিত করুন।\

####যেভাবে Samsung Galaxy ACE S5830 এ jelly bean Android 4.2.2
Custom ROM ইন্সটল
করবেন ঃ-

১) কোন কিছু পরিবর্তন না করে  কাস্টম রোম ডাউনলোড (লিঙ্ক) করে আপনার পিসি তে রাখুন ।

২) আপনার ফোনকে পিসিতে কানেক্ট করে ডাউনলোড করা রোম টি আপনার ফোনের মেমোরি
কার্ডে রাখুন ।

৩) আপনার ফোন টি অফ করুন।

৪) আপনার ফোনকে CWM Recovery Mode এ রাখুন  ( মানে  Home Button এবং Power OFF
Button এ চাপুন এবং একই সময়ে  CWM Recovery Mode এ বুট করুন)

৫) যখন মেইন মেনুর custom recovery প্রদর্শিত হবে তখন ‘Backup and Restore’  অপশন
সিলেক্ট করুন ।আপনার বর্তমান চলমান ROM-র NAndroid ব্যাকআপ তৈরি করুন.

৬) এখন  ‘Wipe data/Factory Reset’ সিলেক্ট । এই প্রসেস টি  নিশ্চিত করুন।

৭) এখন SDcard’ থেকে জিপ ফাইল ইন্সটল করুন ।এখন SGS2 JB ROM zip ফাইল টি খুজুন এবং
ইন্সটল  দিন ।

৮) রম ইনস্টল করা হলে মেইন মেনুর Recovery Mode এ ফিরে আসুন ।

৯) ‘reboot system now’ অপশন সিলেক্ট করুন এবং প্রসেস সম্পূর্ণ না হয়া পর্যন্ত অপেক্ষা করুন।

১০) এখন গুগল একাউন্ট এ প্রবেশ করুন আর আপানার ডিভাইসের নিয়ন্ত্রণ সম্পর্কে জেনে নিন।

*** এখন সকল কিছু পরিক্ষা করুন আর উপভোগ করুন Android 4.2.2 Jelly Bean

*** যদি আপনার এটি পছন্দ না হয় বা পূর্বের অবস্থায় ফিরে আসতে চান তাহলে আপনি CWM
রিকভারি বুট করতে পারেন এবং ‘backup and restore’ অপশন সিলেক্ট করুন তারপর আপনার
পূর্বে ইনস্টল করা ROM-র Nand ব্যাকআপ পুনরদ্ধার করুন।

**********বিদ্রঃ সম্পূর্ণ কাজ নিজ দাইত্তে করুন । কোন প্রকার ভুল বা ক্ষতি হলে আমি দায়ী নই।

ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।

পোস্ট টি প্রথম প্রকাশিত এখানে 

ধন্যবাদ।

Level 0

আমি nillakash। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi apni j bolasen যেভাবে Samsung Galaxy ACE S5830 এ jelly bean Android 4.2.2
Custom ROM ইন্সটল করবেন er 4, 5, 6 namber option valo bostay pari nai pls details explane me

Level 0

ভাই symphony W25 এর জন্য কি কোন উপায় আছে ??

Level 0

এই রকম বোকামি ভুলেও কেও করবেন না 278 MB RAM দিয়া Jelly Bean এ আপডেট দেওয়াটা গাধারাই করতে পারে।

Level 0

Jelly Bean চালানোয় জন্য মিনিমাম RAM লাগে 750+ আর এই সেট এর RAM 278MB.

Samsung Galaxy ACE GT S5830i এ কি update করা যাবে ?

Level 0

plz Help আমি একজন নতুন এনড্রয়েট বব্রবহারকারি আমি একটা সমস্যায় পরেছি কেউ যদি সমস্যাটি সমাধান দিতে পারেন plz সাহায্য করবেন
সমস্যাটা হচ্ছে?
symphony w60 রোট করার পরে ফেনটি Restart চায় ok করার পরে শুধু স্কিন এ symphony লেখা আসছে ফোন অন হচ্ছ না।
কেন অভিগ্য টেকনিশিয়ান যদি সমাধান দিতে পারেনন plz help করবেন।

[email protected]

Level 0

মোবাইল এর বাঁশ দেয়ার একটা ভালো বুদ্ধি দিসেন ভাই 😀 , এই ফোনতো এমনিতেই slow 😛 RAM এর জন্য