কিভাবে Xperia P তে Jellybeen Update দিবেন। (Tested)

গত মাসের ২৪ তারিখ সনি এর Xperia P মডেল এর জন্য আন্ড্রয়েট এর সর্ব শেষ আপডেট Jellybeen 4.1.2 বের হয়েছে ।  অনেকেই ফনের আপডেট সেন্টার (OTA) থেকে আপডেট দিয়েছেন কিন্তু এখনও অনেকেই  আপডেট দিতে পারেন নাই । কারন কিছু কিছু দেশে এখনও আপডেট রিলিস পায়নি ।

আমার এই লেখাটি তাদের জন্য কাজে লাগবে যারা এখনও আপডেট দিতে পারেন নাই এবং আপডেট দিতে চান ।

বিঃদ্রঃ এটি অফিসিয়াল আপডেট । রুট করার প্রয়োজন নেই । রুট করা থাকলে উনরুট হয়ে যাবে । মাস মেমোরিতে থাকা ডাটা লস হবে না ।

  • প্রথমেই দুইটি ফাইল ডাউনলোড করতে হবে । একটি হচ্ছে জেলিবিন রম । আরেকটি হচ্ছে এক্সপেরিয়া ফ্ল্যাশ টুল । নিছে লিঙ্ক দেওা হল ।
  • এক্সপেরিয়া ফ্ল্যাশ টুল C:/ ড্রাইভে ইন্সটল করতে হবে ।
  • জেলিবিন রম rar ফিলেটি এক্সট্রাক করতে হবে । এরপর ftf ফাইলটি C:/FlashTool/firmwares ফোল্ডারে চপ্য-পেস্ট করতে হবে।
  • এবার Run FlashTool.exe ফাইলটি ওপেন করতে হবে ।
  • মানে রাখবেন ফোন কিন্তু আগেই কানেক্ট করতে হবে না । ফ্ল্যাশ টুল প্রোগ্রামটি ওপেন হোলে লগে কিছু লেখা থাকবে । লেখার শেষ লাইনটি যেন “Device disconnected” থাকে।
  • এবার মোবাইল অফ করুন । অফ হওার পরে ভলিউম ডাউন বাটন চেপে ধরে USB কানেক্ট করতে হবে । খেয়াল রাখতে হবে ফোনএ যেন সবুজ লাইট জলে এবং ফ্ল্যাশ টুল সফটওয়্যারে লাস্ট লাইনটা যেন “Device connected in Flashmode” লেখা থাকে ।
  • এবার বিদ্যুৎ চিহ্নের বাটনটি ক্লিক করুন । flashmode সিলেক্ট করে ওকে ক্লিক করুন । এরপর যে রমটি আপনি ডাউনলোড করেছেন সেটি সিলেক্ট করুন এবং ওকে চাপুন ।
  • আপনার ফোন ফ্ল্যাশ শুরু হবে । যদি রিকানেক্ট করতে বলে তাহলে আবার ৬ নাম্বার ধাপ অনুসরন করুন ।
  •  ফ্ল্যাশ শেষ হলে লগে লেখা থাকবে “Finished!” । এবার ফোনের USB খুলে ফেলুন এবং অন করুন ।

ব্যাস, আপনার ফোন আপডেট হুয়ে যাবে ।

বিঃদ্রঃ প্রথমবার অন হতে একটু সময় লাগবে, ভয় পাবেন না । আপডেট দেওার আগে  খেয়াল রাখবেন চার্জ যেন ১০০% থাকে । সম্পূর্ণ নিজ দায়িত্তে আপডেট দিবেন । কন ক্ষতি হলে আমি দায়ি থাকব না ।

আরকিছু জানার থাকলে আমার সাথে জগাজগ করুন আমার ফেসবুকএ http://www.facebook.com/raad.ishaque

প্রয়োজনীয় ডাউনলোড লিঙ্ক ; FlashTool : http://depositfiles.com/files/3lz2livfj

Jellybeen ROM : http://www.4shared.com/rar/puDjpgtU/LT22i_62A0400_JB__Central_Euro.html

Level 0

আমি Raad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am a smartphone developer...i think i can help u..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Very nice tune,,,,but xperia p te jelly bean update dele set hang kore,,,,tai debo naaaaaa

    Level 0

    @Dj Adil: ICS er che onek beshi fast…. kno hang kore na…u should try…

@Raad: Xperia Ray ki jelly bean update dea jai ? apner kace Jellybeen ROM er link thakle deban plz bhai

    Level 0

    @sylhety-pula: ভাই রে তে জেলিবিন দেয়া যায় না।

Level 0

plz screen shot den..plz ..that will be more easyer for us… :@Read

Level 0

and ami apner FB te inbox korsi plz okhane o screenshot hoho post ta denn tahole khub upokrito hobo…

Level 0

vai downwload link kaj kore na, new ekta den plz