সেকেন্ডহ্যান্ড Android set কেনার আগে করণীয়

আসসালামুওয়লায়কুম।
এটি টেকটিউনস এ আমার প্রথম লেখা।সভাবতই লেখনীয়তায় কিছু ভুল এ্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন।

আমার মত আনেকেই অনেকেই আছেন যারা অ্যান্ড্রয়েড
ফোনের প্রতি একটু দূর্বল 🙂 ।
আর কম দামে উচ্চমানের ফোন হলে কথাই নাই, আগে ফোন পরে খাওয়া দাওয়া।
তাই আমার মত এখানে যারা অ্যান্ড্রয়েড পাগলারা আছেন এই পোষ্ট তাদেরকে উৎসর্গ করলাম।

১. সেটের ওয়ারেনটি ডেট চেক করতে হবে যদি থাকে।
২. সেটের IMEI 1: ও IMEI2: code ,,box এর সাথে মিলাতে হবে (*#06# ডয়াল করলে তা দেখাযাবে)
৩. সব সেন্সর ঠিক কিনা তা চিক করতে হবে।মুলত সেন্সর নষ্ট হওয়ার পরই মানুষ তার সেট বিক্রি করে দেয়,,,
এর জন্য Google play store থেকে Android sensor box appটি download করে রাখবেন।
এটি দিয়ে সব sensor চেক করতে পারবেন।
৫. bluetooth ঠিক আছে কি না তা চেক করুন (android sensor box apps টি তার মোবাইলে পাঠান।এক কাজজে দুই কাজ:) )
৬. কল করে দেখুন ও handsfree করে দেখুন
৭.mp3 file চালান speaker চেক করুন
৮. battery কত mega harz তা দেখুন মনমত হলে কিনুন।

৯.Andrio version কত ও updateable কত টুকু তা দেখুন মনমত হল কিনবেন
১০.seller কে জিগেষ করবেন কেন সে sell করতে চায়,,"যদি বলে আমার আরো ভাল মোবাইল আছে তাই এটা সেল করছি" ওটাই আপনার জন্য ভাল হবে ::)

আর কিনতে যাওয়ার আগে সেটের full phone sspecifications ...net a search করে দেখে যাবেন।
আর দুরে কোথাও সেট কিনতে যাওয়ার সময়ে আরো এক জন নিয়ে যাবেন।

 

 

 

 

Level 0

আমি aronno_rana। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

কিছু দিন আগে আমি ওয়েব এ একটি Symphony T8 (2nd hand)অ্যাড দেখি।
আমি সিদ্ধান্ত নেই যে আমি সেটটি কিনব।আমি তাকে ফোন করলে আমাকে বলে তার বাড়ি ভৈরব।সেট নিলে কুরিয়া service নিতে হবে।শর্ত থাকে অর্ধেক টাকা এখন দিতে হবে বাকি অর্ধেক টাকা সেট পাবার পর দিতে হবে। ওনি ওখানকার সুন্দরবন কুরিয়া এর ম্যানেজার এর নাম্বার দিল।আমি তার সাথে কথা বললাম যে ওনি সেট পাঠাণের পর কি আবার তুলে নিতে পারবে কি না? আপনি যদি ৩ দিন এর ভিতর receive না করেন তবে আবার ব্যাক করবে। ওই ভদ্র লোকের কথা বিশ্বাস করে সেট এর মালিক এর কাছে ৩০৬০ টাকা বিকাশ করি। পর দিন সেট না পেলে আমি ম্যানেজার কে ফোন করি । ওনি বলেন ভাই সেট এর মালিক একটু পরই অভিযোগ করছে যে আপনি পুরা টাকা দেন নাই, সেট না পাঠাতে। এখন সেট এর মালিক না বললে আমরা সেট পাঠাবো না। সেট এর মালিক এর কাছে আমি ফোন দেই। সেট এর মালিক বলে ভাই আমি sorry আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। কুরিয়া এর ম্যানেজার কে ফোন দিলাম ওই ভদ্র লোক আমাকে বাকি টাকা সেট এর মালিক দিয়ে দিলে আমরা সেট দিয়ে দিব। ওই ভদ্র লোক আমাকে Guarantee ও দিলেন। আমি আবার সেট এর মালিক এর কাছে ৪৬০০ টাকা বিকাশ করি। যাই হোক আমি পর দিন আর সেট পেলাম না। কুরিয়া এর ম্যানেজার কে ফোন দিলাম ওই ভদ্র লোক আমাকে বিভিন্ন রকম কথা বলে……………
আমি জানি আমার মত এমন বোকা হয়ত কেও নাই।তার পর ও ভাই সবার কাছে আমার একটা Request। Please আমার মত বোকামি করবেন না।জিবনের প্রতিটি বিশ্বাস এর আগে একটু ভাববেন।আমার মত হয়ত অনেক আছেন যাদের কাছে প্রায় ৮০০০ টাকা আনেক কিছু…… আমার আর কোন ভাই যাতে এমন ফাদে না পড়ুক এই কামনাই করি সর্বদা।
পোস্টটি পড়ার জন্য আন্তরিক ভাবে কৃতজ্ঞ থাকলাম।

    Level 2

    @Habibur333: Apni ki pagol naki 🙁
    Ami bujlam na kemon kore dora khelen. jai hok apnar ki poriman kosto lagse ami bujte parsi. Amar ek close friend laptop+mobile kinar jonno ei rokom 40,000 Tk send kore dora khaise. ami jani o koto kosto kore taka ta collect korsilo. 1 week pagoler moto achoron korsilo. O se Bikash na sundorbon courier er maddome taka send korsilo. Mone kosto nien na. Valo thakbe.

    Level 0

    @Habibur333: ভাই ৮ হাজার টাকা আমার কাছে স্বপ্নের মতো। যা ই হউক। মনে কষ্ট রাখবেন না। জানি আপনি অনেক কষ্ট পাচ্ছেন।

Level 0

bad luck bhai………….

Habibur333 vai apnake somo bedona jananor kono vasha ame nai..tobu aituku boli..kokhono eka set kinte na giye aro akhon nia jaben…r phone kinar age akta sada kagoje phoner sobkichu likhe..yar sign niben date soho..coz onek somoy dekha kay oi set dia kono crime kore set apnar kache seel korlo..r police or rab cell eer IMEI track kore apnare dorlo….dorkarki ..ektu na hoy save a thaklen!

Level 0

samsung galaxy s3 set a ki bangla support kore……..ami akon galaxy s advance use kori ata te
bangla support kore na…obosso bangla browser dia bangla dekte pari but ata birokti kor…..
s 3 te basicaly bangla support kore kina keo janle janaben plzz.