আপনার Android ফোনে Incompatible HD গেম খেলুন আর বেস্ট স্কোর করুন আজই (Root User Only )

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আজকে আমরা দেখব - কিভাবে Android

ফোনে Incompatible  গেম খেলা যায় । বিভিন্ন সেটে বিভিন্ন  গেম  Incompatible  দেখায় ।

অনেক সময় রেসিং গেম খেলার সময় আপনি হয়ত গাড়ি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না ।

আপনার সেটে যে গেমটি আপনি Smoothly খেলতে পারেন না সেটি আজ থেকে খেলতে পারবেন

ইনশাল্লাহ । আপনার ফোনটি অবশ্যই Root করা থাকতে হবে । যারা জেলিবিন রোম ব্যবহার

করেন তারা এই পদ্ধতি ব্যবহার করবেন না  ।

* প্রথমে এখান থেকে  Chainfire 3D apk download করুন ।

*এরপর এখান থেকে Plug-ins rar download করুন । এবার Plug-ins.rar extract করুন ।

Extract করলে ৩ টি zip ফাইল পাবেন । অবশ্যই এই ৩ টি zip ফাইল extract করবেন না । ফাইল

৩ টি zip অবস্থায় SD CARD এ নিন ।

Install পদ্ধতিঃ-

১। Chainfire 3D apk Install করে ওপেন করুন । Superuser request allow করুন ।

২। CF3D option এ যান ।

৩। এবার install option select করুন । ফোন restart নিবে ।

৪। এবার Install plugins/shaders option select করুন । plugins সার্চ হবে । ৩ টি plugins zip

দেখাবে । এক এক করে ৩ টি plugins জিপ ফাইল ইন্সটল দিন । Install complete দেখাবে ।

৫। এবার Fix Market Setting option সিলেক্ট করে Market setting fix করুন ।

৬। এবার Default OpenGL Setting select করুন ।

*Reduce texture quality  তে টিক দিন ।

*Reduce texture size  এ টিক দিন ।

* Use plugin option এ গিয়ে - QUALCOMM select করুন । ফোন restart দিন ।

৭। Chainfire 3D ওপেন করে মিনিমাইজ করে রেখে গেম খেলুন ।

* ৬ নং নিয়মটি শুধু গেম খেলার সময় ব্যবহার করবেন । খেলা শেষে Reduce texture quality  ও

Reduce texture size অপশন দুটির   টিক তুলে দিন । ফোন restart দিন ।

এখন থেকে যখন গেম খেলবেন তখন Chainfire 3D ওপেন করে ৬ নং এ যা যা করতে বলা হয়েছে

তা করবেন ।

বিঃ দ্রঃ *যদি কোন গেমে কালার সমস্যা হয় তাহলে  Reduce texture size অপশনটির টিক তুলে দিন ।

* আপনি ইচ্ছা করলে night mode select করে বিভিন্ন কালারে খেলতে পারেন ।

এবার সবাই মজা করে গেম খেলুন আর ভালো  থাকুন ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চমৎকার টিউন ভাই ………………………

Level 2

download link ঠিক করা হয়েছে ……………

Level 0

vai amar Walton Primo G1 e jelly bean
update deyar por chain fire 3D install dite
partasi na …install driver e click korle phn off
hoe jay and r chalu hoy na…abar flash dile
phn on hoy…. please help koren

    @Sykot: jelly bean এ chain fire 3D সমস্যা হয় । আমি টিউন এ লিখেছি – উপরে দেখুন -“যারা জেলিবিন রোম ব্যবহার করেন তারা এই পদ্ধতি ব্যবহার করবেন না । “

ICS 4.0 te to o Chainfire Open Hoi na…………………..

!!!!!!! জানতে চাই !!!!!
এন্ড্রয়েড মোবাইল বা ট্যাবলেটে কি ব্রডব্যান্ড কানেকশন কি ব্যাবহার করা যায়? মানে কম্পিউটার এর পিছনে RJ port লাগিয়ে যে ইন্টারনেট ব্যাবহার করা হয় সেই RJ port কি Android Tablet এ কি ব্যাবহার করা যায়? Tab টা যদি OTG সাপোর্ট হয়। যেহেতু OTG supported TAB এ কিবোর্ড, মাউস ব্যাবহার করা যায়। প্লিজ কারো জানা থাকলে কমেন্টে করুন।