সবচেয়ে সহজ পদ্ধতিতে স্ক্রিনশট নিন আপনার এন্ড্রয়েড ডিভাইস এ (Unroot/Root)

আসসালামু আলাইকুম ...

এন্ড্রয়েড মোবাইল যারা ব্যবহার করছেন .. তাদের অনেকেই মোবাইল / ট্যাব এ Screen Shot নেওয়ার জন্য ভালো সফটওয়ার খুঁজছেন হয়তো .. যাদের সেট টি রুট করা আছে তাদের তো কোনো ঝামেলা নেই, তাদের জন্য অহরহ সফট আছে | কিন্তু যাদের রুট করা নেই তারা কি এই সুবিধা ভোগ করতে পারবে না ?? কেন নয় ? অবশ্যই .. তাদের জন্যই আজকের এই পোস্ট .. আজকের এই পোস্ট Screenshot Ultimate সফট নিয়ে | এই সফট ব্যবহার করতে রুট এর প্রয়োজন নেই, ব্যবহার করা তুলনামূলক ভাবে অনেক বেশি সহজ. মাত্র ১.৩ মেগাবাইট এর সফট এটি .. ফিচার গুলো দেখলেই বুঝবেন কত বেশি সহজ এর ব্যবহার >

- shake করে স্ক্রিনশট নেওয়া ,

- আইকন দিয়ে স্ক্রিনশট নেওয়া,

- ভয়েস এর মাধ্যমে,

-স্ক্রিনশট এর ছবি এডিট করা,

-widget বাটন সুবিধা

সহ আরো অনেক ফিচার ...

আমার দেখা সবচেয়ে উন্নত মানের এবং সম্পূর্ণ ফ্রি একটি সফট ... আপনি এর মাধ্যমে টাইম সেট করেও স্কিনশট নিতে পারবেন ...

পছন্দ হলো ?? তো দেরি কেন , এখনি বিস্তারিত জেনে নিন  google play store থেকে  >
http://goo.gl/0OvCQ .. কেমন লাগলো জানাতে ভুলবেন না ...
আর যদি সরাসরি apk ফাইলটি চান তাহলে এই লিঙ্ক দেখুন , এটি সরাসরি গুগল থেকে ডাউনলোড করা ফাইল , এই লিঙ্ক এ ক্লিক করলেই শুধু ফাইল টি ডাউনলোড হবে - http://goo.gl/ffz1J

যদি কারো উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করতে সমসসা হয় , তাহলে এই লিঙ্ক দেখুন > http://goo.gl/fiQe4

[বি:দ্র: এটি আমার প্রথম পোস্ট , যদি কোথাও ভুল করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি পোস্ট টি কোথাও দেয়া হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন ]

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি , ভবিষ্যতে আরো এপস এর বিবরণ নিয়ে আসবো ইনশাল্লাহ ... খোদা হাফেজ .

>>>>>>>>>আমার সকল এপস <<<<<<<<<

Level 0

আমি Shurzo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একেবারে সাধারণ থাকতে পছন্দ করি, টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করতে খুব বেশি ভালো লাগে, ডিজাইন করতে ভালো লাগে .. প্রফেশনালি লোগো ডিজাইন করি .. এন্ড্রয়েড নিয়ে ঘাটাঘাটি করি বেশির ভাগ সময় ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ, সুন্দর একটি টিউনের জন্য 🙂

Level 0

@মাসুদ , সাজেদুর ভাই … অনেক ধন্যবাদ কষ্ট করে আমার এই পোস্ট টি পরার জন্য 😀

Level 0

screen short ta keno/ki kaje use kora hoi??? plaza hlp

Level 0

zip file e apk file ti paoa jasse na ……plz update the file .

Level 0

specially xperia mini pro ta root kora jante chai …plz help

Level 0

@Md Rasel ভাই, ‍স্ক্রীনশট মূলত যদি আপনি এন্ড্রয়েড নিয়ে কোন পোস্ট দেন তাহলে সেই কাজের ধাপ হিসেবে স্ক্রীনশট গুলো কাজের ধারাবাহিকতা বুঝতে সাহায্য করে।
@ Diptta ভাই, এখানে যে ফাইল টির লিঙ্ক দেওয়া হয়েছে সেটা সরাসরি apk ফাইল ডাউনলোড করার জন্য, এটি ZIP ফরমেট এ নয় … 😀
@sobuz.rmc ভাই, আশা করি এই লিঙ্ক টি আপনার কাজে লাগবে > http://www.androidkothon.com/post-id/899
সবাইকে ধন্যবাদ |

Level 0

use korte partecina, kivabe ki korbo, jodi paren hlp korben

ধন্যবাদ এতো সুন্দর একটি ফ্রি এপ শেয়ার করার জন্য।

ROOT KORLE KE HOY KE SHOBEDA & AOSOBEDA PLS HELP ME (AME S W10 USE KORE)
PLS MAIL KORLE BALO HOI [email protected]

Level 0

@এস.এম.সুমন ভাই ..
রুট করার সুবিধা—–
পারফরমেন্স বাড়ানোঃবিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে ডিভাইসের অব্যবহৃত ফাইল, টেমপোরারি ফাইল ইত্যাদি নিয়মিত মুছে ফোনের গতি ঠিক রাখা।
ওভারক্লকিং করাঃ সিপিইউ স্পিড স্বাভাবিক অবস্থায় যতটা থাকে তারচেয়ে বেশি দ্রুত কাজ করানো। এর মাধ্যমে কোনো বিশেষ কাজে প্রসেসরের গতি বাড়ানোর প্রয়োজন পড়লে তা করা যায়।
আন্ডারক্লকিং করাঃ যখন ডিভাইস এমনিতেই পড়ে থাকে, তখন সিপিইউ যেন অযথা কাজ না করে যে জন্য এর কাজের ক্ষমতা কমিয়ে আনা। এতে করে ব্যাটারি ব্যাকআপ বাড়ানো সম্ভব।
কাস্টম ইউআই: আপনার ডিভাইসের হোমস্ক্রিন, লক স্ক্রিন, মেনু ইত্যাদি বিভিন্ন ইউজার ইন্টারফেসের ডিজাইন একটা সময় পর আর ভালো নাও লাগতে পারে। তখন আপনি ডিভাইসে নতুনত্ব আনতে পারবেন নতুন সব কাস্টম ইউজার ইন্টারফেসের মাধ্যমে। এগুলোকে অন্যভাবে রমও বলা হয়।
কাস্টম রম: ইন্সটল করার সুবিধা। অনেক ডেভেলপার বিভিন্ন জনপ্রিয় ডিভাইসের জন্য কাস্টম রম তৈরি করে থাকেন। এসব রম ইন্সটল করে আপনি আপনার সেটকে সম্পূর্ণ নতুন একটি সেটের রূপ দিতে পারবেন। বাইরে থেকে অবশ্যই এর ডানা-পাখনা গজাবে না বা ক্যামেরা ৫ মেগাপিক্সেল থেকে ৮ মেগাপিক্সেল হবে না, কিন্তু ভেতরের ডিজাইন ও ক্ষেত্রবিশেষে পারফরম্যান্সেও আসবে আমূল পরিবর্তন।

রুট করার অসুবিধা—–

ওয়ারেন্টি হারানোঃ ডিভাইস রুট করার মাধ্যমে আপনার ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে। তাই রুট করার আগে সাবধান। অবশ্য অনেক সেট আবার আনরুট করা যায়। আর সেট আনরুট করা হলে তা সার্ভিস সেন্টারে থাকা টেকনিশিয়ানরা অনেক সময়ই ধরতে পারেন না যে সেটটি রুট করা হয়েছিল। তবে কাস্টম রম থাকলে ধরা খাওয়া এড়ানোর উপায় নেই।
ফোন ব্রিক করাঃ ব্রিক অর্থ ইট। আর ফোন ব্রিক মানে আপনার ডিভাইসকে ইটে রূপান্তরিত করা। অর্থাৎ, এর কাজ করার ক্ষমতা হারানো। রুট করা ও এর পরবর্তী বিভিন্ন কাজের সময় একটু এদিক-সেদিক হলেই ফোনে স্থায়ী বা অস্থায়ী সমস্যা হতে পারে। আপনার ফোনের প্রস্তুতকারক কোম্পানি ফোনটি আনরুট অবস্থায় দেন যেন এর ক্ষতি না হয়। রুট করার মাধ্যমে আপনি সেই নিশ্চয়তা ভেঙ্গে ফেলছেন।