সরাসরি PC থেকেই আপনার Android সেটে অ্যাপ ইন্সটল করুন

সালাম ও শুভেচ্ছা। আশা করি ১২/১২/১২ তে সবাই ভাল সময় কাটিয়েছেন। আজ আমি আপনাদের সাথে খুব ছোট্ট একটা ট্রিক শেয়ার করব। অনেকেরই হয়তবা জানা। তারপরও নতুনদের খুব ভাল লাগবে। বিশেষ করে তাদের যারা Android Tablet কিংবা এমন কোন Device ব্যাবহার করছেন যেটাতে নেট কানেক্ট করতে পারেন না অর্থাৎ আপনার WIFI কানেকশন নেই। কিন্তু Application ইন্সটল করতে চান। যাই হোক আর কথা না বাড়িয়ে সফটওয়্যার কিংবা Tool টি সম্বন্ধে বিস্তারিত বলছি। এর নাম হচ্ছে Apk Installer. এর মাধ্যমে আপনি আপনার পিসির সাথে Android সেটটি কানেক্ট করে সরাসরি সব Application অর্থাৎ apk file আপনার Android Device এ ডাইরেক্ট ইন্সটল করে নিতে পারবেন। এর জন্য আপনার সেটটি Root করা কিংবা অন্য কোন ঝামেলা করা লাগবে না।  পিসি থেকে ইন্সটল করেই সরাসরি আপনার ডিভাইস এ অ্যাপ চালাতে পারবেন। এ জন্য File manager কিংবা আপনার সেট এ ইন্টারনেট কানেকশন লাগবে না। ইন্সটল করার নিয়ম পানির মত সোজা।

  • প্রথমে আপনার Android Device টি পিসির সাথে কানেক্ট করুন।
  • এরপর আপনার Android সেটটির Settings>Applications এ যেয়ে Unknown Source এ টিক চিহ্ন দিন। (আগে থেকে দেওয়া থাকলে কিছু করা লাগবে না)
  • এরপর Settings>Applications>Development এ যেয়ে USB Debugging এ টিক চিহ্ন দিন।
  • ব্যাস এবার APK Installer ওপেন করে apk file গুলো সিলেক্ট করে ইন্সটল করুন।

স্ক্রিনশট দেখে নিনঃ

এই সফটওয়্যার টি মাত্র ১.১৮ মেগাবাইট।

apk installer ডাউনলোড করুন এখান থেকে।

এছাড়া আপনারা অনেকেই আপনাদের সেট এর USB Driver খুঁজে পান না। আপনার সেটের USB Driver ডাউনলোড করতে পারেন এখান থেকে।

apk installer এর ওয়েবসাইটঃ     http://apkinstaller.com/

কেমন লাগলো তা দয়া করে কমেন্ট এ জানাবেন।

আর আপনাদের যদি কোন apk file অর্থাৎ Android app দরকার হয় তাহলে তাহলে আমাকে কমেন্ট  এ জানাবেন। আমি দেয়ার চেষ্টা করব।

ধন্যবাদ সবাইকে।

ফেবুতে আমি

Level 0

আমি তাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Facebook id: https://www.facebook.com/tahidul.saimon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কি বললেন বুঝলাম না। যদি বুঝে থাকি তা হলে তো apk ফাইল pc থেকে Android Device এ ইন্সটল করার কথা বলেছেন। সেটার কি দরকার? আপনার কাছে যদি apk ফরম্যাট এর ফাইল থাকেই তাহলে তো Android Device এ ট্রান্সফার করে তার পর সেখান থেকেই ইন্সটল করতে পারবেন। এটা দিয়ে কি google play থেকে ইন্সটল করা যাবে? না গেলে অর্থহীন।

    @হুমায়ুন কবির: হ্যাঁ ট্রান্সফার করেও ইন্সটল করা যায় কিন্তু তার জন্য তো File manager থাকা লাগে। আর আপনার যদি Android Tablet থাকে আর যদি WIFI না থাকে তবে আপনি Transfer করে কি লাভ?? ইন্সটল তো করতে পারবেন না। আর Google Play সম্বন্ধে কি বললেন তা আমি বুঝি নি, দুঃখিত। পিসি থেকে ইন্সটল Click করার পর আপনি মোবাইল এ সরাসরি অ্যাপ চালাতে পারবেন।

Level 0

vai aktu help koran !
amer Android Mobile ar jonno ami onk hd game ar apk downlode korci ,but ki su game asa jata apk setup dayer por open korly downlode korty bola .Exp:need for speed shift ,aspalt 7, gangstar .etc etc game .but downlode korty cai la 200+ mb laga and wifi or 3g lag ba .,.,,.,.

    @antu_vj: জি ভাই। HD গেম কিংবা অন্য কোন বড় সাইজের গেম শুধু apk ইন্সটল করলেই চলে না। আপনার Android সেট এর কনফিগারেশন অনুযায়ী Download করতে হবে। Wifi অথবা 3g ছাড়াও আপনার মোবাইলের কানেকশন হলেও হবে। তবে শুধু একটা উপায় আছে। আপনার সেট যদি Root করা থাকে তবে Titanium Backup এর মাধ্যমে আপনি পিসি থেকেই Asphalt 7 কিংবা আরো হাইফাই গেম ডাউনলোড করে সরাসরি মোবাইল এ খেলতে পারবেন। এজন্য আর আপনাকে ২০০ মেগাবাইট ডাউনলোড করতে বলবে না……………………………………

Level 0

vai ami ai game guler cd kinci ,apk or others aro file daya assa ,but ami apk setup korer por aber downlode cai .but amer kasa to file asai to ami kan downlode dimu ???

ভাই আমার mobile এ internet connection দিয়ে শুধু browser ছারা আর কোন apps ব্যাবহার করা যায় না এমন কি play store ও না,এ সমস্যা কিভাবে সমাধান করা যাবে ?

    @শিবলু: মানে বুঝলাম না?? ইন্টারনেট দিয়ে শুধু Browser ব্যাবহার করা যায়?? এক্ষেত্রে আপনার ইন্টারনেট হয়ত অনেক স্লো কিংবা ইন্টারনেট কনফিগারেশন করা নেই। Play Store এর লেটেস্ট ভারশন টা করে দেখুন তো চলে কিনা। ডাউনলোড করুন http://androidfilehost.com/download.php?fid=9390135922294523718 এখান থেকে। আর ইন্সটল করবেন APK Installer দিয়ে। মানে উপরের টিউন টি অনুসরণ করুন।

    @শিবলু: দুঃখিত এই লিঙ্ক থেকে Play Store Download করুনঃ http://www.androidfilehost.com/?fid=9390135922294523718
    দেখবেন একটা তীর চিহ্নের ছবি আছে। ওটাতে ক্লিক করলে ডাউলোড শুরু হবে।।

      @তাহিদুল ইসলাম: @তাহিদুল ইসলাম: ভাই wifi ব্যাবহার করে সব Apps ব্যাবহার করা যাচ্ছে কিন্তু wifi network ছারা কোন apps connect হয় না (আমার মোবাইলের ইন্টারনেট speed আর configuration দুটিই ঠিক আছে) ,আর wifi ব্যাবহার করে play store update করেছি ।

Applicatio এ যেয়ে Unknown Source এ টিক চিহ্ন দিন। (আগে থেকে দেওয়া থাকলে কিছু করা লাগবে না> এর মানে কি? সম্পুর্ন লিখতে কেউ নিষেধ করলে টিউন করার দরকার নেই।

    @Emrul islam: Vai dukkhito amar vul ta kothay hoice kingba kothay shongkhep korsi ta jodi ektu dhoriye diten taile valo hoto. Amar mobile e to shudhu etukui lekha ase.. Ar ki likhte hobe ta jodi bole diten taile valo hoto….
    Dhonnobad. Ar amar mone hoy jader bujhar tara thik e bujse..

Level 2

root korte chay galaxy s2

ভাই পারলে Speed Enable Bluetooth Full Version APK দিয়েন।

Level 2

maximus set er jonno kon driver use korbo ?