Android মোবাইল নেই বলে দুঃখ, নো চিন্তা!! পিসিতে android ইন্সটল করুন উইন্ডোজ এর মত(না দেখলে android ব্যবহার করতে পারবেননা)

কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর রহ্মতে ভাল আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম আমন একটি টিউন যার অপেক্ষায় আপনারা এত দিন ছিলেন। টেকটিউনসে অনেকেই পিসি তে android চালাবার টিউন করেছেন। কিন্তু সেগুলো ছিল সুদু অ্যাপ চালাবার জন্য। আজ আমি আপনাদের শিখাব কিভাবে পিসি তে android সেটআপ দিবেন। ত চলুন শুরু করা যাক।

বিঃদ্রঃ এই টিউন টি দেখে যদি আপনি এই কাজ টি সঠিক ভাবে না করেন তাহলে আপনার হার্ড ডিস্ক এর সমস্ত ফাইল ফরম্যাট হয়ে যাবে।।

প্রয়োজনীয় টুলসঃ

১ android setup disk image.iso(185 mb)  ডাউনলোড

২ Power Iso 5.5 full. ডাউনলোড  Name: Foyzur  Key: BJ2N3-HBKUK-8A7BX-KAK3X-5FL1Z

৩ একটি হার্ড ডিস্ক(যেটাতে উইন্ডোজ ইন্সটল করা নেই) জায়গা লাগবে মিনিমাম ৪(চার)জিবি।(যদি এই ডিস্কে উইন্ডোজ ইন্সটল করা থাকে তাহলে আপনার উইন্ডোজ চলে যাবে)।

৪ একটি পেন ড্রাইভ external sd card তৈরির জন্য।

৫ একটি খালি(blank) ডিস্ক। সিডি হলে চলবে।

ব্যাস! তাহলে শুরু করা যাক।

android iso ডাউনলোড করে নিন। তারপর পাওয়ার আই এস ও ইন্সটল করেনিন। একটি খালি ডিস্ক কম্পিউটারে ঢোকান

তারপর পাওয়ার আই এস ও ইন্সটল করার পর এটি চালু করে open এ ক্লিক করুন তারপর android iso ফাইল টি ওপেন করুন নিচের ছবির মত

তারপর উপরের burn লেখা বাটনে ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে ফাইল গুলো ক্যাসেটে ঢুকে যাবে। কমপ্লিট হবার পর পিসি restart দিন।

তারপর boot মেনুতে যাবার জন্য কীবোর্ড এর F12(অন্যান্য কম্পিউটারে এই অপশন ভিন্ন হতে পারে) তে চাপ দিতে থাকুন। boot মেনু থেকে বুট ফ্রম cd-rom এ এন্টার চাপুন।

তারপর android x86 নামের একটি সবুজ স্ক্রীন আসবে। এই স্ক্রীন আসার পর চারটি option আসবে।৪ নম্বর option(install android x86 to hard disk) এ এন্টার চাপুন। কিছুক্ষন অপেক্ষা করুন। তারপর আরেক টি স্ক্রীন আসবে। এই স্ক্রীনে আপনাকে বলা হবে কোন জায়গায় android install করবেন। ওখান থেকে আপনার খালি (উইন্ডোজ ছাড়া) হার্ড ডিস্ক সিলেক্ট করেন। এখানে আপনাকে শুধু হার্ড ডিস্ক এর নাম লেখা দেখাবে।

যদি হার্ড ডিস্ক শনাক্ত না করতে পারেন তাহলে একটি ৮ জিবির পেন ড্রাইভ কম্পিউটারে প্রবেশ করান। তারপর রিস্টার্ট করে F12 তে চাপ দিন।

তারপর এই স্ক্রীনে এসে USB Flash Disk Drive সিলেক্ট করুন। তারপর ফরম্যাট করার জন্য বলবে। যদি আপনার পেন ড্রাইভ ফরম্যাট করা থাকে তাহলে do not format এ চাপ দিন। তা না হলে ফরম্যাট উইথ fat32 এ ক্লিক করুন। তারপর বলবে do you install boot loader GRUB? Yes চাপুন। তারপর 185000 kb ইন্সটল হবার পর বলবে run অথবা reboot করার জন্য। run এ click করুন। ১৮৫ এমবি ইন্সটল এর মাঝে যদি কোন কিছু ইয়েস করার কথা বলে তাহলে নো চাপবেন।

ব্যাস !!!!!!! হয়ে গেল আপনার Android Install তারপর মোবাইল reset করার পর যে ধাপ অনুসরন করতে হয় সেগুলো করবেন।

কাজ হলে কমেন্ট করে জানাবেন। কোন সমস্যা হলে জানাবেন।

ধন্যবাদ। প্রথমে এখানে প্রকাশিত fck47foyzurbd.tk

Level 0

আমি Foyzur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Hm Corom Hoise.

Level 0

DHOREN AMAR COMPUTER E TINTA DRIVE ASE : C,D,E . C DRIVE E WIN INSTALL KORA . D DRIVE E ONANNO FILE , E DRIVE KHALI. EKHON AMI JODI E DRIVE ANDROID SET UP DEI, AMR WINDOWS KI THAKBE????????

    @sp jishan: আগে দেখুন কোন হার্ড দিস্কে উইন্ডোজ দেওয়া আছে। ধরুন
    c ও e ১নং hard disk এ আছে এবং d অন্য হার্ড দিস্কে আছে। তাহলে আপনি d drive এ android সেট আপ দিতে পারেন

Level 0

why people will install android in pc? Is there any benefit of that?

Level 0

What is the use of this operating system? Why people may use, where there is a risk of hard disk may fully formatted? Moreover, who can use the android app in his PC already, how come he will be benefitted from this? Don’t you think that, it is enough for anyone only to use the android applications in the PC? Do you think your provided image is also helpful to understand anything to anyone?

While you write, description is real necessary, otherwise it will be look like, “You only give cigarette to a smoker without giving him any fire.”

    @topin: আপনি যদি বুঝে শুনে কাজটি করেন তাহলে ডিস্ক ফরম্যাট হবে কেন

সুন্দর আমি সেট আপ দিসি।

khub risk ache

Level New

dual boot hobe? fully and aro bujhiye dile beshi valo hoto 😀

    @saif_precio: জি ডুয়াল বুট হবে। ডুয়াল বুটের জন্য পিসি অন করার সময় f12 তে চাপ দিতে থাকুন। আপনি যদি পেন ড্রাইভ এ ইন্সটল দিয়ে থাকেন তাহলে হার্ড ডিস্ক অপশন থেকে usb flash disk সিলেক্ট করুন

আপনার দেখানো মতে সবকিছু করলাম কিন্তু ইন্টারনেট কানেকশন পাচ্ছে না।আমার কম্পুতে ওয়াইফাই নাই।ব্রডব্যান্ড লাইনে কেম্নে ইন্টারনেট কানেকশন পাইতে পারি জানাইলে ভালো হতো।আর হ্যা কমু বন্ধ করলে আবার কেমতে android এ ফেরত আসবো?

    @লাল ঘোড়া: আপনার যদি ল্যাপটপ থাকে তাহলে ভাল হয় সবকিছু একসঙ্গে থাকবে। ওয়াইফাই এর জন্য আপনার পিসি তে ওয়াইফাই রাউটার থাকতে হবে। ব্রড ব্যান্ড দিয়ে কানেকশন হয় কিনা জানিনা।

Level 0

তারমানে আমি একি হার্ডডিস্ক এ উইন্ডোজ + এন্দ্রএড চালাতে পারব না ?
আর আমি কি পেনড্রাইভ এ iso ফাইল টা boot করতে পারব?

Level 0

এটা এন্ড্রয়েড কত ভার্সন?

ics এ বাংলা ভালো মত সাপোর্ট করে না।ফাইল মেনেজার এ কি অন্য হার্ড ডিস্ক এর ফাইল,ছবি গান শো করবে?

জেলী বীন 4.2 পেলাম। এই লিঙ্কটা দেখেন।এখানে সব ভার্সন এর এন্ড্রয়েড ওএস আছে।
https://code.google.com/p/android-x86/downloads/list?q=label:android-x86

Level 0

viyya amaar hard disk ar akta partition 10gb,ami jodi oikana android instsll kori,r jodi kona vol hoy toba ki hard disk full formate hoba?
na ja drive a install dibo sata formate hoba
r
pendrive dia kivaba korbo
akto details bolla vlo hota viyy.
r ata ta viber use kora koths bolta parbo
rpendrive install korla ki hard disk a space lagba?
HD formate plz akto valo kora bujaya dan plz viya

    @refat2013: 1 ha hard disk full format hobe
    2 install android x86 to hard disk optione giye usb flash disk drive select korun
    fring skype viber use kore kotha bolte parben tobe apnar pc te microfone lagano thakte hobe
    pendrive install korle hard disk er jayga lagbe na

      Level 0

      @Foyzur Rahman: Sry viyya
      r akbar disturb korba
      1ta ques cilo: “pendrive install korle hard disk er jayga lagbe na” atar mana
      install a prb hola “Hard disk formate hoba” ata ki?
      ami janta caccilam ja
      amar hard disk ar jano kona problrm na hoy
      hoila pendrive ar hok.
      mana hard disk jano formate na hoi
      akto bojaya diben viyya
      amar kub essa
      android os calano amar pc ta
      plz viyya
      replay deyen as soon as possible 😀

dekhi kaj kore kemon hoi…..jodi hoi tahole …..apnake je ki korte mon jabe ami nijeo jani na….ami ei rokom softwer aj 2 year theke khuj6e